নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে আমাদের প্রতিপালক সকল প্রশংসা তোমারই

মাহমুদডবি

মনে রাখবা তোমার রবের কাছে তোমাকে হিসাব দিতে হবে।

মাহমুদডবি › বিস্তারিত পোস্টঃ

যে জিনিস আপনার নামাজকে করবে সুন্দর মনে এনে দিবে শান্তি। আপনি যদি মুসলিম হন পোষ্টটি এড়িয়ে যাবেন না

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৭

নামাজের শর্তাবলী, আর সেগুলো হলো নয়টি। যথা:

(১) ইসলাম (২) বুদ্ধিমত্তা (৩) ভাল-মন্দ পার্থক্যের জ্ঞান (৪) নাপাকি দুর করা (৫) অজু করা। (৬) সতরে আওরাত অর্থাৎ লজ্জাস্থানসহ শরীরের নির্ধারিত অংশ আবৃত রাখা (৭) নামাজের সময় উপস্থিত হওয়া (৮) কেবলামুখী হওয়া এবং (৯) নিয়ত করা।

নামাজের রুকুন চৌদ্দটি; যথা:

(১) সমর্থ হলে দণ্ডায়মান হওয়া, (২) ইহরামের তাকবীর, (৩) সূরা ফাতেহা পড়া, (৪) রুকুতে যাওয়া, (৫) রুকু হতে উঠে সোজা দণ্ডায়মান হওয়া, (৬) সপ্তাঙ্গের উপর ভর করে সিজদা করা, (৭) সিজদা থেকে উঠা, (৮) উভয় সিজদার মধ্যে বসা, (৯) নামাজের সকল কর্ম সম্পাদনে স্হিরতা অবলম্বন করা, (১০) সকল রুকুন ধারাবাহিকভাবে তরতীবের সাথে সম্পাদন করা, (১১) শেষ বৈঠকে তাশাহুদ পড়া, (১২) তাশাহ্‌হুদ পড়া কালে বসা, (১৩) নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর উপর দরুদ পড়া (১৪) ডানে ওবামে দুই সালাম প্রদান।



নামাজের ওয়াজিবসমূহ; এগুলোর সংখ্যা আট। যথা:

(১) ইহ্‌রামের তাকবীর ব্যতীত অন্যান্য তাকবীরগুলো

(২) ইমাম এবং একা নামাজীর পক্ষে سَمِعَ للهُ لِمَنْ حَمِدَه বলা।

(৩) সকলের পক্ষে رَبَّنَا وَلَكَ الْحَمْد বলা

(৪) রুকুতে سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ বলা

(৫) সিজদায় سُبْحَانَ رَبِّيَ الْأعْلى বলা।

(৬) উভয় সিজদার মধ্যে رَبِّ اغْفِرْ لِيْ বলা

(৭) প্রথম তাশাহ্‌হুদ পড়া

(৮) প্রথম তাশাহ্‌হুদ পড়ার জন্য বসা।





তাশাহ্‌হুদ অর্থাৎ আত্তাহিয়্যাতু এর বর্ণনা। নামাজি নিম্নরূপ বলবে,

«اَلتَّحِيَّاتُ للهِ وَالصّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، اَلسّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، اَلسّلاَمُ عَلَيْنَا وعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ»

উচ্চারণ: আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আস্‌সালামু আলাইকা আইয়্যূহান্নবিইয়ূ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আস্‌সালামু আলাইনা ওয়া আলা-ইবা-দিল্লাহিস সালেহীন। আশ্‌হাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশ্‌হাদু আন্না মুহাম্মদান আবদুহু ওয়া রাসূলুহ।

অর্থ: “যাবতীয় ইবাদত ও অর্চনা মৌখিক, শারীরিক ও আর্থিক সমস্তই আল্লাহর জন্য, হে নবী আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত অবতীর্ণ হোক। আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাগনের উপরও শান্তি অবতীর্ণ হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোন মা‘বুদ নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর বান্দা ও রাসূল।

অত:পর নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর উপর দরুদ ও বরকতের দু‘আ পড়তে গিয়ে বলবে:

«اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْراهِيْمَ وَ عَلَى آلِِ إبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيدُ مَّجِيْدً. اللهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَّ عَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إبْرَاهِيْمَ وَ عَلَى آلِ إبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدُ مَّجِيْد».

