নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লোকে বলে প্রথম প্রেমটা বড্ড কোমল\nএলোমেলোযায়না \nভোলা কোনোদিনও\nসত্যি কি তাই

কবিতা পড়ার প্রহর

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

কবিতা পড়ার প্রহর › বিস্তারিত পোস্টঃ

বইমেলায় আমার চিলেকোঠার প্রেম :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৬



আজ আমার সবচাইতে বেশি মনে পড়ছে মাহা ভাইয়ার কথা। যদিও মাহাভাইয়াকে আমি আজও অনেক মিস করি। তবে এই লেখাটা প্রকাশ করার পেছনে তার অনেক অবদান আছে। এই লেখা কেনো লিখেছি বা কেনো লিখতাম তা আমি আমার গল্পের পিছনের গল্পে ইতিমধ্যে লিখেছি। আর লেখাটা লেখার সময় আমি আমার মূল নিকে লিখিনি কারণ আমি নিভৃতে বসে সম্পূর্ণ অচেনা কেউ হয়েই লিখতে চেয়েছিলাম। চেনা নিকে লিখলে ঠিক যেন মন খুলে লিখতে পারিনা আমি। তবে হ্যাঁ যতই অচেনা নিকে যাই লিখিনা কেনো লেখা শেষে আমি জানিয়ে দেই আমি কে ছিলাম।

এই লেখা লিখতে গিয়ে আমি কত যে কেঁদেছি আর মন্তব্যগুলো পড়তে গিয়ে আর উত্তর দিতে গিয়ে কত যে হেসেছি তা কেউ চিন্তাও করতে পারবে না। সাড়ে চুয়াত্তর ভাইয়াকে আমি এই লেখা থেকেই চিনেছিলাম। ভাইয়া আমার গল্পের নায়কের পিছে লেগেই থাকতো সারাক্ষন। আমার গল্পের নায়ক শুভ্রকে ভাইয়া তো উপাধি দিয়েই দিয়েছেন ভাদাইম্যা নাম্বার ওয়ান।

এই গল্পের পাঠক ছিলেন এই ব্লগে আজও টিকে থাকা প্রায় সবাই। তবে নিয়মিত পাঠক ও কমেন্টারদের মাঝে করুণাধারা আপু, পুলক ঢালীভাইয়া,ভুয়া মফিজ ভাইয়া, আহমেদ জী এস ভাইয়া, মোঃ মাইদুল সরকার ভাইয়া, আমি সাজিদ ভাইয়া, আনমোনা আপুনি, মনিরা সুলতানা আপুনি, ওমেরা আপুনি, ইসিয়াক ভাইয়া,সম্রাট ইজ বেস্ট ভাইয়া, ফয়সল রকি ভাইয়া, পবিত্র হোসাইন ভাইয়া, নিয়াজ সুমন ভাইয়া,বিদ্রোহী ভৃগু ভাইয়া, কাজী ফাতেমা ছবি আপুনি, পদাতিক চৌধুরি ভাইয়া, মাহমুদুর রহমান সুজন ভাইয়া, কবিতা ক্থ্য ভাইয়া, জুন আপুনি, অনল চৌধুরী ভাইয়া, মোহামমদ কামরুজজামানভাইয়া, রাজীব নুর ভাইয়া, হাসু মামা ভাইয়া, নেওয়াজ আলি ভাইয়া, সাগর শরীফ ভাইয়া, সাহাদাত উদরাজী ভাইয়া, কামাল১৮ ভাইয়া, শেরজা তপন ভাইয়া, দেয়ালিকা বিপাশা পিচ্চি আপুনি, কালো যাদুকর ভাইয়া, ,আখেনাটেন ভাইয়া, জটিল ভাইয়া, সোহানী আপুনি, স্থিতধী ভাইয়া, রানার ব্লগ ভাইয়া, নির্জন অঙ্কন ভাইয়া, রামিসা রোজা আপুনি, প্রয়াত নূর মোহাম্মদ নূরু ভাইয়া, নিঃশব্দ অভিযাত্রী ভাইয়া, জাহিদ হাসান ভাইয়া, স্বপ্নের শঙ্খচিল ভাইয়া, অধীতি এরা ছিলেন গল্পের প্রাণ।

