![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেজি স্কুল..যেখানে কেজির ওজনে পাঠ্যবই সাথে ঞ্জান দেয়া হয় |ডে কেয়ার নাইট কেয়ার করিয়ে তাদের শিক্ষা গ্রহনের অত্যাদিক কেয়ার নেয়া হয় |কেজি কেজি জিপিএ ৫ পায় কেজি স্কুল গুলোতে..পাঠ্যবই ঠাডা মুখস্ত করিয়ে..বেসিক নলেজের ধার কাছ দিয়াও ঘেষে না...সৃজনশীলতার কোন শিক্ষা নেই...কেজির মাপে শিক্ষা..হয় তুমি ডে কেয়ার নাইট কেয়ার করো নয় তুমি ভালো রেজাল্ট করতে পারবে না | শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে রুপান্তর করা হয়েছে...কেজি কেজি পাঠ্যবই..খাতা..স্কুল ড্রেস প্রতিষ্ঠান গুলো থেকে দেয়া হয়..বাধ্যতামূলক ব্যবসার মূলধন হিসেবে..তাতে দ্বিগুণ লাভ তো বটেই সাথে.. প্রতিষ্ঠানের ছাপ্পর মারা |আর পরীক্ষার আগে তো প্রশ্ন দিয়েই দেয়া হয়..যাতে ছাত্রছাত্রীরা ৯৯..কিংবা ১০০ নাম্বার পেয়ে অভিভাবকদের খুশি করে...রোল ১..২..৩ এর প্রতিযোগিতায় ৪..৫..৬ ব্যবধান..ভালোই তো |এতো এতো নাম্বার ছেলেটা অথবা মেয়েটা তুখার ...তুখার ঠিকই তা শুধু পাঠ্যপুস্তকেই |বেসিক নলেজ বলে কিছু নেই |ব্যবসার ধান্দা করে লাভ কিন্তু ঠিকই কেজি স্কুলের লসের মধ্যে ভুক্তভোগী শিক্ষার্থীরা |শুরুটা যদি মজবুত না হয় মাঝপথে গিয়ে তো সেটা ভেঙে পড়বেই |
০৯ ই মে, ২০১৭ দুপুর ২:১২
মাকসুদ আলম মিলন বলেছেন: ব্যায়ামে শরীর সুস্থ হলেও মানসিক অসুস্থতা দিন দিন বাড়ছে বৈ কমছে না!!!!
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৭ ভোর ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
ফ্রি বই পাচ্ছে, পড়তে চাহে না; ব্যায়াম হলেও করুক।