![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পার্থক্য,ভিন্নতা কিংবা বৈষম্যের কারণে আমাদের মাঝে ভাগ এবং বিভক্তির সূত্রপাত। বাংলা শব্দে বিভক্তি সাত প্রকার হলেও বন্ধুদের সাথে বিভক্তি যেন সাত পাঁচের এক অভিনব খেলা। বন্ধুদের একটা গ্রুপ থেকে উঠে এসে অন্য গ্রুপের সাথে যতসামান্যই খাপ খায় না। চিন্তাধারা,কথাবার্তার ক্লাইমেক্স বুঝে উঠা কঠিন ব্যাপার। স্বভাবের বৈচিত্রতায় আহামরি সীমাবদ্ধতা বলাইবাহুল্য। বাংলা শব্দের বিভক্তির সাথে মিল রেখে সাত পাঁচের বন্ধুদের সাত প্রকার ভাগ এবং বিভক্তি একটু বাজিয়ে কিংবা চেখে দেখাই যাক......
(১)
প্রথমা বা শূণ্য বিভক্তি
=> এরা নিজেকে প্রথম এবং অন্যদিগকে শূন্য বলে প্রমাণ করতে সবসময় নিজেকে ব্যস্ত রাখে। আমার এই আছে সেই আছে তো আমি, এই পারি তো সেই পারি! কত তালছিড়ে উল্টায়া পারে কে জানে?
=> ফাপর কাহাকে বলে কত প্রকার এদের সান্নিধ্যে না আসলে আপনি চিন্তাই করতে পারবেন না!
=> নিজেকে সব সময় সলিড রাখতে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর কৌশল তাদের মাথায় গিজগিজ করে।
=> এদের মুখে সব সময় খই ভাজা যায়। না পারে তো ইট,রড পর্যন্তও গ্যাজ গ্যাজ করে ফালা ফালা কইরা ছাড়বো।
=> প্রথম কাতারে এগিয়ে থাকা এরা বন্ধুদের মাঝে বিভক্তি কিংবা তুলনা করতে সব সময় মরিচা ধরা পেরেকের মতো খাড়া হয়ে থাকে।
২| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৫১
কাওসার চৌধুরী বলেছেন: এই কারণে বাঙালিরা বিভক্তির বড়ই ভক্ত। আমরা চেতনার নামে জাতিকে বিভক্তি করি। ধর্মের নামে জাতিকে বিভক্তি করি। অর্থের গরমে জাতিকে বিভক্ত করি। ক্ষমতার কারণে জাতিকে বিভক্ত করি।............ আরে কত শত বিভক্তি লেখে শেষ করা যাবে না।