![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কক্সবাজার! অনেক দিনের শখ কক্সবাজার যাব। যাব যাব করে আর যাওয়া হয় না। তো একদিন দিন তারিখ ঠিক করে গেলাম কক্সবাজার। ঢাকার আরামবাগ থেকে গ্রিনলাইন বাসে চেপে ছুটলাম কক্সবাজারের উদ্দেশ্য। সকাল সকাল হোটেল উঠলাম। ভাগ্য ভালো ছিল আমরা যে রুমটি বুকিং দিয়েছিলাম তা ফাকা ছিল। তাই আর দেরি না করে রুমে উঠে গেলাম। একটু ফ্রেস এবং রেস্ট নিয়ে সকালের নাস্তা সেরে ছুটলাম বীচে
ঢেউ না যেন... (ভাষা হারিয়ে ফেলেছি এই ঢেউ দেখে)
আমরা দুজন থাকলাম দুপুর পর্যন্ত এবং গোসল করে হোটেলে এসে আরও একবার রেস্ট নিয়ে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম হিমছড়ির উদ্দেশ্যে
হিমছড়ি প্রবেশ পথ
হিমছড়ির পাহাড়ের উপর থেকে
হিমছড়ির পাহাড় থেকে সূর্যাস্ত
এখান থেকে আবার সী-বীচে বেশ রাত পর্যন্ত পর্যন্ত কাটিয়ে আবার হোটেলে। পরের দিন আবার ছুটলাম মহেশখালি দ্বীপে। আমার হোটেল থেকে রিক্সা নিয়ে ঘাটে গিয়ে স্পিড বোডে করে মহেশখালি।
আদিনাথ মন্দির পাহাড়ের উঠার সিড়ি
আদিনাথ মন্দির থেকে নিচের ছবি
আদিনাথ মন্দির থেকে পাশের পাহাড়ের ছবি
মহেশখালিতে একটা বৌদ্ধ মন্দির
মহেশখালিতে ফিশিং ট্রলার
দশটির বেশি ছবি আপলোড না হওয়ার কারণে আর ছবি দিতে পারলাম না। পরের কিস্তিতে আবার দেখা হবে।
২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৫
পৌষ বলেছেন: টোনাটুনিকে নাই বা দেখলেন
২| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৫
ভবঘুরে যাত্রি বলেছেন: আমারো খুব ইচ্ছে আছে যাওয়ার
২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫
পৌষ বলেছেন: দেরি কেন সময়-সুযোগ করে চলে যান
৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪১
আরাফআহনাফ বলেছেন: ভালো লাগলো।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: এমন ভ্রমণ এবং ছবি ব্লগের আমি ভক্ত, আরো অনেক এমন চাই...........ভালোলাগা জানিয়ে গেলাম ভাই।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪০
পৌষ বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করব আরো দেয়ার জন্য
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৪
সাদা মনের মানুষ বলেছেন:
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪
পৌষ বলেছেন:
এই নেন আপনার জন্য গ্রিন টি
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৭
পলাশমিঞা বলেছেন: আমিও টোনাটুনিকে দেখার জন্য এসেছিলাম
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৩
পৌষ বলেছেন: কোথায় গিয়েছিলেন দেখার জন্য পলাশ মিঞা ভাই
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪
পলাশমিঞা বলেছেন: এই পোস্ট
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৮
ওয়াহিদ রহমান বলেছেন: সবইতো দেখলাম, কিন্তু টোনাটুনিকে দেখলাম না !!