নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি গর্বিত আমি সৃষ্টির সেরা জীব।আমি অহংকারী, কারন আমি মুসলিম।আমি গর্বিত আমি সৃষ্টির সেরা জীব।আমি অহংকারী, কারন আমি মুসলিম।

Hasin Mahtaab

মনের অব্যক্ত শব্দ গুলো এবার পাবে ভাষা। সাদাকালো অক্ষরের অক্ষরবৃত্তে প্রতিবাদী বাক্য হবে উত্তপ্ত ।।

Hasin Mahtaab › বিস্তারিত পোস্টঃ

অনুপ্রেরণা

১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১৮

→ যদি হাইস্কুলের বাস্কেটবলটিম থেকে বাদপড়া সেই ছেলেটি পরের দুইযুগে বাস্কেটবলইতিহাসের শ্রেষ্ঠতম প্লেয়ার'মাইকেলজর্ডান' হতে পারে,তাহলেআজকের ব্যর্থতুমিও একদিন কিছু হতে পার।
→যদি ভার্সিটিতেসিনেম্যাটিক আর্টসেভর্তি হতে ব্যার্থ হওয়াছেলেটি আজকের মুভি ওয়ার্ল্ডের দুনিয়া কাঁপানো 'স্টিভেন স্পিলবার্গ' হতে পারে,তাহলে পাবলিকে নাটেকার ব্যার্থতা কখনোই তোমার সাফল্য কে আটকে রাখতে পারবে না।
→যদি রেস্টুরেন্টে বেয়ারার কাজ করা সেই মহিলাটি নিজের লেখা পান্ডু লিপিটি নিয়ে ২৭ জন প্রকাশকের কাছে ঘুরে ব্যার্থ হয়ে শেষ পর্যন্ত এক প্রকাশকের ৮বছরের বাচ্চামেয়ের অনুরোধে প্রকাশিত হওয়ার পর তার সেই বই হ্যারি পটার আর নিজে "জে কেরওলিং" হতে পারে, তাহলে তোমার জীবনেও একদিন সফলতার সূর্য উঠবেই।
→যদি চার বছর বয়স পর্যন্ত মুখে বুলি নাফোটা, সাত বছর বয়স পর্যন্ত রিডিং পড়তে অক্ষম একজন মানসিক প্রতিবন্ধি শিশুপরবর্তিতে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী 'আলবার্ট আইনস্টাইন' হতেপারে, তবে "গুড ফরনাথিং" কথাটি তোমার জন্য নয়।
→যদি ছেলেবেলায় হরমোনের অভাব কিংবা অপুষ্টির স্বীকার সেই ছেলেটি সাফল্যের আকাশ ছোয়া ভিনগ্রহের ফুটবলার 'লিওনেল মেসি' হতে পারে, তাহলে তুমি 'মেসি' না হও কিন্তু তোমার ক্ষেত্রে তুমিই আইকন হতেপার।
→যদি নিজের কোম্পানি থেকে নিজেই বরখাস্ত হওয়া সেই দুর্ভাগা ব্যাক্তিটি পরবর্তীতে বিশ্বকে পাল্টে দেওয়া 'স্টিভজবস' হতে পারে, তবে তুমিও একদিন উঠে দাড়াবেই।
→যদি 'নেলসন ম্যান্ডেলা' নামক মানুষ টি সাতাশ বছর নির্জন দ্বীপে কারা বাস করার পর ফিরে এসে দেশের প্রেসিডেন্ট হতেপারে তা হলে তুমিও একদিন বিগুণ উদ্যমে ফিরে আসতে পার।
→দু পায়ে সাত বার সার্জারি করানো সেই ছেলেটি যার ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল, সেই পাগলা যদি ফিরে এসে খোড়া পা নিয়ে নিজের দেশকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া "মাশরাফি বিন মর্তুজা" হতে পারে, তবে তুমি যতবার পড়বা ততবার- ই উঠে দাড়াবা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৬

ঋতো আহমেদ বলেছেন: অনুপ্রেরণা লেখাটির জন্য ধন্যবাদ । সামু ব্লগিংএ স্বাগতম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.