![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন একাকিত্বের আবাস পরিবেষ্টিত করতে থাকে একরাশ গোধূলী যেন ঝেঁকে বসে মনে।আলো-আধারের জমকালো অভিনয় তো অনেক হয়েছে এবার না হয় স্তব্দ হয়ে থাক।তা আর হবে বৈকি,জীবন প্রেক্ষাপটের নিরামিষ অববাহিকায় প্রতিনিয়তই তো আরো উৎসুকের তাড়নায় অভিনব অভিনয় যেন স্বাভাবিক,স্বচ্ছল ধারাবাহিকতাময়।
স্থির গতি কিংবা দ্রুতগতির আচ্ছন্নে মানুষ অভিনয়ে পটু হয়ে উঠে তো সেই ছোটবেলা থেকেই।প্রকৃতির নিয়মে প্রতিমুহূর্তে অভিনয়ের অভিনব কৌশল আতস্ত করে চলছে সৃষ্টির শুরু থেকেই।আবেগ,বিবেক,চিন্তার প্রসারতায় প্রতিয়তই পরিবর্তন হচ্ছে,নতুন কলাকৌশল নতুন ভাবে যুক্ত হচ্ছে।আবেগের তাড়নায় মানুষের অভিনয়ের কৌশল বেগতিক ভাবে বৃদ্ধি পায় আর বিবেকের তাড়নায় তা হয়ে যায় মন্থর।চিন্তার উদগিরণে অভিনয় বিস্তার লাভ করে ভয়াবহ ভাবে,তুমল পরিশরে।
আবেগ,বিবেক কখনোবা আহ্ণিকগতির মতো সরলরৈখিক হয়ে আবির্ভূত হয় মানবিক সত্ত্বা রূপে!
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৯
মাকসুদ আলম মিলন বলেছেন: ধন্যবাদ
২| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: আমি জোছনার কথা তোমাকে অনেক বলেছি । তুমি অমাবস্যা ও পূ্র্ণিমার কোনো পার্থক্য বোঝ না ।
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫২
মাকসুদ আলম মিলন বলেছেন: আহারে জীবন... আহা জীবন... জলে ভাসা পদ্ম জীবন!!!!
৩| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্যিই আবেগের তাড়নায় মানুষের অভিনয়ের কৌশল বেগতিক ভাবে বৃদ্ধি পায় আর বিবেকের তাড়নায় তা হয়ে যায় মন্থর।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৪
মাকসুদ আলম মিলন বলেছেন: ধন্যবাদ
৪| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৯
নন্দী মিঠুন বলেছেন: যখন একাকিত্বের আবাস পরিবেষ্টিত করতে থাকে একরাশ গোধূলী যেন ঝেঁকে বসে মনে।আলো-আধারের জমকালো অভিনয় তো অনেক হয়েছে এবার না হয় স্তব্দ হয়ে থাক। ..................মনের কথা বলেছেন। তবে স্তব্দ হতে যে পারিনা!!!!!!
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৫
মাকসুদ আলম মিলন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৫
মাহবুবুল আজাদ বলেছেন: আবেগ,বিবেক কখনোবা আহ্ণিকগতির মতো সরলরৈখিক হয়ে আবির্ভূত হয় মানবিক সত্ত্বা রূপে! চমৎকার