![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের অব্যক্ত শব্দ গুলো এবার পাবে ভাষা। সাদাকালো অক্ষরের অক্ষরবৃত্তে প্রতিবাদী বাক্য হবে উত্তপ্ত ।।
একটা সংবাদ দেখলাম--- "পরীক্ষা না
দিয়েও এ প্লাস পেলো সাকিব"।
খবর পড়েই ভাবলাম সাকিব কেন
পরীক্ষা দেয়নি! ভেবে নিচের
কারণগুলো বের করলাম---
১-- পরীক্ষার আগের রাতে সাকিবের
এডমিট কার্ড হারিয়ে গিয়েছিলো
বলে সে পরীক্ষা দেয়নি।
২-- হতে পারে সাকিবের টেস্ট ম্যাচ
ছিলো তাই সে পরীক্ষা দিতে
পারেনি।
৩--- হতে পারে সকল ধরণের পাবলিক
পরীক্ষা থেকে তাকে সাময়িক ব্যান
করা হয়েছে বলে পরীক্ষা দেয়নি।
৪--- ডিউ ফ্যাক্টরের কারণেও পরীক্ষা
না দিয়ে থাকতে পারেন।
৫--- এমনও হতে পারে পরীক্ষার আগে
বেচাররা গার্ডটাই হারিয়ে
গিয়েছিলো। তাই ভয়ে পরীক্ষার
হলে যায়নি।
.
পরীক্ষা না দিয়ে এ প্লাস পাওয়া
বিষয়ে কার কি মন্তব্যঃ
> মন্ত্রনালয়ের দারোয়ান : স্যার যদি
অফিসে না আইসা বেতন পাইতে
পারে, পরীক্ষা না দিয়ে এ প্লাস
পাইলে কী দুষ?
> আমজনতা : হুদাই মানুষ অনন্তরে গালি
দেয়, পরীক্ষা না দিয়া যদি এ প্লাস
পায় তাইলে তো হার্ট খুইলা হাতে
নেয়া দুধভাত!
> জনৈক মন্ত্রী : তার কাজ পরীক্ষার
হলে আসা। সে আসেনি। আমাদের
কাজ এ প্লাস দেয়া। আমরা দিয়েছি।
সে অবহেলা করেছে বলে তো আমরা
অবহেলা করতে পারিনা।
> সাকিবের বাবা : ওরে পাইলে
পিটায়া পিঠের ছাল তুলতাম। মুখে
চুনকালী দিছে, রাস্তায় বাইরাইতে
পারি না। মানুষ আঙ্গুল তুইলা কয় ঐ যে
এ প্লাসের বাপ যায়!
> মুশফিকুর রহীম : সাকিব এ প্লাস
পেয়েছে এ ব্যাপারে আমরা
টিমমেটরা খুব খুশী। আমরা আগে
থেকেই জানতাম ও পারবে। এ প্লাস
পেয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা
পাকাপাকি করে নেবার জন্য
সাকিবকে শুভেচ্ছা। ওর মত টিমমেট
পেয়ে আমি গর্বিত।
> খালেদ মাহমুদ : সাকিব একটা
বেয়াদব। কই আমরাও তো কত পরীক্ষা
দিইনি। কই আমরা কেউ তো ও প্লাস
পাইনি। ওর আচরনে আমার বোলিং এর
মত ভয়াবহ সমস্যা আছে।
> শাহদাত হোসেন : যদিও এ প্লাস
পেলে কীভাবে উদযাপন করবো এইটা
ভাবতে ভাবতে আমি এ প্লাস পাইনি
তবুও সাকিবের এ প্লাসের জন্য
শুভকামনা।
এদিকে সাকিব এ প্লাস পেলেও, এ
প্লাস পায়নি শেন ওয়াটসন। তাকে
উদ্দেশ্য করে ম্যাথু হেইডেন বলেন --- " If
you want to get A+ without attending examinations, you have to give more
effort. Everyone cannot be Shakib Al Hasan, mate!!
সাকিবের এ প্লাস নিয়ে সাকিব
বলেন "প্রথমে ধন্যবাদ সৃষ্টিকর্তাকে
শিক্ষামন্ত্রীর মত একজন মানুষ
পৃথিবীতে পাঠানোর জন্য। তারপর
ধন্যবাদ শিক্ষামন্ত্রীকে, তিনি না
চাইলে এই এ প্লাস কোন ভাবেই সম্ভব
ছিলো না। এই এ প্লাস শিশিরের
জন্মদিনের উপহার!"
সাকিবের এ প্লাস প্রাপ্তিতে
দেশজুড়ে আনন্দ এবং শিক্ষামন্ত্রীর
ফোন অফ!
©somewhere in net ltd.