নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোনো কুসংস্কারে আমি বিশ্বাস করি না। নিজের দেশটাকে অনেক অনেক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

পৌষ

যা কিছু এলোমেলো

পৌষ › বিস্তারিত পোস্টঃ

দিনলিপি-০১

২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

আজ রমিজ মিয়ার সকাল থেকে মনটা ভালো নেই। কি করবে, মন ভালো না থাকলে কি বসে থাকার উপায় আছে, তাই রিক্সাটা নিয়ে বের হয় ছোট্ট খুপরি ঘর থেকে। এদিক সেদিক যাত্রী আনা নেওয়া করে মোটামুটি প্রায় ৫০০ টাকার মত আয় হয়েছে। সে এবার বাসার দিকে যাবে এমন সময় মোটামুটি বয়সের এক মহিলা এবং ছোট্ট এক ছেলে ডাক দেয় রমিজ মিয়াকে। ৬০ টাকা দিয়ে ভাড়া ঠিক করে রওনা দেয় গন্তব্যে। গন্তব্যে প্রায় চলে আসার পর ঐ মহিলা রিক্সা দাঁড় করিয়ে মাছ কেনে। মাছ কেনার পর রমিজ মিয়ার কাছ থেকে ৪০০ টাকা নিয়ে মাছ ওয়ালাকে টাকা দেয় ঐ মহিলা এবং বলে যে বাসায় গিয়ে টাকা দিয়ে দেবে। বাসার সামনে গিয়ে রিক্সা থেকে নেমে বলে যে বাসা থেকে টাকা এনে দিচ্ছি। কিন্তু ঐ মহিলা আর টাকা দেয় না আর এদিকে রমিজ মিয়া প্রায় আধা ঘন্টা অপেক্ষা করে টাকা না পেয়ে প্রায় সব তলায় কলিং বেল টিপে। তবুও ঐ মহিলার দেখা পায় না এবং টাকা পায় না। শেষ পর্যন্ত টাকা না পেয়ে চোখ মুছতে মুছতে চলে গেল রমিজ মিয়া। রেখে গেল নিষ্ঠুর বাস্তবতা!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি আমার অনুসরিত ব্লগারদের মধ্যে ১০০১ তম

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৬

পৌষ বলেছেন: ধন্যবাদ

২| ২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: আহারে----

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৬

পৌষ বলেছেন: আসলেই বাস্তবতা বড়ই কঠিন

৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি জঘন্য প্রতারণা!

রমিজরা বড় অসহায় পোষাকী কথিত সভ্যদের কাছে

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭

পৌষ বলেছেন: ধন্যবাদ

৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭

ব্লগার_সামুরা বলেছেন:
লাইক।

ভাল।

দিনলিপি।

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

পৌষ বলেছেন: ধন্যবাদ

৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনা‌কে অ‌নেক অ‌নেক ধন্যবাদ। ভা‌লো থাকুন সব সময়। সুন্দ‌রের প্রত্যাশায়।

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

পৌষ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.