![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
ছাত্র-জনতার তাড়া খেয়ে আওয়ামী লীগ পালিয়ে গেলে ছাত্র-জনতা তাদের সখের নৌকাখানা ডুবিয়ে দেয়। জলে ভিজে উঠে শরম ঢাকতে এখন তাদের গামছা প্রয়োজন।বঙ্গবন্ধুর আদর্শের সন্তান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের পর্যাপ্ত গামছা আছে।আওয়ামী সমর্থকরা সেই গামছা পরে শরম ঢাকতে পারে।তারা ভোট দিবে আশ্বাস দিলে বঙ্গবীর সারা বাংলাদেশের সব আসনে প্রার্থী দিতে পারেন। তিনি ভালো ফল করলে সেটা হবে মুক্তি যুদ্ধের চেতনার ভালো ফল।
আমাদের ব্লগের যামিনী সুধা নৌকার হাল ধরার আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁর সঙ্গে আছেন রানু। তাঁরা প্রজন্ম একাত্তর নামে দল করতে পারেন। তবে ধর্মহীন হওয়ায় ধর্মের দেশে তাঁদের সাফল্য লাভ না করার আশংকা রয়েছে। সেই জন্যই আমি গামছার কথা বলছি। নৌকার যারা ভোটার তারা নৌকার সমর্থন ত্যাগ করেছেন বলে মনে হয় না। তো তারা গামছায় ভোট দিলে গামছার মাধ্যমে হয়ত তারা অস্তিত্ব জানান দিতে পারবে।
একটা জেলা শহরে বিশ-পঁচিশ জন আওয়ামী লীগ নিষিদ্ধের শ্লোগান দিচ্ছিল। তাদেরকে ধাওয়া দেওয়ার কোন লোক পাওয়া গেল না। অথচ আওয়ামী শাসনে তাদের বিপক্ষে কথা বলার লোক ছিল না। তারপর ছাত্র-জনতা সাহস করে কথা বলা শুরু করলে দেখা গেল অনেকেই আওয়ামী বিপক্ষে কথা বলছে। এখন আওয়ামী পক্ষে কথা বলা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। রাষ্ট্র কি তাদেরকে দাবায়ে রাখতে পারবে? বঙ্গবন্ধু বাংলাদেশী জাতিকে দাবায়ে রাখতে পারবানা বলেছেন, এখন বাংলাদেশীরাই আওয়ামী লীগকে দাবায়ে রাখছে, সেজন্য আমার মনে প্রশ্ন জাগছে বাংলাদেশীরা কি আওয়ামী লীগকে দাবায়ে রাখতে পারবে? এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলা নিষিদ্ধ। এমতাবস্থায় রানু কি আওয়ামী লীগের পক্ষে কথা বলবে?
এখন একটা বিষয় হলো একাত্তরের চেতনার পক্ষে কথা বলা। এটা এখনো নিষিদ্ধ করা হয়নি। সুতরাং এসো সবাই দলে দলে গামছার ছায়া তলে। যে হারে গরম পড়ছে তাতে গামছার ছায়াতলে থাকলে একটু হলেও আরাম পাওয়া যাবে। যামিনী সুধার ক্ষেত্রে দলে দলে কিসের ছায়া তলে আসতে হবে সেটা জানা যায়নি। এবিষয়ে তিনি স্পষ্ট করে বললে বুঝা যাবে আসলে তাঁর ক্ষেত্রে কিসের ছায়াতলে জনতাকে সমবেত হতে হবে।যামিনী সুধা এবং তাঁর পাঁড় ভক্ত রানু রাজনীতির অনেক কথাই বলে। এমনি কি যামিনী সুধা আমার রাজনৈতিক অযোগ্যতার কথা বলেছেন। সেজন্য আমি তাঁর চেয়ে গামছার পক্ষে বেশী।যামিনী সুধা এভাবেই জনসমর্থন হারায়। শেখ হাসিনা নৌকা নদীতে ডুবিয়েছেন যামিনী সুধা হয়ত এটা সাগরে ডুবিয়ে দিবেন। তখন্র নৌকার আরো্হীদের কুলে উঠতে গামছা লাগবে। সুতরাং আগে থেকেই গামছার পক্ষে থাকা ভালো। আমি নৌকার পক্ষে নয় গামছার পক্ষে কথা বলেছি। সুতরাং আমি কোন বে-আইনি কথা বলিনি। জয় বাল। জয় বাংলা।বাল মানে চুল। আমার মাথায় চুলের অভাব। সেজন্য আমি জয় বাল বলেছি। এখানেও আমি আওয়ামী লীগের পক্ষে কোন কথা বলিনি।সুতরাং আমি নিরপরাধ।
১৩ ই মে, ২০২৫ রাত ১১:২৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিএনপি ক্ষমতায় আসলে আমার চাকুরী নিয়ে টানাটানি করবে কে? জামাই বাবাজী তো ছাত্রদলের নেতা। জামায়াতের বড় নেতা আত্মিয় আছে, আওয়ামী লীগেও বড় আত্মিয় ছিল। সুতরাং আপনি আমাকে নিয়ে অহেতুক চিন্তা করবেন না।
২| ১৩ ই মে, ২০২৫ রাত ১০:০৬
সৈয়দ কুতুব বলেছেন: কাদের সিদ্দিকী আওয়ামী লীগের অন্যায় কাজের বিরুদ্ধে দাড়াতে পারেন নি। এখন মানুষ তাকে নিয়ে মশকরা করে।