উচ্চারণ: “আল্লাহুম্মা ছাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আ-লী মুহাম্মদিন কামা ছাল্লাইকা আলা ইবরাহীমা ওয়া আলা-আ-লী ইবরাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ। ওয়া বারিক আলা মুহাম্মাদিইয়ূ ওয়া আলা আলী মুহাম্মদিন কামা বা-রাকতাআলা ইবরাহীমা ওয়া আলা-আ-লী ইবরাহীম ইন্নাকা হামীদুম্‌ মাজীদ।

অর্থ: “হে আল্লাহ! মুহাম্মদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর বংশধরগণের উপর রহমত নাযিল করো, যেমনটি করেছিলে ইব্‌রাহীম (আ) ও তাঁর রংশধরগণের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানীয় এবং বরকত নাযিল কর মুহাম্মদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর উপর তাঁর বংশধরগণের উপর, যেমনটি নাজিল করেছিলে ইব্রাহীম (আ) ও তাঁর বংশধরগণের উপর, নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানিত।”

অত:পর নামাজি শেষ তাশাহ্‌হুদের পর আল্লাহর কাছে আশ্রয় চাইবে জাহান্নামের আজাব ও কবরের আজাব থেকে, জীবন-মৃত্যূর ফেতনা থেকে এবং মসীহ দাজ্জালের ফেতনা থেকে। তারপর আপন পছন্দমত আল্লাহর কাছে দু’আ করবে, বিশেষ করে নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত দু‘আ গুলো ব্যবহার করা সবোর্রত্তম। তন্মধ্যে একটি হল নিম্নরূপ:

«اَللهُمَّ أعِنِيْ عَلَى ذِكْركَ وَشُكْرِكَ وَحُسْنِِ عِبَادَتِكَ»

«اللهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كَثِيْرًا وَّلا يَغْفِرُ الذُّنُوْبَ إِلا أنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِّنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ»

উচ্চারণ: “আল্লাহুম্মা আ-ইনী আলা-জিক্‌রিকা ওয়া শুক্‌রিকা ওয়া হুস্‌নি ইবাদাতিক। আল্লাহুম্মা ইন্নী জালাম্‌তু নাফসী জুলমান কাসীরাউ” ওয়ালা ইয়াগফিরুজ্‌জুনু-বা ইল্লা আন্‌তা ফাগফিরলী মাগফিরাতাম্‌ মিন ইন্‌দিকা ওয়ার হামনী ইন্নাকা আন্‌তাল গাফুরুর রাহীম।

অর্থ: হে আল্লাহ ! আমাকে তোমার জিকির, শুকরিয়া আদায় ও ভালভাবে তোমারই ইবাদত করার তাওফীক দাও। আর, হে আল্লাহ ! আমি আমার নিজের উপর অনেক বেশী যুলুম করেছি, আর তুমি ছাড়া গুনাহসমূহ মাফ করতে পারেনা, সুতরাং তুমি তোমার নিজ গুনে আমাকে মার্জনা করে দাও এবং আমার প্রতি রহম করো, তুমিতো মার্জনাকারী অতি দয়ালু”।



নামাজের সুন্নতসমূহ। তন্মধ্যে কয়েকটি হলো:

(১) নামাজের শুরুতে প্রারম্ভিক দো‘আ বা তাস্‌বীহ পড়া;

যেমন : (ক)

«سُبْحَانَكَ اللهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلاَ إِلَهَ غَيْرُكْ»

অর্থ : হে আল্লাহ ! তোমার পবিত্রতা বর্ণনা করছি তোমরা প্রশংসার সাথে। তোমরা নাম বরকতময়, তোমার মর্যাদা অতি সুউচ্চে এবং তুমি ছাড়া ইবাদতের সত্যিকার কোন উপাস্য নেই।

অথবা (খ)

