![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড গড়া প্রশ্নফাঁস! এ বিষয়ে মন্ত্রীর প্রতিক্রিয়া নিয়ে করা ইন্টারভিউটি সম্পূর্ন কাল্পনিক। বাস্তবের সাথে এর কোন অসামঞ্জ্যতা নেই। কাকতালীয় ভাবে যদি কোন ভাবে মিলে যায় তাহলে তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না…….
আ.জ: প্রতি বছর রেকর্ড গড়া পাশের হারের সাথে সাথে বাড়ছে প্রশ্নফাঁস হওয়ার রেকর্ড! জাতি এ বিষয়ে আপনার অভিমত জানতে চায়, যদি একটু ফাঁস করতেন ক্যামেরা অন করার ২-৩মিনিট আগে…
মন্ত্রী: এ নিয়ে রাজনীতি করার কিছু নাই। আমি ঘুমে থাকি আমার হিসেব থাকে না! যেহেতু প্রশ্ন ফাঁস হওয়ার জিনিস ফাঁস হবেই,আমি ১৯৬১ সালে এসএসসি পাঁশ করেছি তখনো প্রশ্নে পরীক্ষা হতো প্রশ্ন ফাঁস হতো। প্রশ্ন তো আর ঢাকা শহরের জ্যাম নয় যে ঘন্টার পর ঘন্টা আটকিয়া থাকবো । আপনি দেখেন ২-৩ ঘন্টার আগে যেমন রাস্তার জ্যাম ছুটে না প্রশ্নফাঁস কিন্তু ঠিক ঐ ২-৩ ঘন্টা আগেই ফাঁস হচ্ছে । এতে আমাদের কিছু করার নাই..
আ.জ: “প্রশ্নফাঁস নতুন কিছু না” এই অসামান্য বুঝার মতো (বোকার মতো) কথা বলে আপনারা কি আপনাদের দূর্বলতাকে ধামাচাপা দিতে চাচ্ছেন?
মন্ত্রী: “ধামাচাপ” এ আর নতুন কি? প্রতি ইশ্যুতেই তো হচ্ছে। প্রশ্ন ফাঁস ঠেকানো না গেলেও গোমর ফাঁস তো ঠেকানো সম্ভব জনগণের সামনে..এই আর কি।
আ.জ: প্রশ্নফাঁস করে আপনারা কি মেধাশূন্য জাতিতে রূপান্তর করতে চাচ্ছেন ?
মন্ত্রী: দেখুন পৃথিবী কিন্তু শূন্যের উপর ভাসছে এটা আপনার মাথায় থাকা উচিত। বৈজ্ঞানিক তথ্য মতে, আমরা শূন্য থেকে তৈরী আবার শূন্যতেই মিলে যাবো। এখানে মেধাশূন্য তো তুচ্ছ ব্যাপার মাত্র। আর সবচেয়ে বড় কথা জাতি মেধাশূন্য না হলে, রেকর্ড গড়া দূর্নীতি করে ব্যাংকের টাকা ফাঁকা করে গদিতে থাকা মুশকিল হয়ে পড়বে। ফলে বুঝতেই পারছেন (চকচক করা টাক মাথায় হাত বুলিয়ে কিঞ্চিত শুকনো হাসি হেসে) মাথা ঠান্ডা রেখে কিভাবে কার্যসিদ্ধ করা যায়।
আ.জ: “শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত” এমন দাবি সংসদে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে আপনার কোন মন্তব্য আছে?
মন্ত্রী: আমার মন্ত্রীত্ব থাকাকালে প্রশ্নফাঁস হচ্ছে এইটা ঠিক কিন্তু আমি তো আর প্রশ্নফাঁস করছি না। এ দেশে কত মন্ত্রীর কত কিছু (দূনীতি,স্কেন্ডেল) ফাঁস হয়,৪হাজার কোটি টাকা কোন টাকাই না.... বলে তাদের কিছু হয় আর প্রশ্নফাঁস এটাতো তুচ্ছ ব্যাপার মাত্র। এই শিক্ষা ব্যবস্থা অনুন্নয়ের জন্য কত কিছুই না করছি, প্রশ্ন পত্রে ভুল,পাঠ্য বইয়ে ভুল,দুই ঘন্টায় সাতটা সৃজনশীল কি কম কমনসেন্সের বিষয়! ভুলে ভরা জীবনে পদত্যাগের দাবি জানানোটা নির্ভুল (থুক্ক) ভুল এবং সংঘতিপুর্ণ (দূরু) অসংঘতিপূর্ণ নয়কি ?
আ.জ: প্রশ্নফাঁস (বন্ধ) করতে আপনারা নতুন কি কি পদক্ষেপ নিচ্ছেন ? প্রশ্নফাঁস কারীদের উদ্দেশ্যে যদি কোন মন্তব্য থাকে আপনার…
মন্ত্রী: আমি আবার বলতে বাধ্য হচ্ছি,প্রশ্নফাঁস নতুন কিছু না। একটা জিনিস পাইছেন আর খুচাচ্ছেন। প্রশ্নফাঁস এই মিডিয়ারি সৃষ্টি। আমি ইতিমধ্যে প্রশ্নফাঁস কারীকে ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছি,ইন্টারনেট বন্ধ রাখতে বলেছি কিন্তু কোন কাজ হয়নি। কাজের মধ্যে একটা কাজ হয়েছে এখন ঘোষণা দিয়ে প্রশ্নফাঁস হচ্ছে! এ কেমন প্রশ্নফাঁস কারী! প্রশ্নফাঁস (বন্ধ) করতে নতুন পদক্ষেপ বলতে, টিক চিহ্ণ উঠিয়ে দেয়া আর আর নয়তো পরীক্ষা পদ্ধতিতে ওপেন বুক পদ্ধতি যোগ করে দিবো….! দেখি পদক্ষেপগুলি সফল হয় কিনা,আমি তো আবার ঘুমে থাকি আমার হিসেব থাকে না!!!!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৮
মাকসুদ আলম মিলন বলেছেন: একবার পড়েই দেখেন..
