নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের ভালোবাসা আমার অনুপ্রেরণা

চল বেড়িয়ে আসি

সাহিত্য মানুষের মনের খোরাক যোগায়

চল বেড়িয়ে আসি › বিস্তারিত পোস্টঃ

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর স্বপ্নদ্রষ্টা ও অগ্রপথিকের যাজকীয় জীবনের ৪৫ বছর

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৯

নিউটন মণ্ডলঃ বাবা ম্যাথিও কস্তা ও মা এলিজাবেথ পালমার ১১ সন্তানের মধ্যে উপর থেকে দ্বিতীয় সন্তান নটর ডেম বিশ্ববিদ্যালয়ের অগ্রপথিক ও স্বপ্নদ্রষ্টা ফাদার বেঞ্জামিন কস্তা, সিএসসি। ১৯৪২ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর গাজীপুর জেলার ভাওয়াল অঞ্চলের দড়িপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে সেবা দান করে যাচ্ছেন। ০৭ জানুয়ারী ফাদার বেঞ্জামিন কস্তা, সিএসসি খ্রিস্টীয় যাজকীয় জীবনের ৪৫ বছর অতিক্রান্ত করে ৪৬ বছরে পদার্পণ করেছেন। এ উপলক্ষে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর প্রশাসনিক, অফিস ও সাপোর্ট স্টাফবৃন্দ বেলা ১২:০০ ঘটিকায় তাঁর কার্যালয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ফাদার বেঞ্জামিন কস্তা, সিএসসি, ফাদার আদম এস, পেরেরা, সিএসসি’সহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ফাদার বেঞ্জামিন তাঁর সহভাগিতায় যাজকীয় অভিষেকের স্মৃতিচারণ করেন। তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একদিন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ হবে বাংলাদেশের সবচেয়ে বড় ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।

উল্লেখ্য, ফাদার বেঞ্জামিন কস্তা নটর ডেম বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে ১৯৯৮ খ্রিস্টাব্দ হতে ২০১২ খ্রিস্টাব্দ পর্যন্ত নটর ডেম কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নটর ডেম কলেজ এর মতোই ভাল মানুষ গড়ার কারিগর হয়ে উঠুক এই প্রার্থনা করি। সেই সাথে ফাদার বেঞ্জামিন কস্তার দীর্ঘ জীবন ও সুসাস্হ্য কামনা করছি যাতে করে নতুন এই বিশ্ববিদ্যালয়টিকে সঠিক পথে পরিচালিত করেন।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১

আব্দুল্লাহ আল নোমান বলেছেন: অনেকদিন পর .. দেখলাম ফাদার বেঞ্জামিন কস্তা, সিএসসি কে। এক যুগ আগে কলেজ জীবনে যেমন দেখেছিলাম এখনো তেমনি আছেন ,কোন পরিবর্তন নাই।উনার দীর্ঘ জীবন ও সুসাস্হ্য কামনা করছি যাতে করে নতুন এই বিশ্ববিদ্যালয়টিকে সঠিক পথে পরিচালিত করেন।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৬

আব্দুল্লাহ রিফাত বলেছেন: খুব ভাল লাগল।

একজন নটরডেমিয়ান হিসাবে নিজেকে গর্বিত মনে করি।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

মুরাদ আহম্মদ খাঁন বলেছেন: ভাল লাগল ।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

আরিফুর রহমান পলাশ বলেছেন: আমাদের সময়ে প্রিন্সিপাল ছিলেন , উনার দীর্ঘায়ু কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.