«اَللهُمَّ بَاعِدْ بَيْنِيْ وَبَيْن خَطَايَايَ، كَمَا بَاعَدْتَ الْمُشْرِقِ وَ الْمَغْرِبِ، اللهُمَّ نَفنِىْ مِنْ خَطَايَايَ كَمَا يُنَقِّىْ اَلثَّوْبِ الأبْيَضُ مِنَ الدّنَسِ، اللهُمَّ اَغسِلْنِيْ مِنْ خَطَايَايَ بَالثَّلجِ وَالْمَاءِ وَالْبَرَد»

অর্থ: হে আল্লাহ! তুমি আমার এবং আমার পাপরাশির মধ্যে এমন দুরত্ব সৃষ্টি করে দাও যেমন তুমি পূর্ব ও পশ্চিমের মধ্যে দুরত্ব সৃষ্টি করেছো। হে আল্লাহ ! তুমি আমাকে আমার পাপসমূহ থেকে এমন ভাবে পরিস্কার-পরিচ্ছন্ন করে দাও, যেভাবে সাদা কাপড় ময়লা থেকে পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়। হে আল্লাহ্, তুমি আমাকে আমার পাপসমূহ থেকে পানি, বরফ ও শিশির দ্বারা ধৌত করে দাও।”

এগুলো ব্যতীত হাদীছে ছাবেত যে কোন প্রারম্ভিক দু‘আ পড়লেও চলবে। }

(২) দাড়ানো অবস্থায় ডান হাতের তালু বাম হাতের উপর রেখে বুকের উপর ধারণ করা।

(৩) অঙ্গুলিসমুহ সংযুক্ত ও সরল রেখে উভয় হাত উভয় কাঁধ বা কান বরাবর উত্তোলন করা এবং তা প্রথম তাকবীর বলার সময়, রুকুতে যাওয়ার এবং রুকু থেকে উঠার সময় এবং প্রথম তাশাহ্‌হুদ শেষে তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানোর সময়।

(৪) রুকু এবং সিজদায় একাধিকবার তাসবীহ পড়া।

(৫) উভয় সিজদার মধ্যে বসে একাধিকবার মাগফিরাতের দু‘আ পড়া।

(৬) রুকু অবস্থায় পিঠ বরাবর মাথা রাখা।

(৭) সিজদাবস্থায় বাহুদ্বয় বক্ষের উভয় পার্শ্ব হতে এবং পেট উরুদ্বয় হতে ব্যবধানে রাখা।

(৮) সিজদার সময় বাহুদ্বয় যমীন থেকে উপরে উঠায়ে রাখা।

(৯) প্রথম তাশাহ্‌হুদ পড়ার সময় ও সিজদার মধ্যবর্তী বৈঠকে বাম পা বিছিয়ে উহার উপর বসা এবং ডান পা খাড়া করে রাখা।

(১০) শেষ তাশাহ্‌হুদে ‘তাওয়াররুক’ করে বসা। এর পদ্ধতি হলো, পাছার উপর বসে বাম পা ডান পার নীচে রেখে ডান পা খাড়া করে রাখা।

(১১) প্রথম ও দ্বিতীয় তাশাহুদে বসার শুরু থেকে তাশাহ্‌হুদ পড়ার শেষ পর্যন্ত শাহাদাত অঙ্গুলী দ্বারা ইশারা করা এবং দু‘আর সময় নাড়াচড়া করা।

(১২) প্রথম তাশাহ্‌হুদের সময় মুহাম্মদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর পরিবার-পরিজন এবং ইব্রাহীম (আ) ও তাঁর পরিবার-পরিজনের উপর দরুদ ও বরকতের দু‘আ করা।

(১৩) শেষ তাশাহ্‌হুদে দু‘আ করা।

(১৪) ফজর, জুমআ’, উভয় ঈদ ও ইস্তেসক্বার নামাজে এবং মাগরিব ও এশার নামাজের প্রথম দুই রাকাআতে উচ্চঃস্বরে ক্বিরাত পড়া।

(১৫) জোহর ও আছরের নামাজে, মাগরিবের তৃতীয় রাকআ‘তে এবং ইশার শেষ দুই রাকআ‘তে চুপে চুপে ক্বিরাত পাড়া।

