![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিপদগ্রস্ত এবং আনন্দ ঘন মূহূর্ত আকস্মিকতা বহন করে।বিপদ সম্মুখীনে দুমরে মুচড়ে একাকার করে ফেলে অন্যদিকে আনন্দে আনন্দের জোয়ারে ভাসিয়ে দেয়।আনন্দ এবং বিপদ দুটোর মধ্যে সময়স্ফূর্ত তফাৎটা লক্ষণীয়ই বটে।আনন্দস্মিথে সময়ের তোড়জোড় অন্যদিকে বিপদ দলবেধে ঝিমুনি খাওয়া সময়স্রুত অনন্তকালের জন্য যেন বহমান।
তিনজনের বিড়ম্বনা ছাপিয়ে চারজনের ঝটিকা ভ্রমণ কক্সবাজার।হুট করে মনের মধ্যে বৃহৎ সমুদ্র সৈকতের ন্যায় উৎফুল্লতা সেই সাথে এক ধরনের চাপা প্রফুল্লতা।বারো ঘন্টার বারোটা বাজানো বাস ভ্রমনের ক্লান্তির ছাপ যেন সাউ করেই উদাও সমুদ্রের বিশালতার কাছে।একদিকে সমুদ্রের স্রোত অন্যদিকে আনন্দের স্রোত মিলেমিশে একাকার।ট্যাবলেটকার সূর্যের ঝলমলে আলোকরশ্মির সোনালি সমুদ্রজল।সূর্যাস্তের অকৃত্রিম সৌন্দর্যের বৃভৎসতা,সমুদ্রস্নাত চাঁদের ফিনিক ফাঁটা জোৎস্না সাথে সকালমিশ্রিত সমুদ্রঘ্রাণ যেন হাজার বছর বাঁচিয়ে তুলে।শুধু বাতাস কিনে খাওয়ার জন্য হলেও সমুদ্রে যাওয়া আবশ্যিক এবং ফরজ।
দিনক্ষণ না মেপে এতো গেলো সমুদ্রের লোনা জলে মিশ্রিত আনন্দ ঘন মূহূর্তের কথা অন্যদিকে মানবিক লোনা জলের বিপদগামী বেদনাকাব্যের রোহিঙ্গাদের কথা যে বহমান।পাঁচ কিলোমিটার হাটার পর যখন চারবন্ধু মিলে একটি পাহাড়ের উঁচুতে দাড়ালাম তখন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না আমরা।পাহাড়ের পর পাহাড় রোহিঙ্গা বসতি।এতো রোহিঙ্গা! নিজেদের মধ্যে হিসেবের যেন গোলযোগ পাকিয়ে গেলো।ত্রাণ সরবহার একটা ক্যাম্পের দিকে চোখ পড়লো আমাদের।ঐ ক্যাম্পের দিকে যাওয়ার পথে একদল ছোটছোট বাচ্চাদের দল হাসিমুখে ফিরছে আমাদের দেখে তারা হাসি মুখে সালাম দিয়ে হ্যান্ডশেক করলো আমাদের সাথে।হাসির কারণ খুঁজতে গিয়ে দেখলাম তাদের গলায় কার্ড ঝুলানো।এতোক্ষণে ত্রাণ বিতরণ কেন্দ্রে পৌছে গেছি ।নিমিষেই মনটা যেন হাহাকার করে উঠলো।মানবতা,মানবিক বিপর্যয় সব যেন উসলে উঠছে,আবেগী হয়ে উঠে।ওখান থেকে বাচ্চাদের ডেকে এনে দোকান থেকে ডেকে এনে তাদের পছন্দের খাবার কিনে দিলাম আমরা অবুঝ শিশুর চাহনিতে দুর্দশার ছাপ যেন বিষণ্ণ হয়ে উঠছে উখিয়ার পাহাড়!ফিরে আসতে আসতে আমাদের একটি কথায় মনে করিয়ে দেয়,এই বেদনাকাব্যের গল্প কবে শেষ হবে কে জানে!
১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১১
মাকসুদ আলম মিলন বলেছেন: সমাধান সূচক শব্দ সেই জন্যই তো আবির্ভূত!!!!
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৮
রাজীব নুর বলেছেন: সব সমস্যা'ই সমাধান আছে।