নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি গর্বিত আমি সৃষ্টির সেরা জীব।আমি অহংকারী, কারন আমি মুসলিম।আমি গর্বিত আমি সৃষ্টির সেরা জীব।আমি অহংকারী, কারন আমি মুসলিম।

Hasin Mahtaab

মনের অব্যক্ত শব্দ গুলো এবার পাবে ভাষা। সাদাকালো অক্ষরের অক্ষরবৃত্তে প্রতিবাদী বাক্য হবে উত্তপ্ত ।।

Hasin Mahtaab › বিস্তারিত পোস্টঃ

পরিক্ষা না দিয়েও যখন VIP পার্সন্সরা পাশের সার্টিফিকেট পায়!

২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৭

একটা সংবাদ দেখলাম--- "পরীক্ষা না
দিয়েও এ প্লাস পেলো সাকিব"।
খবর পড়েই ভাবলাম সাকিব কেন
পরীক্ষা দেয়নি! ভেবে নিচের
কারণগুলো বের করলাম---
১-- পরীক্ষার আগের রাতে সাকিবের
এডমিট কার্ড হারিয়ে গিয়েছিলো
বলে সে পরীক্ষা দেয়নি।
২-- হতে পারে সাকিবের টেস্ট ম্যাচ
ছিলো তাই সে পরীক্ষা দিতে
পারেনি।
৩--- হতে পারে সকল ধরণের পাবলিক
পরীক্ষা থেকে তাকে সাময়িক ব্যান
করা হয়েছে বলে পরীক্ষা দেয়নি।
৪--- ডিউ ফ্যাক্টরের কারণেও পরীক্ষা
না দিয়ে থাকতে পারেন।
৫--- এমনও হতে পারে পরীক্ষার আগে
বেচাররা গার্ডটাই হারিয়ে
গিয়েছিলো। তাই ভয়ে পরীক্ষার
হলে যায়নি।
.
পরীক্ষা না দিয়ে এ প্লাস পাওয়া
বিষয়ে কার কি মন্তব্যঃ
> মন্ত্রনালয়ের দারোয়ান : স্যার যদি
অফিসে না আইসা বেতন পাইতে
পারে, পরীক্ষা না দিয়ে এ প্লাস
পাইলে কী দুষ?
> আমজনতা : হুদাই মানুষ অনন্তরে গালি
দেয়, পরীক্ষা না দিয়া যদি এ প্লাস
পায় তাইলে তো হার্ট খুইলা হাতে
নেয়া দুধভাত!
> জনৈক মন্ত্রী : তার কাজ পরীক্ষার
হলে আসা। সে আসেনি। আমাদের
কাজ এ প্লাস দেয়া। আমরা দিয়েছি।
সে অবহেলা করেছে বলে তো আমরা
অবহেলা করতে পারিনা।
> সাকিবের বাবা : ওরে পাইলে
পিটায়া পিঠের ছাল তুলতাম। মুখে
চুনকালী দিছে, রাস্তায় বাইরাইতে
পারি না। মানুষ আঙ্গুল তুইলা কয় ঐ যে
এ প্লাসের বাপ যায়!
> মুশফিকুর রহীম : সাকিব এ প্লাস
পেয়েছে এ ব্যাপারে আমরা
টিমমেটরা খুব খুশী। আমরা আগে
থেকেই জানতাম ও পারবে। এ প্লাস
পেয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা
পাকাপাকি করে নেবার জন্য
সাকিবকে শুভেচ্ছা। ওর মত টিমমেট
পেয়ে আমি গর্বিত।
> খালেদ মাহমুদ : সাকিব একটা
বেয়াদব। কই আমরাও তো কত পরীক্ষা
দিইনি। কই আমরা কেউ তো ও প্লাস
পাইনি। ওর আচরনে আমার বোলিং এর
মত ভয়াবহ সমস্যা আছে।
> শাহদাত হোসেন : যদিও এ প্লাস
পেলে কীভাবে উদযাপন করবো এইটা
ভাবতে ভাবতে আমি এ প্লাস পাইনি
তবুও সাকিবের এ প্লাসের জন্য
শুভকামনা।
এদিকে সাকিব এ প্লাস পেলেও, এ
প্লাস পায়নি শেন ওয়াটসন। তাকে
উদ্দেশ্য করে ম্যাথু হেইডেন বলেন --- " If
you want to get A+ without attending examinations, you have to give more
effort. Everyone cannot be Shakib Al Hasan, mate!!
সাকিবের এ প্লাস নিয়ে সাকিব
বলেন "প্রথমে ধন্যবাদ সৃষ্টিকর্তাকে
শিক্ষামন্ত্রীর মত একজন মানুষ
পৃথিবীতে পাঠানোর জন্য। তারপর
ধন্যবাদ শিক্ষামন্ত্রীকে, তিনি না
চাইলে এই এ প্লাস কোন ভাবেই সম্ভব
ছিলো না। এই এ প্লাস শিশিরের
জন্মদিনের উপহার!"
সাকিবের এ প্লাস প্রাপ্তিতে
দেশজুড়ে আনন্দ এবং শিক্ষামন্ত্রীর
ফোন অফ!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.