(১৬) সূরা ফাতেহার অতিরিক্ত কুরআন পড়া।

এই সাথে হাদীসে বর্ণিত অন্যান্য সুন্নাতগুলোর প্রতিও খেয়াল রাখতে হবে; যেমন : ইমাম, মুকতাদী ও একা নামাজীর পক্ষে রুকু থেকে উঠার পর (রাব্বানা ওয়ালাকাল হাম্‌দ) বলার সাথে অতিরিক্ত যা পড়া হয় তা ও সুন্নাত। এইভাবে রুকুতে অঙ্গুলিগুলো ফাঁক করে উভয় হাত হাঁটুর উপর রাখা সুন্নাত।



নামাজ বাতেল করে এমন বিষয় আটটি; যথা:

(১) জেনে-শুনে ইচ্ছাকৃত কথা বলা। না জানার কারণে বা ভূলে কথা বললে তাতে নামাজ বাতেল হয় না,

(২) হাসি, (৩) খাওয়া, (৪) পান করা, ৫) লজ্জাস্থানসহ নামাজে অবশ্যই আবৃত রাখতে হয় শরীরের এমন অংশ উন্মুক্ত হওয়া, (৬) কিবলার দিক হতে অন্যদিকে বেশী ফিরে যাওয়া, (৭) নামাজের মধ্যে পর পর অহেতুক কর্ম বেশী করা, (৮) অজু নষ্ট হওয়া।



অজুর শর্ত মোট দশটি; যথা:

১- ইসলাম, ২-বুদ্ধি সম্পন্ন হওয়া, ৩-ভাল-মন্দ পার্থক্যের জ্ঞান, ৪- নিয়ত, ৫-এই নিয়ত অজু শেষ না হওয়া পর্যন্ত বজায় রাখা, ৬-অজু ওয়াজিব করে এমন কাজ বন্ধ করা, ৭-অজুর পূর্বে ইস্তেনজা অথবা ইস্তেজমার করা, ৮-পানির পবিত্রতা ও উহা ব্যবহারের বৈধতা, ৯-শরীরের চামড়া পর্যন্ত পানি পৌঁছার প্রতিবন্ধকতা দূর করা, ১০- সর্বদা যার অজুবঙ্গ হয় তার পক্ষে নামাজের সময় উপস্তিত হওয়া।



অজুর ফরজসমূহ; এগুলো মোট ছয়টি; যথা:

১. মুখ মন্ডল ধৌঁত করা; নাকে পানি দিয়ে ঝাড়া ও কুলি করা এর অন্তর্ভূক্ত ২. কনুই পযর্ন্ত উভয় হাত ধৌত কর,

৩. সম্পূর্ণ মাথা মাসেহ করা, কান ও উহার অন্তর্ভুক্ত, ৪. অজুর কার্যাবলী পর্যায়ক্রমে সম্পন্ন করা , ৫. পায়ের গোড়ালি ধোয়া ৬. এগুলো পরপর সম্পাদন করা।

উল্লেখ থাকে যে মুখমণ্ডল, উভয় হাত ও পা তিনবার করে ধৌত করা মুস্তাহাব। এইভাবে কুল্লি করা ও নামে পানি দিয়ে ঝাড়া তিনবার মুস্তাহাব। ফরজ মাত্র একবারই। তবে, মাথামাসেহ একাধিকবার করা মুস্তাহাব নয়। এই ব্যাপারে কতিপয় ছহীহ হাদীস বর্ণিত আছে।



অজু ভঙ্গকারী বিষয়সমূহ: আর তা হলো মোট ছয়টিা; যথা:

১. মুত্রনালী ও পায়খানার রাস্তা দিয়ে কোন কিছু বের হওয়া,

২. দেহ থেকে স্পষ্ট অপবিত্র কোন পদার্থ নির্গত হওয়া,

৩. নিদ্রা বা অন্য কোন কারণে জ্ঞান হারা হওয়া,

৪. কোন আবরণ ব্যতীত সম্মুখ বা পিছনের দিক থেকে হাত দ্বারা লজ্জাস্থান স্পর্শ করা,

৫. উটের মাংস ভক্ষণ করা এবং

৬. ইসলাম পরিত্যাগ করা। আল্লাহ পাক আমাদের ও অন্যান্য সব মুসলমানদের এথেকে পানাহ দান করুন।

