![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্ধ্যা হতে সকাল আবেগের বেশে জীবনের কেটে যাওয়া ক্ষণ গুলো ভালোলাগায় ভরা থাকে-তোমার জন্য তাই। তোমায় যত দেখে তত মুগ্ধ হই, তুমি আমার পাশে না থাকলেও রেখে তোমার আত্মা ।
স্কুল জীবনের সমাজবিজ্ঞান এর পাঠ্যবইয়ে আমরা যেমন পড়েছিলাম সমাজ কাকে বলে?, সামাজিকতা কি?; ঠিক তেমনি যদি ভালবাসাকে সংজ্ঞায়িত করা হয় তাহলে ভালোবাসা হল একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা।বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। এককথায়, ভালোবাসা এক শাশ্বত অনুভূতির নাম। এই অনুভূতি ছুঁয়ে যায় পৃথিবীর সব মানুষের মন। কাউকে করে বিমোহিত, কাউকে আচ্ছন্ন, কাউকে আবার বেদনাহত।
কিন্তু ভালবাসাকে আসলেই সংজ্ঞায়িত করা সম্ভব? অসম্ভব....!!!!
কারণ, ভালবাসার এক অদ্ভুত ধরণের রূপ আছে। এই অদ্ভুত রূপের কারনে কোন এক মধ্যরাতে লিখে ফেললাম মনের কিছু অনুভূতি ডায়েরীর পাতায়।
"অদ্ভুত ভালোবাসা "
ভালোবাসার কি কোন সংজ্ঞা আছে?
থাকলেও থাকতে পারে,সেটা শুধু বই-পুস্তকে কিন্তু বাস্তবে না;
আমি কোন সংজ্ঞাই বিশ্বাসী না।
সংজ্ঞা হল কয়েকটি শব্দগুচ্ছ,হইতোবা একটি শব্দ,
অথবা একটি বাক্য,কিন্তু বাস্তবে ভালোবাসা সংজ্ঞাহীন।
ভালোবাসা হল অসংজ্ঞায়িত, অন্ধ, অসীম, বিস্তৃত এবং দূর্বার ;
যেখানে শুধু আছে অনুভূতি,যে অনুভূতি থাকলে হাজারো বন্ধুর পথ সামান্যই মনে হই।
ও প্রিয়া, তুমি কেমন আছো? ভালো আছো ??
কেমন যাচ্ছে আমার দিনগুলো একটুও
জানতে ইচ্ছা করছেনা !!!!
তুমিতো কখনও জানলেনা,জানবেও না.....
কে তোমাকে এতটা ভালোবাসে !!
ভালবাসা জন্ম নেয় ভালবাসার মৃত্যু দিনে,
ভালবাসা শুদ্ধ হয় ভালবাসার স্পর্শ চিনে!!!!
স্মৃতি, স্মৃতি, স্মৃতির ঘোরে এখনও ডুবে আছি আমি......
কিভাবে যেন চলে গেল এতগুলো দিন,এতগুলো মাস, একটি বছর !!!!
কিন্তু ফেলা আসা দিনগুলো এখনও আমার কাছে অনেক বেশি সজীব।
©somewhere in net ltd.