|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

প্রচন্ড তৃষ্ণা চেপে হাইহুতাশে ভোগাচ্ছে অন্তহীন,
এক-গ্লাস আকাঙ্খা,
একমুষ্টি আবেগ,
ভীষণ পুড়াচ্ছে ইদানীং।
লোডশেডিং এর মতো ধপ করেই উদাও,
এতোদিনের জমানো জোৎস্নাবিলাস!
ক্ষণে ক্ষণে জ্বলে-নিবে জোনাকির আলো,
পূর্বাকাশে কাত হওয়া সূর্যরশ্মির বিনাশ।
ভাবনার অতল সমুদ্রের কোলাহল,এখন নিস্তব্ধ!
গাণিতিক সূত্রে গোলমেলে বিপর্যস্ত,
বোধহয় অধিক বিশ্বাসটাই ভুল ছিল,
এস্ট্রের ছাই যেন ছায়াবৃত্ত।
বৃষ্টি কিংবা জ্যোৎস্না বিলাসে বিপর্যয়ে বিধস্ত,
অন্তঃদন্ধে যুক্তি বিতর্কের চূড়ান্ত,
নেই অবকাশ হাইহুতাশে ডুবন্ত,
অহিনকুলের সীমাহীন নৈরাজ্যে,আধতে চাই অন্তত।
 ১০ টি
    	১০ টি    	 +০/-০
    	+০/-০  ২০ শে এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৭:২৮
২০ শে এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৭:২৮
মাকসুদ আলম মিলন বলেছেন: আবেগের অবসান ঘটেই....
২|  ২০ শে এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৭:২৯
২০ শে এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৭:২৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে ঘুমাতে হয়।
  ২১ শে এপ্রিল, ২০১৭  সকাল ৮:৫০
২১ শে এপ্রিল, ২০১৭  সকাল ৮:৫০
মাকসুদ আলম মিলন বলেছেন: ক্লান্ত হয় দুচোখ...
দ্বিধা সংঙ্কুচ গুচে সবকিছুই সহনশীল হয়..!
৩|  ২০ শে এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৭:৩০
২০ শে এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৭:৩০
শাহিন-৯৯ বলেছেন: ভাল লাগল।
  ২১ শে এপ্রিল, ২০১৭  সকাল ৮:৫২
২১ শে এপ্রিল, ২০১৭  সকাল ৮:৫২
মাকসুদ আলম মিলন বলেছেন: মনের তৃষ্ণাও মিটলো...!!!!
৪|  ২০ শে এপ্রিল, ২০১৭  রাত ৮:০৪
২০ শে এপ্রিল, ২০১৭  রাত ৮:০৪
বিদ্যুৎ বলেছেন: কে বলে কবিতা যুগ শুরু হয়নি! বেশ চমৎকার। জয় হোক কবিতার।
  ২১ শে এপ্রিল, ২০১৭  সকাল ৮:৫৩
২১ শে এপ্রিল, ২০১৭  সকাল ৮:৫৩
মাকসুদ আলম মিলন বলেছেন: জয় হোক মনোমালিন্যতার...!!!!
৫|  ২০ শে এপ্রিল, ২০১৭  রাত ৯:৩২
২০ শে এপ্রিল, ২০১৭  রাত ৯:৩২
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা, ভালো লাগলো
  ২১ শে এপ্রিল, ২০১৭  সকাল ৮:৫৪
২১ শে এপ্রিল, ২০১৭  সকাল ৮:৫৪
মাকসুদ আলম মিলন বলেছেন: মনোরম পরিবেশে বেশ কাটলো...!!!
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৭:১৫
২০ শে এপ্রিল, ২০১৭  সন্ধ্যা  ৭:১৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সময় থেমে থাকে না।