বিঃদ্রঃ মুর্দার গোসল দেওয়ার ব্যাপারে সঠিক মত হলো যে এতে অজু ভঙ্গ হয় না। অধিকাংশ আলেমগণের এই অভিমত। কারণ, অজু ভঙ্গের পক্ষে কোন প্রমাণ নেই। তবে যদি গোসল দাতার হাত কোন আবরণ ব্যতিরেকে মুর্দার লজ্জাস্থানস্থান স্পর্শ করে তাহলে তার উপর অজু ওয়াজেব হয়ে যাবে। কোন আবরণ ব্যতিরেকে মুর্দার লজ্জাস্থানে যাতে হাত স্পর্শ না করে তৎপ্রতি গোসল দাতার অবশ্যই লক্ষ্য রাখতে হবে।

এইরূপ স্ত্রীলোক স্পর্শে কোন ভাবেই অজু ভঙ্গ হয়না, তা কামভাব সহকারে হউক বা বিনা কামভাবে হউক। আলেমগণের সঠিক অভিমত এটাই। কোন কিছু বের না হলে অজু নষ্ট হয় না। এর প্রমাণ নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর কোন কোন স্ত্রীকে চুমু খাওয়ার পর নামাজ পড়েছেন, অথচ পুনরায় অজু করেননি। উল্লেখযোগ্য যে, সূরা নিসা ও সূরা মায়েদার দুই আয়াতে যে স্পর্শের কথা বলা হয়েছে অথবা তোমরা স্ত্রীলোক স্পর্শ করা-তা সহবাসের অর্থে বলা হয়েছে। আলেমগণের সঠিক অভিমত তাই। ইবন আব্বাস সহ পূর্ববর্তী ও পরবর্তী ধর্মীয় একদল আলেমেরও এই অভিমত। আল্লাহ পাকই আমাদের তাওফীক দাতা।

মন্তব্য ৩৩ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৫

জান্নাতুল ফেরদৌস. বলেছেন: ধন্যবাদ

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২২

মাহমুদডবি বলেছেন: জাযাকাল্লাহু খাইরান

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৬

লাবনী আক্তার বলেছেন: প্রিয়েতে নিলাম।

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৮

মাহমুদডবি বলেছেন: জাযাকাল্লাহু খাইরান

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৪

তারান্নুম বলেছেন: জাযাকাল্লাহ।

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

মাহমুদডবি বলেছেন: জাযাকাল্লাহু খাইরান

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৮

সরোজ রিক্ত বলেছেন: জাযাকাল্লাহু খাইরান

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

মাহমুদডবি বলেছেন: জাযাকাল্লাহু খাইরান

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর পোস্ট

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

মাহমুদডবি বলেছেন: জাযাকাল্লাহু খাইরান

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩

দেশপ্রেমিক পোলা বলেছেন: নামাজের ফরজ কোনগুলো?? আমি যে জানতাম নামাজের ফরজ ১৩ টি সেগুলো কই?

নামাজের শর্তাবলী হলো নয়টি। নামাজের রুকুন চৌদ্দটি। এগুলো কোথায় পেয়েছেন??

আরো প্রশ্ন:
(৬) সপ্তাঙ্গের উপর ভর করে সিজদা করা, সিজদা কি সপ্তাঙ্গ ছাড়া হয়?

(১১) শেষ বৈঠকে তাশাহুদ পড়া, (১২) তাশাহ্‌হুদ পড়া কালে বসা --- এই ২টি একই জিনিষ হয়ে গেলো না?

