![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রস্থান করিলে,কেন স্থান ছাড়িলে না..?"
ধোমরে মোচরে যাওয়া স্মৃতিগুলো আজ উসকে উঠছে হৃদয় গহ্বরে,
প্রাণবন্ত সুখগুলো আজ দিশাহীন দুর্বিসহ বেদনায় মিশ্রিত,
নিকোটিনের বিশ্রী গন্ধ আজ সুশ্রীর প্রতাব |
অহেতুক চাঞ্চল্যতা,হায়, বিষাদের কাছে জিম্মি,
প্রস্থান করিলে,কেন স্থান ছাড়িলে না..?
অস্তমিত সূর্যের লাল আভায় আজ রক্ত ক্ষরণের আভাস,
মধ্যরাতের জোৎস্না আজ ছড়িয়ে দিচ্ছে গুচ্ছ গুচ্ছ দুঃখ বিলাস,
তুলির আচড়ে ছবি আঁকা নয়, আঁকা হচ্ছে বিমর্ষ বিক্ষিপ্তের প্রতিচ্ছবি,
কবিতা গুলোর আজ মনখারাপ দিবস,
ইচ্ছে করেও, সরল বাক্যে রোমাঞ্চিত করতে পারছি না |
বিষাদময়তা কেন জানি অবচেতন মনে জাগ্রত হচ্ছে,
প্রস্থান করিলে,কেন স্থান ছাড়িলে না..?
©somewhere in net ltd.