![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহনীয় তাপমাত্রাকে ঘ্রাস করে দখল করে নিয়েছে রেকর্ডগড়া অসহিঞ্চু শীতকাল। শীতের সফলতাকে তুরি দিয়ে শির শির করে ধেয়ে আবিষ্ট করে আচ্ছাদিত শীতলতার সীমাহীন গর্জন শীত আসছে ......।রক্ত হিম সাথে রন্ধ্যে রন্ধ্যে আকুতি" উষ্ণতা চাই"। সূর্যকে পাত্তা না দিয়ে, পলিথিন,গাড়ির টায়ার, খ্যাড় জ্বালানোর তীব্র প্রতিক্রিয়ার শীত। গরম কাপড় পরিধানের স্টাইলিস শীত।জমে যাওয়া শীত,মাতিয়ে দেয়া শীত, উত্তাল পাত্তাল শীত।
শীতকে পুঁজি করেই সিগারেট খাওয়ার মতো মুখ দিয়ে ধোয়া ভূস্মিভূত করার অভিনব কৌশল আয়ত্ত করা।দুহাত প্যান্টের পকেটে কিংবা পরিহিত গরম কাপড়ের গুজে রাখা নতুবা বগলের তলে কিংবা পিছনে দুহাত কব্জায়ে জড়োসড়ো হয়ে গুগিয়ে চলা।মাফলারের রকমফের ঢংয়ে বেধে কান-মুখ-নাক গরম করার প্রক্রিয়া কিংবা মুখোশধারী কানটুপি,মানকিটুপিতে নিজেকে ভিন্নগ্রহের প্রাণীতে রূপান্তর করা।শীতে চিকন মানুষ চিমষে ন গিয়ে ফুলে ফেটে যাওয়ার উপক্রমের প্রবাহচিত্র হরহামেশাই লক্ষ্যনীয়। অযথা হাত ডলাডলি করে সহনীয় মাত্রায় ঘুষ খাওয়ার পায়তারা না করে একটু উঞ্চতার জন্য সকলেই যেন মরিয়া। দাঁতেদাঁত চেপে শীতের পোশাকে স্মার্ট দেখাতে কারো সান্নিকি উঠে যায় আবার কারো হার না মানা ওভার স্মার্ট ভাব নিতে শরীরের সবকটা লোম সটান দাড় করিয়ে অবশেষে নিউমোনয়ার কাছে কড়জোরে ক্ষমা চাইতে হয়।অসহনীয় শীত বাধ্য করে লেপ-কম্বলের মায়ায় জড়িয়ে রাখতে।
খন্ডকালীন শীত জম্ম দেয় অখন্ডকালীন বিতৃঞ্চার,অভিযোগের,বৈষ্ণম্যতার।শীতে লুটুপুটি খেতে খেতে খেয় হারিয়ে অনেকেই ব-কার শ-কার লেপ্টে দেয় শীতের গায়ে।শীতের মাত্রাকে প্রকাশ করতে উপমার যেন শেষ নেই.... অসহ্য ....তীব্র.... ভয়াবহ.... তো আছেই সাথে আতঙ্কিত শীত.... দুদূর্ষ শীত.... বেমানান শীত....এখন যেন ঘনীভূত শীতের ভরাডূবিতে কাঁপছে পুরোদেশ বলতে বাধ্য করে।
১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:০৮
মাকসুদ আলম মিলন বলেছেন:
২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:২৭
সাদা মনের মানুষ বলেছেন: ছবিটা চমৎকার
১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:০৯
মাকসুদ আলম মিলন বলেছেন:
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৩
আকিব হাসান জাভেদ বলেছেন: শীতের তীব্র ঠান্ডায় সকাল সকাল পানির গায়ে আলতোভাবে হাত রেখে গোসল না করার লোকের সংখ্যাও বেড়ে যাচ্ছে । শীত আসলে অনেক কিছুই জানান দেয়। তবে ছবিটা দেখে ছোট কালের রোদের অপেক্ষায় থাকা কোয়াশা ডাকা পরিবেশটা মনে পড়ছে। ভালো লাগলো পড়ে।
১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:১০
মাকসুদ আলম মিলন বলেছেন: ধন্যবাদ
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৪
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ। পোস্ট ভাল। তবে বানান ভুলের অন্ত নেই। এসব ব্যাপারে আরও যত্নবান হওয়া প্রয়োজন। একটা লেখা পোস্ট করার পূর্বে বারবার পড়ুন। সংশোধন করুন। আবার দেখুন। তারপর নির্ভুল মনে হলে তখন সেটা পোস্ট করুন।
প্রথম প্যারা থেকে আপনার ভুল বানানে লেখা কয়েকটি শব্দের উদাহরন দিচ্ছি-
'ঘ্রাস' নয় 'গ্রাস'।
'তুরি' নয় 'তুড়ি'।
'রন্ধ্যে' নয় 'রন্ধ্রে'।
'সীমাহীন গর্জন শীত' বলে কোনও কথা হতে পারে না। 'সীমাহীন শীত' বললেই কথাটার সৌন্দর্য্য বজায় থাকে।
'সূর্য' নয় 'সূর্য্য'।
'খ্যাড়' নয় 'খড়'।
'উত্তাল পাত্তাল' নয় 'উথাল পাতাল'।
ভাল থাকুন। শীতের সকালের কুয়াশাভেজা শুভকামনা।
১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:১৪
মাকসুদ আলম মিলন বলেছেন: তাড়াহুরার মধ্যে ছিলাম পুনঃরায় ইডিট করে ঠিক করতে ভুলে গেছি।ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: অন্যান্য বছরের তুলনায় এ বছর আমার শীত বেশি লাগছে।
১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:১৪
মাকসুদ আলম মিলন বলেছেন: আবার জিগায়
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৩
খায়রুল আহসান বলেছেন: ভরাডূবি কথাটা, খোদ শিরোনামেই বানান ভুল ছাড়াও, এখানে মানানসই হয় নাই।
১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:১৬
মাকসুদ আলম মিলন বলেছেন: শিরোনামটা আপনার বোধগম্য হয় নাই মনে হয়
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৪
খায়রুল আহসান বলেছেন: তবে ছবিটা খুব সুন্দর হয়েছে বৈকি!
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১
সৈয়দ ইসলাম বলেছেন: বানান ভুল সত্যেও প্রকাশ ভঙ্গি ভাল লাগলো। ধন্যবাদ
১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:১৬
মাকসুদ আলম মিলন বলেছেন: ধন্যবাদ
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৪
কামরুননাহার কলি বলেছেন: ছবিটি ভালো লেগেছে।
১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:১৬
মাকসুদ আলম মিলন বলেছেন:
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৫
সাইন বোর্ড বলেছেন: এই টুকু শীতেই এত কথা !
১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:১৭
মাকসুদ আলম মিলন বলেছেন: হে হে হে শীত বলে কথা
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৫৫
চাঁদগাজী বলেছেন:
গ্লোবেল ওয়ার্মিং এর ফলে চরম আবহাওয়ার কবলে পতিত হবে বিশ্ব, প্রস্তুতি নেন