![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় যে প্রতিনিয়ত প্রবাহমান,ধাবমান,চলমান, স্রুতমান,অদৃশ্যমান। সময়ের মৃত্যু হচ্ছে যে ক্ষণেক্ষণে,প্রতিমুহূর্তে তা দৃষ্টিগোচরই বটে।সময় করে সময়কে নিয়ে আর ভাবা হয় না,বুঝা হয় না,বিশ্লেষণ করা হয় না।যার প্রয়োজনীয়তা,গুরত্ব সর্বক্ষণ বহমান কিন্তু তা অপর পৃষ্টার আবছায়ায় অবগাহন করে নেয়।
এক একটা মুহূর্ত,এক একটা সেকেন্ড প্রতিমুহূর্তে যে অতি মূল্যবান,স্বরণীয়,জীবনের চমকপ্রদ, বিস্ময়কর হয়ে উঠেবে সেটা সুনিশ্চিত জেনেও এতো অহমিকা,অবহেলা সময়ের প্রতি!সুগভির চিন্তার রেশ দীর্ঘঅবধি হেলাফেলায় সময়কে উপেক্ষা করা।
সীমাহীন সময় আছে ভেবে সময়কে তাচ্ছিল্য করার শুরু তো সেখান থেকেই কিন্তু সময়কে সময় দিয়ে গণণা করারোও যে সময় নেই সেদিকের ভাবার্থ বুঝা নিঃপ্রয়োজনীয় বোধদয় হয়।সময়ের সাগরে যেন ভরপুরে ডুবে আছি ভাবান্তরের মিশ্রণে!
ক্ষণেক্ষণে সময়ের রহস্যজনক মৃত্যুর খোজখবর যেন জটিল থেকে গুরতর,ভয়াভহ জটিল হতে থাকে।রহস্য উৎঘাটন,রহস্য সমাধানের জন্য যেন সময় করে আর সময় হয়ে উঠে না!
২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৭
মাকসুদ আলম মিলন বলেছেন: টাইম এন্ড টাইড ওয়েট ফর নান বাক্যটি যেন তা শুধু মুখের বুলি!!!!
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৭
জাহিদ অনিক বলেছেন:
সময় খুব জটিল বিষয়। টাইম ।
টাইম এন্ড টাইড ওয়েট ফর নান