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬
সৈয়দ ইসলাম বলেছেন:
উপরের দু'লাইন শেষে লেখলে হয়ত চাঁদগাজী ভাই পড়তেন।
মাননীয় মন্ত্রীমহোদয়ের সুবুদ্ধি উদয় হোক, এটাই কামনা করি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৪
মাকসুদ আলম মিলন বলেছেন: নিজেরাই যেখানে দূর্নীতি করে সেটাকে দূর্বুদ্ধি বলাটাই শ্রেয় ......।!!!
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: প্রশ্নপত্র ফাঁস দেশের জন্য অশনি সংকেত। এর ফলাফল জাতীকে অনেকদিন ভূগতে হবে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৭
মাকসুদ আলম মিলন বলেছেন: অনেক দিন ধরেই তো থামছে না....তাহলে সেটা অনন্ত কালই...।!!!
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৮
শাহিন-৯৯ বলেছেন: মোগল আমলেও কিন্তু প্রশ্নফাঁস হয়েছিল- আমি স্বাক্ষী!!!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯
মাকসুদ আলম মিলন বলেছেন: শাজাহান.....!!!!
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০০
নূর-ই-হাফসা বলেছেন: ওনার কথা গুলো মজার । বেচারার জন্য মায়ায় হচ্ছে ওনার কথা কেউ গায়ে লাগায় না ।
যে লোক দূর্নীতি তে অনুমতি প্রকাশ্যে দিয়ে থাকেন , তার কথা কেউ তখন গায়ে না লাগানোই স্বাভাবিক ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩
মাকসুদ আলম মিলন বলেছেন: আমাদের দেশের মন্ত্রীবর্গরা সবকিছু স্বাভাবিক চোখেই নেয....স্বাভাবিক করতে চেষ্টা করে....আর আমরাও স্বাভাবিক চিন্তা করি..!!!!
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৪
নিরাপদ দেশ চাই বলেছেন: কার এত ফটোজেনিক মেধা যে দুই ঘন্টা আগে ফাশ হওয়া প্রশ্নের উত্তর মুখস্থ করে হলে গিয়ে লিখে আসবে?
বাঙ্গালীর ব্রেইন ''ফটোজেনিক'' না।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪
মাকসুদ আলম মিলন বলেছেন:
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭
রাজীব নুর বলেছেন: বাইবেলে স্যামসন নামক বীরের উল্লেখ আছে। তিনি খালি হাতেই একটা সিংহকে ছিন্নভিন্ন করে ফেলেছিলেন। আবার যখন সেখানে ফিরে এলেন, দেখলেন একঝাঁক মৌমাছি সিংহটির মৃতদেহকে আশ্রয় করে মৌচাক বানিয়েছে, যেখানে সঞ্চয় করেছে মধু।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭
মাকসুদ আলম মিলন বলেছেন: আর সেটাই বানানোর অভিপ্রায়....
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১
নতুন বলেছেন: প্রশ্নপত্র ফাস কোন রোগ না এটা সমাজের ভন্ডামী রোগের একটা লক্ষন মাত্র...
আগে ফাসের সাথে গুটি কয়েক মানুষ থাকতো... তারা চেস্টা করতো প্রেস থেকে ছাপানোর প্রকৃয়ার সময় কপি নেওয়া যায় কিনা।
এখন প্রতি স্তরেই শিক্ষকরাও চেস্টা করে যদি একটা কপি বাইরে পাঠাতে পারে..
এখন ৯০% বা বেশি অভিভাবকই চাইবে তার সন্তানের জন্য প্রশ্নপত্র কিনে দিতে...
যেই জিনিসের চাহিদা বেশি তার বাজারে যোগান বেশি থাকবেই...
বত`মানের শিক্ষা মন্ত্রী ভালো মানুষ... তাকে দিয়ে এই সমস্যার সমাধান হবেনা। কিন্তু আমার মনে হয় না বত`মানের সরকারের মন্ত্রী সভার কেউ আছেন যে এই সমস্যার পেছনের কারন খুজে সমাধান করতে পারেন।
এখন প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নপত্র ব্যবস্তার আরো পরিবত`ন আনতে হবে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭
মাকসুদ আলম মিলন বলেছেন: মুখে পরিবর্তনের জোয়ারে ভাসালেও কাজের পরিণতিতে তা ভাসমানই বটে......!!!
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫
সাহসী সন্তান বলেছেন: রম্য ভাল হইছে! তবে এগুলো তো এডিট করা যায় ভাই?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯
মাকসুদ আলম মিলন বলেছেন: আপন জনরে বিশ্বাস করলে যা হয়......!!!!!
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৪
চাঁদগাজী বলেছেন:
বাস্তবতার সাথে মিল না থাকলে আমি পড়তে যাচ্ছি না