নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের ভালোবাসা আমার অনুপ্রেরণা

চল বেড়িয়ে আসি

সাহিত্য মানুষের মনের খোরাক যোগায়

চল বেড়িয়ে আসি › বিস্তারিত পোস্টঃ

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ বিজয় দিবস ও প্রাক্-বড়দিন উদযাপন

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

নিউটন মণ্ডলঃ নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ ১৯ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ দুপুর ২.৩০ মিনিটে মহান বিজয় দিবস ও প্রাক-বড়দিন অনুষ্ঠান উদযাপন করা হয়। জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফাদার জেমস ক্রুজ, সিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ফাদার আদম এস, পেরোরা, সিএসসি। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার ফাদার জে, এস, পিশাতো এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে গান পরিবেশন করেন অফিস কর্মী বিপ্লব নাথান বৈরাগী। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফাদার জেমস ক্রুজ, সিএসসি তাঁর সহভাগিতায় বিগত এক বছরে বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট সাফল্য অর্জনের জন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অতঃপর তিনি বড়দিনের তাৎপর্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, “বড়দিন শুধুমাত্র খ্রিস্টীয় সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, বরং এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এ অনুষ্ঠান সকলের জন্য আনন্দ ও সম্প্রীতির বার্তা বহন করে।”
এরপর অতিথিবৃন্দ বড়দিনের কেক কাটায় অংশগ্রহণ করেন এবং সকল স্টাফের অংশগ্রহণে বড়দিনের বিশেষ কীর্তন পরিবেশিত হয়। অতঃপর কবিতা আবৃত্তি করেন তমা পালমা। পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. অলোক কুমার চক্রবর্তী এবং প্রভাষক মৌসুমী হক বিভিন্ন সম্প্রদায় ও বর্ণের ভেদাভেদ ও বৈষম্য দূর করতে মহান যীশুর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফাদার আদম এস, পেরেরা, সিএসসি উপস্থিত সকলকে মহান বিজয় দিবস ও শুভ বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, “৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি।” তিনি মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি আরও বলেন ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয়ের মাস এবং এ মাসেই আমরা বড়দিন উদযাপন করি। তিনি এ অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.