![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিউটন মণ্ডলঃ ১০ অক্টোবর বিকাল ৫:৩০ মিনিটে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পরিষদের সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের মাননীয় চেয়ারম্যান ফাদার জেমস ক্রুশ, সিএসসি আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন। অতঃপর উপাচার্য প্রফেসর ফাদার বেঞ্জামিন কস্তা, সিএসসি বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে চলমান কার্যাবলি এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
সম্মানিত উপদেষ্টাগণের মধ্যে ড. কামাল হোসেন, মার্গুব মোরশেদ, মিসেস রাশেদা কে চৌধুরী, ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া, ড. হামিদা হোসেন, ফাদার ডেভিড বোরেল, সিএসসি, ফাদার রিচার্ড ডব্লিউ টীম, সিএসসি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ঢাকায় নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী এবং উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এস এ সামাদ, সম্মানিত অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গীণ উন্নতি কামনা করে বক্তব্য প্রদান করেন। সবশেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি সংক্ষিপ্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দকে নৈশভোজে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
২| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪২
ধমনী বলেছেন: প্রিয় নটরডেম...
১০ বছর আগে ছিলাম প্রিয় ক্যাম্পাসে।
৩| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৫
মোটা ফ্রেমের চশমা বলেছেন: আমার দ্বিতীয় বাড়ি। নটরডেম।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২২
ঢাকাবাসী বলেছেন: নটরডেম কলেজের অনুষ্ঠানের বিবরণ পড়ে খুব ভাল লাগল্ । আপনাকে ধন্যবাদ। ঠিক পন্চাশ বছর আগে সেখানে পড়তুম। বায়োলজির ফাদার টিম এখনো বেঁচে! ঈশ্বর তাকে দীর্ঘজীবি করুক।