নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি লিখতে ও কবিতা আবৃত্তি করতে। ফেবু: facebook.com/mahzabeenalam.maria

মাহজাবীন আলম মারিয়া

মাহজাবীন আলম মারিয়া › বিস্তারিত পোস্টঃ

শব্দহীন চাপা কান্না

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৬


ছোটবেলায় যখন কাঁদতাম
তখন কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলতাম।
সবাইকে জানিয়ে-দেখিয়ে দিন দুনিয়া এক করে ফেলতাম।
আর এখন যখন কাঁদি,
তখন হিচকি তো দূরে থাক সাউন্ডই হয় না।
কেউ টেরই পায় না।

কষ্টের ভারটা কী তখন বেশি ছিল না কী এখন!?
না কী একেই বলে ছেলেমানুষি থেকে ম্যাচুরিটিতে উত্তীর্ণ হওয়া?
না কী কষ্টের ভার যত বেশি,
কান্নার শব্দ ঠিক ততটা চাপা পড়ে যায়!?

শৈশবে ভার পরিমাপ জানতাম না কীনা,
তাই ফুপিয়ে কান্নার সাথে হিচকি জুটত বোনাস হিসেবে।
এখন ভার পরিমাপ আন্দাজ করতে পারি
তাই সেই ভার অনুযায়ী কান্নার শব্দও চাপা দিয়ে দিতে পারি অনায়াসে।
তৈরি করি আমার,
শব্দহীন চাপা কান্না

-১১ ই আগস্ট, ২০১৮

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩১

ডার্ক ম্যান বলেছেন: কান্না করা ভাল। কান্না করলে কষ্ট কিছুটা লাঘব হয়।
কবিতা ভাল লেগেছে

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৩

মাহজাবীন আলম মারিয়া বলেছেন: জ্বি কান্নায় কষ্ট লাঘব পায়।
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

২| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৮

কাওসার চৌধুরী বলেছেন:



হুম, কবিতাটি ভাল হয়েছে; আপনি নিয়মিত লেখলে আরো ভাল করতে পারবেন। ব্লগে নিয়মিত হোন, পরিচিতি বাড়ান দেখবেন সহজেই সেফ হবেন ।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৩

মাহজাবীন আলম মারিয়া বলেছেন: জ্বি, চেষ্টা করব। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:১৬

কলকন্ঠ বলেছেন: নিয়মিত লিখেন।

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৩

মাহজাবীন আলম মারিয়া বলেছেন: চেষ্টা থাকবে।

৪| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪০

ভ্রমরের ডানা বলেছেন:

কাঁদলে মন ফ্রেশ হয়....

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৩

মাহজাবীন আলম মারিয়া বলেছেন: জ্বি, সাথে চোখও... :)

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১০

সপ্রসন্ন বলেছেন: গভির অর্থ প্রকাশকারি কবিতা! ভাল লিখেছেন!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪২

মাহজাবীন আলম মারিয়া বলেছেন: ধন্যবাদ! :)

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৯

বলেছেন: যুক্তরাষ্ট্রের বায়োকেমিস্ট ডা. উইলিয়াম ফ্রাইয়ের বলেন যে, “দুঃখ, বেদনা, মানসিক আঘাত দেহে টক্সিন বা বিষাক্ত অণু সৃষ্টি করে আর কান্না এই বিষাক্ত অণুগুলোকে শরীর থেকে বের করে দেয়। এ কারণেই দুঃখ ভারাক্রান্ত ব্যক্তি ভালভাবে কাঁদতে পারলে নিজেকে অনেক হালকা মনে করে। তাই কাঁদার সময়ও মন খুলে কাঁদুন। দরকার হলে হাউমাউ করে বা ফুঁপিয়ে কাঁদুন। অন্যের সামনে কাঁদতে অস্বস্তি হলে বাথরুমে যেয়ে পানির কলটি ছেড়ে দিয়ে বা মিউজিক ছেড়ে দিয়ে কাঁদুন, কিন্তু কাঁদুন। মনের কষ্ট কখনো মনে পুষে রাখবেন না। কান্নার মাধ্যমে আপনি আপনার মনের যতো জমানো কষ্ট, ক্ষোভ, রাগ, হতাশা, ব্যাথা-বেদনা আছে তা বের করে দিন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৪

মাহজাবীন আলম মারিয়া বলেছেন: জ্বি যথার্থ বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫১

নাহিদ০৯ বলেছেন: কাঁদলে মন হালকা হয়। কিন্তু এমন ভারী কান্না নিজেকে আরো বেশি শক্ত করে দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.