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

মাহমুদডবি বলেছেন: আপনার জানা নামাজের ১৩ ফরজ কি কি জানালে খুশি হব রেফারেন্স দিলে ভালো হয়।

নামাজের শর্তাবলী হলো নয়টি। নামাজের রুকুন চৌদ্দটি। এগুলো ফোকাহবীদগন হাদিসের আলোকে নির্ধারন করেছেন । আপনি সহীহ প্রায় সকল নামাজ শিক্ষা বইতে এগুলি পাবেন।

অনেকে সেজদার সময় কপাল ছোয়ায় কিন্তু নাক মাটিতে ছোয়ায় না । তারাহুরা করতে গেলে এমন হয়।

১১, ১২ তে আপনি কি বুঝালেন বুঝলাম না ।

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬

অদৃশ্য বলেছেন:



সঠিকভাবে নামাজ আদায় করবার প্রতিটি পদক্ষেপ ডিটেইলে দিয়ে একটি পোষ্ট দিলে আরও ভালো হবে... ডিটেইলে বলতে, শুরু থেকে সুরাগুলো একের পর এক কিভাবে আসবে.... যেমন আয়্যুযুবিল্লাহি মিনাশ শ্যায়ত্যোয়া নিররজিম, বিসমিল্লাহ হিররাহমা নির রহিম থেকে শুরু করে ছানা ও অতঃপর...... এভাবে শেষ পর্যন্ত.... এটা অনেকেরই অনেক কাজে দেবে....

প্রত্যেকটি পদক্ষেপের দো'য়া.. সুরা... ইত্যাদির বাংলায় আরবির উচ্চারন সহ উল্লেখ থাকলে আরও ভালো হয়...

তবে অবশ্যই তা সহি হওয়া চাই.... আমরা অনেকেই লজ্জায় কাউকে জিজ্ঞেস করিনা সঠিকটা জানবার জন্য...

সঠিকভাবে নামাজ আদায় করলে তৃপ্তিও ভালো পাওয়া যায়....

যদিও আল্লাহ তা'লা ক্ষমাশীল.....

পোষ্ট ভালো লেগেছে....

শুভকামনা রইলো....

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

মাহমুদডবি বলেছেন: ইনশা-আল্লাহ নামাজ নিয়ে পুর্নান্গ এবং সহীহ দলিল ভিত্তিক একটি পোষ্ট দিব। এটার জন্য অনেক সময়ের দরকার । একটু গুছিয়ে নেই টার পরই দিব। দোয়া রাখবেন।

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

রায়হান০০৭ বলেছেন: “আল্লাহুম্মা ছাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আ-লী মুহাম্মদিন কামা ছাল্লাইকা আলা ইবরাহীমা ওয়া আলা-আ-লী ইবরাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ। ওয়া বারিক আলা মুহাম্মাদিইয়ূ ওয়া আলা আলী মুহাম্মদিন কামা বা-রাকতাআলা ইবরাহীমা ওয়া আলা-আ-লী ইবরাহীম ইন্নাকা হামীদুম্‌ মাজীদ।

এখানে ২য় লাইন এ কি " তা আলা ' হবে না...

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

মাহমুদডবি বলেছেন: উচ্চারনের সময় কিন্তু ঠিকই থাকে। জাযাকাল্লাহ

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

শিপু ভাই বলেছেন:
প্রিয়েতে নিলাম।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

মাহমুদডবি বলেছেন: জাযাকাল্লাহু খাইরান শিপু ভাই।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++

ভালো থাকবেন সবসময় :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

মাহমুদডবি বলেছেন: জাযাকাল্লাহু খাইরান

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

শের শায়রী বলেছেন: আপনার এই মহতী প্রচেষ্ঠার জন্য আল্লাহ যেন আপানাকে পুরস্কৃত করেন। অনেক না জানা বিষয় জানা যায় আপানার পোষ্ট পরে। ভাল থাকুন। প্রিয়তে নিলাম।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

মাহমুদডবি বলেছেন: জাযাকাল্লাহু খাইরান

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

টিনটিন` বলেছেন: উটের মাংস খাওয়া

এই ক্ষেত্রে গরু বা খাসীর মাংসের ক্ষেত্রে কি হবে?

