![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘন কালো গাড়ত্বে,
আধারের বিশেষত্ব ।
আবছায়ায় আলোয় জীবন বিন্যাস্ত,
গোঁজামিল সভ্যতায় সবাই ব্যস্ত ।
সেদিন মিলিয়েছে আঁধার
জ্বলেছিল আলো ।
আজ জমেছে আঁধার,
নিমিজি্জত আলো!
মৃদুকম্পিত আশার বাণীতে,
কোণঠাসা আলো!
এসেছে সুদিন বলে,
আলোতে আঁধার যেন বিশেষত্ব ঝাঁঝালো!
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।