![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিস্তীর্ণ,বহিঞ্চু,বন্ধুর পথ,
এলোমেলো অজস্র সৌখিন স্বপ্ন বপনের রথ ।
ইচ্ছে প্রকাশের গাণিতিক মাধ্যমের বিলাস,
আছে প্রণয়,আছে প্লাবন,আছে অগণিত উল্লাস।
পথের দিক,পথিক করে ঠিক,
সমতল পাহাড় কিংবা জ্যামিতিক!!
চলন্ত গতিপথ বক্র কিংবা সরল,
নিজ নিজ ব্যক্তিসত্তায় উদিত ধাবানল!!!
থমকে গেলে,চমকে যায়,
খেই হারিয়ে লুটোপুটি খায়।
চলছে ,চলমান আত্নসন্তুষ্টিতে,
ধাবমান দৌরত্ব বিপর্যয় লুণ্ঠিত করে।
কারো আছে অপারগতা,
কারো মিলিয়ে যাওয়ার বহতা ।
ছক কষে,ছক আকারে আলোকচিত্র,
মিথ্যে কিংবা সত্যান্বেষীতে কেউবা ব্যস্ত!!!!
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০২
মাকসুদ আলম মিলন বলেছেন: পুলকিত হলাম
২| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩১
অতঃপর হৃদয় বলেছেন: ভালো লাগলো।
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০২
মাকসুদ আলম মিলন বলেছেন: ধন্যবাদ
৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৮
সুমন কর বলেছেন: মনে হলো, আরো একটু হলে ভালো হতো।
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৪
মাকসুদ আলম মিলন বলেছেন: সেদিকেই চলমান
৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো পড়ে। খুব সুন্দর বলেছেন কবিতায়।
শুভকামনা রইল
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৪
মাকসুদ আলম মিলন বলেছেন: ধন্যবাদ
৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা ভালো লাগলো +
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:১৬
নায়না নাসরিন বলেছেন: কবিতা অসাধারন ভাইয়া। প্লাস + +