আর বিশেষ কৃতজ্ঞতা থাকলো আমার কবিতা গল্পের গুরু সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়ার কাছে। ভাইয়া আমাকে তার পত্রিকাতে আমার এই ব্লগে লেখা কবিতা প্রথম ছেপে আমার জীবনের এক অমূল্য স্মৃতির জন্ম দিয়েছিলেন। আরেকজন ভাইয়া খায়রুল আহসান। এই ভাইয়া আমাকে আমার লেখাকে চুলচেরা বিশ্লেষন করেছেন। এবং সব সময় ভালো হোক আর মন্দ হোক মুগ্ধতা প্রকাশ করেছেন। তার কাছেও আমার কৃতজ্ঞতার শেষ নেই। ঢুকিচেপা ভাইয়া। এই ভাইয়াটা হারিয়েই গেলো সামু থেকে। আর আসেইনা একেবারে। সামু পাগলা০০৭ আপুনিও হারিয়ে গেছে। তার কাছে আমার বিশেষ কৃতজ্ঞতা থাকবে যেখানেই থাকুক সে। আমার এই লেখার একনিষ্ঠ পাঠক ছিলো সে। মিরোরডডল ওরফে মিররমনি, শুভ_ঢাকা বা একলব্য২১ ভাইয়ু। তারা ছিলো এই গল্পের সবচাইতে সেরা পাঠক। তাদের কাছে থাকবে আমার আজীবনের কৃতজ্ঞতা।

আমার এই বইটি আমি উৎসর্গ করেছি এই প্রিয় মানুষগুলিকেই। তোমরা তোমাদের ঠিকানা দিলেই আমি পৌছে দেবো আমার এই উপহার সে দেশে হোক কিংবা বিদেশে। কারণ তোমরা না পড়লে আমার এই লেখা এত সার্থক হয়ে উঠতো না।

আর যারা যারা পড়োনি বা যাদের নাম এখানে লেখা নেই তাদের জন্য বইমেলা ২০২৫ এর ৬৬৯ নং স্টল হতে বইটি নিলেও নিতে পারো যদি পড়তে চাও। :)

বইটি প্রকাশ করেছে অনন্য প্রকাশ আর প্রচ্ছদ আমি এঁকেছি। একটু কার্টুন স্টাইলে। তবে প্রথমে একটু পৌরানিক স্টাইল এঁকেছিলাম।


যাইহোক আমি এঁকেছি এতেই আমি খুশি! :)

সবার জন্য ভালোবাসা অনেক অনেক........

মন্তব্য ২৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৩

ইফতেখার ভূইয়া বলেছেন: শুভ কামনা থাকছে। ধন্যবাদ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৭

কবিতা পড়ার প্রহর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তোমাকেও ভাইয়া। অনেক ভালো থেকো।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৪

মনিরা সুলতানা বলেছেন: ভালোবাসা তোমার জন্যেও
অভিনন্দন ও শুভ কামনা :)
তুমি অটোগ্রাফ দিবা বইমেলাতে বসে ?

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৮

কবিতা পড়ার প্রহর বলেছেন: অটোগ্রাফ বাসায় বসেও দিতে পারি আর এড্রেস দিলে বাসায় বসেই তুমিও পেয়ে যাবে আপুনি! :)

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০২

মনিরা সুলতানা বলেছেন: না না না এবারে আসো বই মেলায় সবাই বসে আড্ডা দিবো।
মাহা কে জানিয়েছ ?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: আপুনি আমি সবার নাড়ির খবর হাড়ির খবর জানলেও মাহা ভাইয়ার খবর জানিনা। প্লিজ আমাকে তার একটা যে কোনো কনট্যাক্ট নাম্বার দাও! প্লিজ প্লিজ প্লিজ!!!!!!!!!!!!!!

