![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাগ্রহে সকল গিলছে অবিশ্বাস,
পত্র পত্রিকার বিলাপধ্বনিতে হচ্ছে নাবিচ্ছ্বাস!
শঙ্কায় শঙ্কিত রাজনীতিবিদদের আশ্বাস,
কৌতুহলের কুজ্ঝটিকায় হতবিহ্বল হতাশ!
আত্নপ্রত্যয়ে বিকৃত বিভীষিকাময় কাল,
হুটহাট আহমরি আন্দোলনের মশাল,
ব্যাক্তিগত স্বার্থন্বেষী স্বার্থে গোলমাল।
অলেখিত অনিয়মের অন্বেষণে ওয়াকিবহাল!
বৈসাদৃশ বৈষম্য ভয়াবহ ভাবে বিচিত্র,
আশ্চর্য আতঙ্কে আহাজারি আয়োজিত,
উগ্রতার উচ্চ্বাস উপুর্যপুরী উন্নত,
অদ্ভুত-অমূলক অনুসূচনা অতিরঞ্জিত!
০৩ রা মে, ২০১৮ সকাল ৯:৪৫
মাকসুদ আলম মিলন বলেছেন: কটিন করেই লিখছি যে....
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৮ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: কবিতা সহজ সরল হয়নি। খুব কঠিন হয়েছে।