![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
অতিসম্প্রতি হামাস এক ইসরাইলী বন্দির কঙ্কালসার ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিও প্রকাশের সংগে সংগেই আমেরিকার, ফ্রান্স, জার্মানী ও বৃটেন সহ ইউরোপের অনেক দেশ বেশ সরব ও গরম হয়েছে। এখন তাদের গায়ের নীচে পানি গেছে তারা জেগে উঠেছে। অন্য দিকে ইসরাইল ৬০/৭০ হাজার ফিলিস্থিনিকে হত্যা করলো লক্ষাধিক ফিলিস্থিনিকে পঙ্গু করলো ৯০ শতাংশ বাড়িঘর মাটিতে ধুয়োয় মিশিয়ে দিলো তখন মানবতার ধ্বজাধারী পশ্চিমাদের মুখে টু শব্দটিও ছিলোনা।
অতপর মধ্যপ্রাচ্যে বিষফোড়া ইসরাইলের অবরোধে গাজায় ভয়ানক খাদ্য ও পানি সংকটে শত শত শিশু, আবাল বৃদ্ধবণিতা যখন অনাহারে মারা যাচ্ছে তখনও মানবতার ধ্বজাধারী পশ্চিমাদের মুখে টু শব্দটিও ছিলোনা শুধু মাত্র বলতে হয় তাই বলা টাইপের বিবৃতির মাধ্যমেই শেষ। তার কার্যকরভাবে ইসরাইলকে না থামিয়ে উল্টো ইসরাইলকে সামরিক ও আর্থিক সাহায্য দিয়ে ফিলিস্থিনিদেরকে নির্মূল করতে প্রত্যক্ষ সহযোগিতা করেছে।
ইতিমধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও বেশ সরব হয়েছে তিনি বলেছেন গাজায় দুর্ভিক্ষ বলে ইসরাইলি বন্দীদের কষ্ট দেয়া উচিৎ নয়। তিনি আরো বলেন, ২০ জন বন্দীকে মৃত্যুর মুখে টানেলের মধ্যে বন্দী করে রাখা হচ্ছে। অথচ তাদের এর সাথে কোনো সম্পর্কই ছিল না। এহেন অবস্থায় উপত্যকায় দুর্ভিক্ষের কারণে ইসরাইলি বন্দীদের দুর্দশা বৃদ্ধি করা উচিৎ নয়। রোবিও বলেন, ট্রাম্প প্রশাসন গাজার মানবিক সমস্যা সমাধানে সবধরনের কাজ করে যাচ্ছে।
গাজায় যে হাজার হাজার মানুষ দুর্ভিক্ষে মারা যাচ্ছে সেটা বড় নয় বড় হলো ইসরাইলের ২০ জন মানুষ। ইসরাইল ৬০/৭০ হাজার ফিলিস্থিনিকে হত্যা করলো লক্ষাধিক ফিলিস্থিনিকে পঙ্গু করলো ৯০ শতাংশ বাড়িঘর মাটিতে মিশিয়ে দিলো এগুলো কোনটাই পশ্চিমাদের কাছে বড় নয়। তাহলে বড় কী? বড় হলো ২০ ইহুদী। কি আশ্চর্য!!
০৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাংলাদেশে যেমন আম্লিগের কাছে দেশের চেয়ে ভারতের স্বার্থ বড় ঠিক তেমনই জার্মান শাসকদেরও জার্মানির চেয়ে ইসলাইল বড়।
২| ০৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৪
অরণি বলেছেন: ওদের কাছে ইসরাইলীরা মানুষ গাজাবাসী পশু। ভারতেও এরকম চলছে গরুর চেয়েও মুসলিমদের জীবনের মূল্য কম।
০৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: পশ্চিমার গাজাবাসীকে পশুই মনে করে।
৩| ০৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:১০
মাথা পাগলা বলেছেন: গাজায় যখন একফোঁটা পানি আর একমুঠো খাবারের জন্য মানুষ হাহাকার করছে, তখন ইসরাইলি "বন্দীদের কষ্ট দেয়া ঠিক না" - এটাই নাকি সভ্যতার মানদণ্ড!
একচোখা মানবতা আর নির্লজ্জ পক্ষপাতের এমন উদাহরণ ইতিহাসে বিরল!
০৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:১৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভাবতে অবাক লাগে কীভাবে তারা এমন কথা বলে যেখানে গাজার মানুষরা একফোঁটা পানি আর একমুঠো খাবারের জন্য হাহাকার করছে, তখন ইসরাইলি "বন্দীদের কষ্ট দেয়া ঠিক না"
৪| ০৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:২০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: গাজায় ৭০ হাজার মানুষ হত্যা করলো লক্ষাধিক মানুষকে পঙ্গু করলো অবরোধের মাধ্যমের শিশুদের কঙ্কাল করে হত্যা করছে তখন পশ্চিমারা টু শব্দও করলো না এখন একজন ইসরাইলের কঙ্কালসার ছবি দেখে তারা খুবই মানবিক হয়েছে, সরব হয়েছে।
০৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: পশ্চিমারা মানবতার নামে দ্বিচারিতা করতে বেশ পটু।
৫| ০৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: হামাস কখনও ফিলিস্তিনি বা মুসলিমদের পক্ষে কাজ করেনি, করবেও না। ঠিক যখনই সারা বিশ্বে কথা উঠছিলো ফিলিস্তিনিদের না খেয়ে মরা নিয়ে, তখনই হামাস ইসরাইলের ত্রাণকর্তা হয়ে এগিয়ে এসেছে!
০৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হামাস ইসরাইলের ত্রাণকর্তা কথাটি বুঝিয়ে বলেন।
৬| ০৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: পশ্চিমারা কখনোই ইসরাইলকে জোর করে বলেনি যে তোমরা ফিলিস্থিনিদের জমি বাড়িঘর দখল করোনা, ফিলিস্থিনিদেরকে অত্যাচার করোনা কিন্তু ফিলিস্থিনিরা ঢিল ছুড়লেই ওরা একসংগে হুক্কাহুয়া করে বলে ইসরাইলের আত্নরক্ষার অধিকার আছে; তাদের কথায় মনে হয় ফিলিস্থিনিদের আত্নরক্ষার কোন অধিকার নেই!
০৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তাদের ভাবসাবে মনে হয় ইসরাইলের আত্নরক্ষার অধিকার আছে কিন্তু ফিলিস্থিনিদের আত্নরক্ষার কোন অধিকার নেই!
৭| ০৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৫৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বর্তমানে হিটলারের আবারো বিচার করা উচিত যে কেন বাকী ইহুদীদের হত্যা করেনি সেই কারনে।
০৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:১৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইহুদীরা মধ্যপ্রাচ্য তথা সমগ্র দুনিয়ার জন্য সমস্যা।
৮| ০৭ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮
মেঘনা বলেছেন: হালার পশ্চিমা আমেরিকানরা এত নিষ্ঠুর এত মুসলিম বিদ্বেষী, তাও বাংলাদেশের মমিন মুসলমানদের পশ্চিমা পাসপোর্ট এর জন্য জিব্বা দিয়ে লালা ঝরে। পশ্চিমাদের পায়ের তলায় ঈমান বিক্রি দেওয়া এই বাঙালি মুসলমানেরা সত্যিকারেই মীরজাফরের বংশধর।
১০ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:১১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারতে গিয়ে গোমূত্র খাও তাহলে হিন্দুত্ববাদী হতে পারবে বাংলাদেশ ওসব চলবেনা বাংলাদেশে হিন্দুরা থাকবে কিন্তু হিন্দুত্ববাদী থাকবেনা।
৯| ০৭ ই আগস্ট, ২০২৫ রাত ৮:৪৫
লোকমানুষ বলেছেন: নিজের গায়ে টোকাটি পড়েছে, তাই হয়েছে সরব! ভণ্ডের দল, ভণ্ডদের মানবতা!!
ওদিকে হুকোর টানে ত্যালত্যালে ত্যালচর্বির তেল বিক্রেতারা আয়েশে কাটাচ্ছে জীবন। সময় একরকম থাকে না, ধোঁয়া উঠানো লন টা যেদিন তাদের দিকে মুখ ঘুরাবে, তখন তারা কার পানে হাত বাড়াবে?
১০ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:১১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ফন্দিফিকির করছে কয়খানা বিয়ে করা যাবে।
১০| ০৭ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৫৫
কামাল১৮ বলেছেন: গাঁজার উপর আমেরিকার কুনজর পড়েছে।হয় আমেরিকাকে মোকাবেলা করে গাজায় থাকতে হবে নয়তো গাজা ছেড়ে চলে যেতে হবে।
১০ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:১২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মোকাবেলা করে টেকা ছাড়া উপায় নেই।
১১| ০৮ ই আগস্ট, ২০২৫ রাত ২:১০
ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন: হামাস ইসরাইলের ত্রাণকর্তা কথাটি বুঝিয়ে বলেন।
এখানে বোঝানোর তো কিছু নাই, নিজের পোষ্ট পড়েন, আমার কমেন্ট পড়েন, নিজের লেখার টাইটেল পড়েন। যখন সারা পৃথীবি ইসরাইল দ্বারা ফিলিস্তিনিদের না খাইয়ে মারার বিষয়ে কথা উঠছে, ঠিক সেই মুহুর্তে হামাস এই ভিডিও ছেড়ে সম্পূর্ণ সিম্প্যাথি ইসরাইলের দিকে নিয়ে যাবার চেষ্টা করতেছে।
আমাদের এটা ভুললে চলবে না, আজকে ফিলিস্তিনের যে অবস্থা, তার জন্য কিন্তু হামাসই দ্বায়ী।
১০ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কারো চিন্তার সংগে অন্যকারো মিলবেনা।
১২| ০৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: খুব অমানবিক।
এই আধুনিক বিশ্বে এসে এই অবস্থা!! মনুষ্যত্ব কোথায়?
১০ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কোনটা অমানবিক?
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: ইসরায়েল কে এখন ইউরোপ দেখতে পারছে না জার্মানি ব্যতীত। কিন্তু আরব দেশগুলো এর ফায়দা নিতে পারে না। তার নিজেদের পছার নিচের চেয়ার হারাতে চায় না।