![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুর্দান্ত,অবিশ্বাস্য,শ্বাসরুদ্ধকর,নাটকীয়,তুমুল উত্তেজনাপূর্ণ,ঐতিহাসিক এই শব্দগুলো যেন ক্রিকেটের সাথেই বেশ খাপ খায়।আর সাকিব আল হাসানের খাপ খায় তিন ফরম্যাটেই বিশ্বসেরা নাম্বার ওয়ান অলরাউন্ডারের নাম।কুরবানি ঈদ উপলক্ষে হাটগুলো যেমন জমজমাট,ঈদের আমেজ বইছে সবখানে অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট জমজমাট একটা ম্যাচ উপহার দিয়ে পুরো জমিয়ে দিয়েছে।অগ্রিম ঈদ মোবারকের শুভেচ্ছা ছাপিয়ে ঈদের আনন্দের ন্যায় বন্যা বইয়ে দিয়েছে।
অস্ট্রেলিয়াকে ২০রানে হারিয়ে অভূতপূর্ব জয়ের এক তকমা লাগানো এক ঐতিহাসিক আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশ ক্রিকেট দল।ম্যাচটা শুরু থেকেই জমে উঠছিল সাথে জমে উঠছিল ক্রিকেট প্রেমীদের প্রেডিকশন।প্রথম দিনেই সাকিবের বিশ্ব কাঁপানো রেকর্ড!টেস্টখেলোড়ে সবদলের বিপক্ষে পাঁচ উইকেট জায়গা করে নিয়ে ৪ নাম্বরে সাকিবের অবস্থান।ম্যাচের শুরুতেই জানান দিচ্ছিল এটা সাকিবময় টেস্ট,সাকিবের দিন।দলের ধাক্কা সামলিয়ে ৮৪ রানের অবিশ্বাস্য ইনিংস।তামিমের সাথে ১৫৫ রানের পার্টনারশিপে দলকে সামাল দিয়ে মোটামুটি প্রথম ইনিংসে একটা ভালো স্কোরে দাড় করা।২৬০ রান অস্ট্রেলিয়ার বিপক্ষে মোটামুটি বলা হলেও সাকিব,মিরাজের ঘূর্ণি জাদুতে ক্যাঙ্গারুদের পুরো নাজেহাল,বিধ্বস্ত,নাকানিচুবানি খাইয়ে ২১৭ রানে প্যাকেট।বাংলাদেশ ৪৩ রানের লিড নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে আবারও হুঁচট!
তৃতীয় দিনে ৮উইকেট হাতে কিছুটা স্বস্তি থাকায় ম্যাচের লাগাম এবং শক্ত অবস্থানে ছিল বাংলাদেশ। কি হবে?কে জানে?এমন এক হাইহুতাশ পরিস্থিতিতে দাড়িয়ে তেমন একটা সুবিধা করতে পারলো না মুসফিকের দল।প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে আরো কম ২২১রান ফলশ্রুতিতে স্মিথের দলের টার্গেট দাড়ায় ২৬৫।অস্ট্রেলিয়াকে ধামারধাম ২ উইকেট খোইয়ে দেয়ার পরেও জয়ের আশায় গুড়ে-বালি দিল ওয়ার্নার-স্মিথের ব্যাটের জ্বলকানি।চতুর্থ দিনে সবমিলিয়ে ক্যাঙ্গারুদের প্রয়োজন হয় মাত্র ১৫৬ রান ৮ উইকেট থাকা সত্ত্বেও।জয় কিংবা ড্র এর আশায় তিক্ততা জমে যায় মুসফিকদের দলে।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুর্দান্ত,অবিশ্বাস্য,শ্বাসরুদ্ধকর,নাটকীয়,তুমুল উত্তেজনাপূর্ণ,ঐতিহাসিক শব্দগুলো যোগ করে বাংলাদেশ ক্রিকেট দল।টেস্টে উজ্জ্বল দৃষ্টান্ত-কারী,তকমা-কারী,ঐতিহাসিক ম্যাচ বলা যায় এটি।দ্বিতীয় ইনিংসে আবারো ৫ উইকেট শিকারে একেবারে বিধ্বস্ত ভেঙে-চূরে দিয়েছে সাকিব,হ্যাঁ বিশ্বসেরা নাম্বার ওয়ান সাকিব আল হাসান!ম্যাচ জয়ের নায়ক তো ম্যাচ সেরা হবেই।পুরস্কার নিতে গিয়ে সাকিব আল হাসান একটা ঘটনা শেয়ার করে বলে,আমার বউ আমাকে বলেছিল "একমাত্র তুমিই ম্যাচটা জিতাতে পারো" আর হয়েছেও তাই!তিন মোড়লের একটা অস্ট্রেলিয়াকে ২০ রানে ভেঙে-চূড়ে, বিধ্বস্ত করে দিয়ে দুর্দান্ত জয়ে ঈদের আগেই যেন আরেক দফা ঈদ বইছে বাংলাদেশে।ঈদ মোবারক!!!!!
পুনশ্চ: #লাগ_ভেলকি_লাগ_পাঁচে_পাঁচ=>
=>সাকিব আল হাসেনের প্রথম ইনিংসে পাঁচ!দ্বিতীয় ইনিংসেও উইকেট শিকার পাঁচ!!
=>৫বারের মুখোমুখি অস্ট্রেলিয়াকে প্রথম আইক্কালা বাঁশ!
=>অস্ট্রেলিয়া নামের পাশে র্যাঙ্কিং পাঁচ!
©somewhere in net ltd.