![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোটা সংস্কার নিয়ে পক্ষপাতিত্ব করার কি আছে
আন্দোলন কতটা যৌক্তিক সেটা আগে দেখুন.....
১) সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা যা বিশ্বের কোন দেশে নেই!
২) কোটার ভিত্তিতেই যদি সরকারি চাকরি এতো সহজ হয় তাহলে মেধাবীদের কি হবে ভেবে দেখেছেন কি?
৩) কোটা ভিত্তিক নিয়োগের কারণেই প্রতিবছর দেশে শিক্ষিত বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে
৪) দেশের নড়বড়ে অবস্থার জন্য এই কোটা ভিত্তিক নিয়োগ যথেষ্ট দায়ী
৫) মেধাবীদের মেধা কাজে লাগানো যাচ্ছে না
৬) চাকরীকে সোনার হরিণ বানানোর পিছনে কোটায় আষ্টেপিষ্টে জড়িত
৭) যেকোন সরকার আমলে কোটা ভিত্তিক নিয়োগ বেড়ে যাওয়ার কারণে একতরফা রাজনীতি বেশি কায়েম হয়
৮) ইচ্ছেমতো কোটা নিয়োগে রাজনৈতিক দলের পাল্লা ভারী হয় তো বটেই সেইসাথে বিরূপ প্রভাব পরে দেশের উন্নয়ন অবকাঠামো গুলোতে
৯) সমাজে বৈষম্য বাড়ার অন্যতম কারণ এই কোটা ভিত্তিক নিয়োগ
১০) দূর্নীতি,ক্ষমতাগিরির দাপটের মূলে এই কোটা
কোটা নিয়ে খোঁচাতে তাদের আঁতে গা লাগছে...সাপের লেজে পারা দেয়া যাকে বলে আরকি....তাদের বিস্ফোরক মন্তব্যে তা সহজেই অনুমেয়। ইচ্ছা মতো কোটা সাজিয়ে ইচ্ছা মতো দাপিয়ে বেড়ানো,দলের বাইরে বড় কোন পদ খালি না রাখাকে খুব চৌকষ ভাবে কাঠামোবদ্ধ রাজনীতি ছাড়া আর কি দিয়ে সঙ্গায়িত করা যায় ...??????
আমাদের দেশের সবদলের রাজনৈতিক কৌশল যে আমলাতন্ত্রে বিশ্বাসী তন্ত্র সে মুখোশ এই আন্দোলনের উন্মোচিত হচ্ছে......
১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৯
মাকসুদ আলম মিলন বলেছেন: ইনশাআল্লাহ
২| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কোটা একেবারেই বাতিল করতে হবে।
১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩১
মাকসুদ আলম মিলন বলেছেন: সেটাই যুক্তিযুক্ত হবে....
৩| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৬
ঢাবিয়ান বলেছেন: পক্ষ এখন দুটো ।কোটা প্রথা রাখার পক্ষে বা বিপক্ষে। মাঝামাঝি আর কোন অবস্থান নাই। দেশের প্রতিটি মানুষকে এখন এই দুই পক্ষের একটিকে বেছে নিতে হবে।
১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩১
মাকসুদ আলম মিলন বলেছেন: এটাই সবার দাবি...
৪| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৮
রোকনুজ্জামান খান বলেছেন: মুক্তি যুদ্ধ করেছিল দাদায়
ভাতা পায় ফুপায়
এরকম কোটার কি দরকার।
১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৪
মাকসুদ আলম মিলন বলেছেন: মুক্তিযুদ্ধ করে অনেক দেশই স্বাধীন হয়েছে...কিন্তু নাতি নাতনি,ফুপা ফুপি কোটা বিরল....
৫| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৪
সৈয়দ তাজুল বলেছেন: আন্দোলন সফল হোক
১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৮
মাকসুদ আলম মিলন বলেছেন: সেটাই সবার কাম্য.....
৬| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৩
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা দূরদর্শী একজন মানুষ,
তাঁকে আরো ঠান্ডা মাথায় এসব নিয়ে ভাবতে হবে।
১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
মাকসুদ আলম মিলন বলেছেন: “চাকরি” কোটাদারীর হাতের মোয়া...
আর আমাদের সোনার হরিণ ছোয়া.....!!!
৭| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৮
হাসান রাজু বলেছেন: রাজনৈতিক দলগুলোর বিভিন্ন পদে কোটা পদ্ধতি চালু হওয়া উচিৎ । দলের প্রধানকে অবশ্যই মুক্তিযুদ্ধা হতে হবে । এবং প্রধান ও উপরের দিকে অন্তত ৫/৭ টা পদ থাকবে মুক্তিযুদ্ধাদের জন্য বাধ্যতামূলক পদ ।
১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
মাকসুদ আলম মিলন বলেছেন: ভালো বলছেন.......
৮| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
হাঙ্গামা বলেছেন: যথারীতি আমাদের আন্দোলন পাছার মত দুই ভাগে ভাগ হয়ে গেল।
৯| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: @ হাঙ্গামা। সেই চিরাচরিত পাকিস্তানী, রাজাকার ট্যাগ দিয়ে যৌক্তিক আন্দোলনকে নস্যাৎ করা...
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯
দিবা রুমি বলেছেন: আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ।
শ্লোগান একটাই, কোটা পদ্ধতি বাতিল চাই, সকল নাগরিকের অধিকার চাই