১৩ ই মে, ২০২৫ রাত ১১:২৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগ তো আর তাঁকে নিয়ে মশকরা করে না।
৩| ১৩ ই মে, ২০২৫ রাত ১০:১১
যামিনী সুধা বলেছেন:
@কুতুব,
কাদের সিদ্দিকী পড়ালেখা করেনি; কিন্তু টাংগাইল দখল করে জমিদারী শুরু করেছিলো; টাংগাইলের সব টেন্ডার ছিলো উহার।
১৩ ই মে, ২০২৫ রাত ১১:৩০
মহাজাগতিক চিন্তা বলেছেন: কাদের সিদ্দিকী পড়ালেখা না করলেও তিনি বীর উত্তম। সুতরাং তাঁকে খাট করে দেখার সুযোগ নাই। এমনিতেও তিনি যথেষ্ট লম্বা।
৪| ১৩ ই মে, ২০২৫ রাত ১০:১৬
রানার ব্লগ বলেছেন: দেখি কি হয়।
১৩ ই মে, ২০২৫ রাত ১১:৩৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি যেটা বলেছি এটা হতে পারে। শেখ হাসিনা কাদের সিদ্দিকীর সাথে একটা ড্রিল করে তাঁর নেতা-কর্মীদের তাঁর সাথে থাকার আদেশ দিয়ে দিলেই হয়ে গেল।
৫| ১৩ ই মে, ২০২৫ রাত ১১:০৪
ইয়া আমিন বলেছেন: যে ‘নৌকা’ ছিল মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক, সেই প্রতীক আজ অনেকের চোখে হয়ে উঠেছে ক্ষমতার দম্ভ ও জনবিচ্ছিন্নতার প্রতীক
১৩ ই মে, ২০২৫ রাত ১১:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: খুব একটা গন্ডগোল হয়ে গেল!
৬| ১৩ ই মে, ২০২৫ রাত ১১:২৭
নতুন নকিব বলেছেন:
মুখোশের আড়ালে আওয়ামী ফ্যাসিবাদের প্রেমে আকন্ঠ নিমজ্জিত।
১৩ ই মে, ২০২৫ রাত ১১:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: একই ঘরণার লোক হলে একটু প্রেম তো থাকবেই। আপনি আবার মনে কইরেন না দেশের সব লোক জামায়াত হয়ে গেছে। সেদিন এক জামায়াত নেতার স্ত্রী আমাদের ঘরে আসলে তাঁকে খুব খাতির যত্ন করে নাস্তা করিয়ে দিয়েছি। তাঁর স্বামী আমাকে বলেছিলেন, এবার তো জামায়াত করেন। উত্তরে আমি খানিক মুচকি হাসি দিয়েছি। সরকারি চাকুরী করি কে কখন সরকারের কি হয়ে যায় বলা যায়?
৭| ১৩ ই মে, ২০২৫ রাত ১১:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: এসব বীর উত্তমদের কারণে জাতি সমস্যায়। একদিকে মুক্তিযুদ্ধ করেছে অন্যদিকে দেশ লুটেপুটে খেয়েছে। মানুষ এখন ভালো মুক্তিযোদ্ধাদের সন্দেহ করে৷
১৩ ই মে, ২০২৫ রাত ১১:৪২
মহাজাগতিক চিন্তা বলেছেন: যারা দেশ স্বাধীন করেছেন তাঁরা না খেয়ে যারা দেশ স্বাধীন করেনি তারা খেলে কেমন হয়? শেখ হাসিনাও এমন কথাই বলতে চেয়েছেন। কিন্তু রাজাকার শব্দ ইউজ করেই সব তালগোল পাকিয়ে ফেলেছেন। অনেকে এখন বলছে রাজাকার শ্বাদটি মুখে আনতে নাই। এ অলক্ষুণে শব্দ মুখে আনলেও ক্ষমতা হারাতে হয়।এ শব্দটি জামায়াতকেও অনেক ভোগাচ্ছে। পিছামারা শব্দ একটা।
৮| ১৩ ই মে, ২০২৫ রাত ১১:৫৩
আঁধারের যুবরাজ বলেছেন: নৌকার ভবিষ্যতের মাঝি যার হবার কথা ছিল, সেতো এদিকে আমেরিকার নাগরিত্ব নিয়ে ফেললো ! এখন নৌকার হাল কে ধরবে ? ৭৫ এর পরে আওয়ামীলীগ ২/৩ ভাগ হয়েছিল ,দেখা যাক এবার কি হয়।
১৪ ই মে, ২০২৫ রাত ১২:০৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেজন্যই বাল-ছাল বাদ দিয়ে তাদেরকে গামছা পরে হাঁটা উচিত।
৯| ১৪ ই মে, ২০২৫ ভোর ৬:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সনেট কবি যে জামাতী এটা তো জানা ছিল না।
আফসোস!
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০২৫ রাত ১০:০৫
যামিনী সুধা বলেছেন:
এই দলের ছাত্র-জনতা ১৯৭১ সালে পাকিস্তানের রাজাকার হয়ে যুদ্ধ করেছিলো; আপনি ছিলেন না; এবার আমেরিকার হয়ে হত্যাকান্ড চালায়েছে। এদের ভাইয়েরা গাজায় হামাস, পাকিস্তানে লস্কর, লেবাননে হেজবুল্লাহ, সিরিয়ায় শিয়া মিলিশিয়া। আপনার বোধ উদয় হবে, যখন দেখবেন যে, আপনার চাকুরীও নেই।
আওয়ামী আমলে চাকুরী করেছিলেন, শিবিরেরা আপনার চাকুরী কতদিন রাখে দেখেন।