![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিউটন মণ্ডলঃ লক্ষ্মীবাজারস্থ পবিত্র ক্রুশ ধর্মপল্লীতে ১৬ অক্টোবর ২০১৫ খ্রীষ্টাব্দে (যাদের বিবাহিত জীবনের সময়কাল ১০ থেকে ৫০ বছরের উর্ধ্বে) বিবাহ জয়ন্তী উৎসব উদযাপন করা হয়। বিবাহ জয়ন্তী উৎসব উদযাপন অনুষ্ঠানে ধর্মপল্লীর মোট ৬০ জোড়া দম্পত্তি অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত ও পুণ্য পিতা পোপের প্রতিনিধি আর্চবিশপ জর্জ কোচ্যেরী, ফাদার লুকো, পাল-পুরোহিত ফাদার জেমস শ্যামল গমেজ, সিএসসি এবং সহকারী পাল-পুরোহিত ফাদার অমল রোজারিও, সিএসসি।
অনুষ্ঠানের শুরুতেই সেন্ট গ্রেগরী স্কুল মাঠ প্রাঙ্গন থেকে জুবিলী উদযাপনকারীগণ বাদ্য-বাজনা ও শোভাযাত্রা সহযোগে গির্জায় প্রবেশ করেন। গির্জার প্রবেশমুখে দম্পত্তিদের তিলক চন্দন ও পর্বীয় উৎসবের চিহ্নস্বরূপ বিশেষ ব্যাজ পরানো হয়। খ্রীষ্টযাগে উপদেশ সহভাগিতায় আর্চবিশপ জর্জ কোচ্যেরী বলেন, বিবাহ একটি সাক্রামেন্ত। মণ্ডলী ও পুণ্যপিতা সব থেকে বেশি গুরুত্ব প্রদান করেন পরিবারের উপর। মণ্ডলী প্রত্যাশা করে বিবাহের সময় যে প্রতিজ্ঞা দম্পত্তিরা গ্রহণ করে তা তারা সারা জীবন অটুট রাখবে। আগামী রবিবারে পোপ মহোদয় ক্ষুদ্রপুষ্প সাধ্বী তেরেজার বাবা-মাকে সাধু-সাধ্বী ঘোষণা করবেন। আর্চবিশপ কোচ্যেরী পরিবারে থেকে খ্রীষ্টীয় মতাদর্শে জীবন যাপন করে সকলকে সাধু-সাধ্বী হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, আমাদের প্রত্যেককে পরিবারের দ্রাক্ষারস হতে হবে। যেখানে থাকবে ঈশ্বরের আনন্দ, ভালোবাসা, শান্তি, পারস্পরিক বোঝাপাড়া ইত্যাদি। সর্বোপরি আমাদের যীশু, মারীয়া ও যোসেফের পবিত্র পরিবারের ন্যায় জীবনযাপন করতে হবে।
ফাদার জেমস শ্যামল গমেজ, সিএসসি জয়ন্তী উৎসব পালনকারী সকলকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়ে প্রতিটি পরিবারের জন্য আশীর্বাদ কামনা করে ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ধর্মপল্লীর যুবদের দ্বারা প্রস্তুতকৃত জুবিলী উদযাপনকারীদের পুরনো দিনের ছবি দ্বারা প্রস্তুতকৃত বিশেষ প্রামাণ্যচিত্র। অনুষ্ঠানের শেষাংশে মিসেস রুনিয়া রোজারিও ও মিঃ জর্জ গমেজ তাদের অনুভূতি জানিয়ে বলেন, লক্ষ্মীবাজার ধর্মপল্লীর ইতিহাসে বিবাহ জয়ন্তী উৎসব উদযাপন এবারই প্রথম। আমাদের সকলের জন্য এই সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য ধর্মপল্লীবাসীর পক্ষ থেকে পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার জেমস শ্যামল গমেজ, সিএসসি’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
উল্লেখ্য এই বিশেষ দিনটি উদযাপনের প্রস্তুতিস্বরূপ আগের দিন বিকেলে দম্পত্তিরা আরাধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
©somewhere in net ltd.