আমার ধারনা ভাইয়া আমি শায়মাকে দুই চক্ষে দেখতে পারেনা কিন্তু ভুল করে কবিতা মানে আমার জড়ুয়া বেহেনার ফ্যান হয়ে গেছিলো এবং চেয়েছিলো আমি এই বইটা সেই সময়ই প্রকাশ করি। করিনি দেখে খুব অবাকও হয়েছিলো। আমার ভাইয়াকে অনেকককককককককককককককক দরকার! :(

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৬

মনিরা সুলতানা বলেছেন: ব্লগের মডু ভাইকে ধরো। নিশ্চয়ই তার কাছে কোন না কোন ওয়ে আছে যোগাযোগের।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৮

কবিতা পড়ার প্রহর বলেছেন: আমি তো ভেবেছি তুমি জানো এবং চেনো তাকে!!!!!!!!!!!

যাইহোক তুমি চেনো বা না জানো আমি জানি মাহা ভাইয়া আমার এই পোস্ট দেখছেই।

দেখলেই আমার সাথে যোগাযোগ করো ভাইয়া!!!! :(

নাহলে কিন্তু আমি অনেক কান্না কববো! :( :( :((

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৩

মনিরা সুলতানা বলেছেন: আমার ও ক্যান যে মনে হয় মাহা র মত ব্লগ অন্তঃ প্রাণ ব্লগে না ঢুকে পারেনই না। মনে হয় আমাদের সবার লেখাই উনি পড়েন। অপেক্ষা করে দেখো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৬

কবিতা পড়ার প্রহর বলেছেন: অবশ্যই পড়েন!!!!!!!!!

ভাইয়া তুমি যেখানেই থাকো। দেখা দাও! :(

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২০

কবিতা পড়ার প্রহর বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ..... :)

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৮

জটিল ভাই বলেছেন:
অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে অনেক ভালো লাগলো। সত্যি বলতে গল্পের পাশাপাশি আপনার নিকের ফুল দু'টিও বড্ড আপন হয়ে গিয়েছিলো। তাই বহুদিন পরে ফুল দু'টি দেখে মনে হচ্ছে "আমি পাইলাম ইহারে পাইলাম" ♥♥♥
স্মরণ রাখার এবং করার জন্যে আন্তরিক জটিলবাদ জানাই ♥♥♥
তবে দুঃখের বিষয় হচ্ছে ঢাকার বাহিরে থাকায় আমি বইটি সংগ্রহ করতে পারছি না :(
কিন্তু শুভ কামনায় কোনো কমতি নেই। সফলতা আসুক এই কামনা রইলো ♥♥♥

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২১

কবিতা পড়ার প্রহর বলেছেন: ঢাকার বাহিরে থাকো আর ভেতরে বলেছি না এড্রেস দিলে বই চলে যাবে উপহার হিসাবে! :)

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অভিনন্দন।

প্রকাশনীর নামটা যদি বলতে, প্লিজ?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৪৩

কবিতা পড়ার প্রহর বলেছেন: বলেছি তো!!! :)

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অনন্য প্রকাশন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৪৩

কবিতা পড়ার প্রহর বলেছেন: হ্যাঁ অনন্য প্রকাশন :)

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৩৭

জটিল ভাই বলেছেন:
লেখক বলেছেন: ঢাকার বাহিরে থাকো আর ভেতরে বলেছি না এড্রেস দিলে বই চলে যাবে উপহার হিসাবে!

নিঃসন্দেহে এ আপনার মহান মানসিকতা। তবে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার নীতির জন্যে। আমি জানি একটি বই একজন লেখকের কতোটা সাধনার ফল। তার মূল্য দেওয়া আমাদের কারোর পক্ষেই সম্ভব নয়। তারপরও এই সৌজন্য কপি'র কালচারটা আমার কাছে বড্ড অসৌজন্যমূলক মনে হয়। একজন লেখককে অন্তত এটুকু মূল্যায়ণ করার সুযোগ কারোরই হাতছাড়া করা উচিৎ নয়। তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে যদি চার্জ প্রদানের সুযোগ থাকে সেটা ভিন্ন বিষয়। কিন্তু অনেক লেখকের আশার আলো নিভতে দেখেছি এই সৌজন্যতার ফেরে পরে। আর সৌজন্য কপি কোনো হালকা করে দেখার বিষয় নয়। সৌজন্য কপি'র দায়িত্ব নেওয়া ভীষণ কঠিন এবং যোগ্যতার বিষয় যা এই অধমের নেই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৪৪

কবিতা পড়ার প্রহর বলেছেন: ঐ ঢং ছাড়ো!!!!

