![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড্ড বেখাপ্পা,বেখেয়ালে দিন যাচ্ছে অবধি,
প্রাণ চঞ্চল,প্রীতিপ্রত্যুলতা হারিয়ে গেছে অনবধি,
সময় বাড়ছে,বাড়ছে চিন্তার পরিধি,
দীর্ঘ পরিসরে আগ্রহী চক্ষুর বিবিধি।
"সেই" এখন হয়ে যাচ্ছে স্মৃতি,
ইদানীং জীবনকে নিয়ে বেশ ভাবি।
ইচ্ছের কোষ-সেলে ধাবমান অনুভূতি,
বর্ধিত সময়ে,বর্ধিত মোর পৃথিবী।
সজাগ দৃষ্টিতে,অবাক সৃষ্টিতে,রহস্যে মহাকাশ,
নিত্যদিন চাহিদা বাড়ছে, নেই অবকাশ!
বাতাস বহে,নির্দিষ্ট পরিসীমায় আকাশ
চড়ায় উতরায় পরিণতি জীবন-যুদ্ধের অভ্যাস।
মহাকাল ধরে,মহা-পরিসরে ধাবমান এই নীতি,
কারো অল্পতেই মিলে উন্নতি,কারো অধিকেও অবনতি।
কেউ অল্পতেই তুষ্ট,কারো অধিকেও নেই সন্তুষ্টি,
ইচ্ছেতে বশঃবত,ইচ্ছাই মহাশক্তি।
"যেমন-তেমন" গঠিত যে নিজের ইচ্ছাশক্তি।
২| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৩
মাকসুদ আলম মিলন বলেছেন:
৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা
১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৪
মাকসুদ আলম মিলন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৮
চিন্তক মাস্টারদা বলেছেন: বাহ!