অনেক কিছু জানলাম, ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

মাহমুদডবি বলেছেন: গরু বা খাসি ব্যাপারে অজু ভাংবে না।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

দেশপ্রেমিক পোলা বলেছেন: আপনার জানা নামাজের ১৩ ফরজ কি কি জানালে খুশি হব রেফারেন্স দিলে ভালো হয়। আসলে ১৩ টি না ১৪ টি হবে।

নামাযের আগে
১-৩। শরীর, কাপড় এবং জায়গা পাক।
৪। ছতর লজ্জাস্থান সহ ঢাকা।
৫। কিবলামুখী হওয়া (দাড়ানো/বসা)।
৬। নিয়ত করা।

নামাযের মাঝে
৭। ইহরামের তাকবীর পড়া,
৮। সূরা ফাতেহা পড়া,
৯। রুকুতে যাওয়া,
১০। রুকু হতে উঠে সোজা দণ্ডায়মান হওয়া,
১১। সিজদা করা,
১২। উভয় সিজদার মধ্যে বসা,
১৩। শেষ বৈঠকে তাশাহুদ পড়া,
১৪। ডানে ও বামে দুই সালাম প্রদান করে নামায শেষ করা।


১১, ১২ তে আপনি কি বুঝালেন বুঝলাম না ।
আমি বলতে চেয়েছি (১১) শেষ বৈঠকে তাশাহুদ পড়া, (১২) তাশাহ্‌হুদ পড়া কালে বসা, এই ২টি পয়েন্টই তো একই কথা বলছে।
একটায় বলছে বসে তাশাহুদ পড়া আরেকটিতে বলছে তাশাহুদ পড়ার সময় বসা। কেউ কি দাড়িয়ে তাসাহুদ পড়ে? বুঝাতে পেরেছি?

আপনার পোস্টে অনেক পয়েন্ট উল্লেখ করেছেন যেগুলোর কোন মানে হয় না। যেমন (৪) নাপাকি দুর করা (৫) অজু করা। ওজু করা আর নাপাকি দুর করার মাঝে কোন পার্থক্য আছে?

(৭) নামাজের সময় উপস্থিত হওয়া মানে কি? নামাযের সময় কোথায় উপস্থিত হওয়া?

আরেকটি কথা। সুরা আল মায়দাহ আয়াত ৬ (কোরআন ৫:৬) অনুযায়ী অজুর ফরজ চারটি। আপনি ৬ টি পেলেন কোথায়?? তার একটি পায়ের গোড়ালী পর্যন্ত ধোয়া বাদ পড়েছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

মাহমুদডবি বলেছেন: আলহামদুলিল্লাহ,

১) দুইটা আলাদা আলাদা রুকন তাই এভাবে দিয়েছি।
২) ভাই অজু বিশেষ অন্গগুলি ধৌত করা। মনে করুন আপনার গায়ের জামায় কোথায় নাপাক লেগে আছে অজুর দ্বারা কি সেটা দুর হবে ? এজন্য শরীরের কোথাও নাপাক লেগে আছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। গোসল ফরজ হওয়ার বয়াপারটা একটু গভীরভাবে চিন্তা করলে আরো ভালোভাবে বুঝতে পারবেন।
৩) নিষিদ্ধ সময়ে নামাজ আদায় করা যাবেনা। আর কোনো ওয়াক্তের নামাজের সময় হওয়ার আগে সেই ওয়াক্তের নামাজ আদায় করা যায় না।
৪) হাদিস বা ফিকাহগুলি পরলে আপনি দেখবেন অজুর ধারাবাহিকতা রক্ষার কথা বলা হয়েছে। যেমন আপনি যদি অজুর সময় কোনো অন্গ ধুতে ভুলে যান সেক্ষেত্রে আপনাকে পুনারয় অজু করতে হবেনা যেখানে ভুল হয়েছিলো সেখান থেকে পরবর্তী গুলিই ধুতে হবে।


পায়ের গোড়ালী পর্যন্ত ধোয়া ঠিক করে দিয়েছি আর কোনো ভুল ধরা পরলে জানাবেন । জাযাকাল্লাহ

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: +

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

মাহমুদডবি বলেছেন: জাযাকাল্লাহু খাইরান।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

একটি উদাসী মেয়ে বলেছেন: অনেক সুন্দর একটা পোস্ট ।আপনার জন্য শুভকামনা রইল।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

মাহমুদডবি বলেছেন: জাযাকাল্লাহু খাইরান

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

শ্রাবণ জল বলেছেন: সুন্দর পোস্ট।

১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

আমি ও মানুষ বলেছেন: ++++

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১২

মাহিরাহি বলেছেন: thanks

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.