বই এর বদলে টই পাঠায় দিও :)


যোগ্যতা আবার কি!!!!!!! X((

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:২৭

রানার ব্লগ বলেছেন: আমারটাও বের হবে আগামী বই মেলায়।

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৪:০২

রবিন_২০২০ বলেছেন: বইটির pdf কপি বাজারে আসলে জানাবেন। শুভ কামনা।

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৪২

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ। সংগ্রহ করে পড়বো।

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৫১

শ্রাবণধারা বলেছেন: শুভকামনা রইল।

মফস্বল শহরের পটভুমিকায় ধারাবাহিক পর্ব আকারে লেখা এই বড় গল্প বা উপন্যাসটির বেশ অনেকগুলো পর্ব ব্লগে পড়েছিলাম বলে মনে পড়ে। গ্রন্থটির এবং লেখিকার সাফল্য কামনা করছি।

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:০৫

কামাল১৮ বলেছেন: কানাডায় বইটি কি পাওয়া যাবে।দেখি দেশে কারো মাধ্যমে জোগাড় করতে পারি কিনা।বইটির সাফল্য কামনা করি।সেই সাথে লেখকেরও।

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাহা ভাইয়ার সাথে ইমেইলে কথা হত। অনেকদিন হল ইমেইলের উত্তর দিচ্ছেন না। মাহা ভাই প্রতি মৌসুমে ফল পাঠাতেন। তার সাথে আমিও আর যোগাযোগ করতে পারছি না।

মিস করি তাকে

আপু এই বই কিনলে তোমার অটোগ্রাফ আর তোমাকে চাই বইয়ের স্টলে। যেদিন তুমি যাবে আমাকে বলো আমিও যাবো সেদিন

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০১

খায়রুল আহসান বলেছেন: আন্তরিক অভিনন্দন ও শুভকামনা!
বসন্তদিন এর পরে চিলেকোঠার প্রেম ও পাঠকের মন জয় করবে, এতে কোন সন্দেহ নেই। বইএর গল্পগুলোর প্রতিটিই ব্লগে পড়েছি। গল্পগুলো সম্পর্কে আমার মূল্যায়ন ব্লগেই রয়েছে। তথাপি বই আকারে হাতে আসার পর পুনরায় পাঠ শেষেএকটি রিভিউ লিখার ইচ্ছে রয়েছে। তবে হয়তো কিছুটা সময় লাগতে পারে।

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার এ গল্পে আপনার সাবলীল লেখনিশক্তির পরিচয় পাওয়া যায়। চরিত্রগুলো, বিশেষ করে শ্বশুরের চরিত্রটা আমার পছন্দের ছিল, বাস্তব জীবনে আমিও এরকম একজন শ্বশুর হওয়ার স্বপ্ন দেখি। সবগুলো চরিত্রই নিজ নিজ বৈশিষ্ট্যে উজ্জ্বল। নায়ক-নায়িকার প্রথম দাম্পত্য জীবন যে-রকম টানাপোড়েন ও খুনসুটির ভিতর দিয়ে শুরু হয়, তা ছিল বাস্তবের প্রতিচ্ছবি। বেদনাময়, কিন্তু উপভোগ্য। কিন্তু আপনার প্রকৃত দক্ষতা ফুটে উঠেছিল একটা জায়গায়, যেখানে দেখা যায় নায়ক তার নতুন প্রেমিকাকে নিয়ে রাস্তা পার হচ্ছে, আর নায়কের সাবেক প্রেমিকা সে দৃশ্য দেখে সেদিকে করুণ চোখে তাকিয়ে থাকে। জীবনের চরম নির্মম একটা মুহূর্ত।

এ বইয়ের সাফল্য কামনা করি।

আর আমার নামটি আবারও উল্লেখ করায় লজ্জিত বোধ করলেও ভালো লাগছে। সুগভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.