![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্রিকেটে রাজনীতি চলে কথাটা হরহামেশাই শুনা যেতো; সেই সাথে কানাগুসা উঠতো অমুক খেলোয়ার এতো ভালো খেলেও জাতীয় দলে জায়গা না হওয়ার কারণ বুঝি এই ক্রিকেটীয় রাজনীতি । গায়ে রাজনীতি সিল মারা ছাড়াও দেশের জন্য ভালো ভালো কাজ করা অসম্ভব নয়। কিন্তু মাশরাফি,সাকিবের হুট করে রাজনীতি দলে জড়ানোর ঘোষণা সুখকর সংবাদ নয়।
তদুপরি নায়ক,গায়ক,অভিনেতা,অভিনেত্রী,ক্রিকেটার,সেলেব্রেটিদের রাজনীতিতে জড়ানো আমার কাছে অসামজ্ঞস্য পূর্ণ এবং অযৌক্তিক বলে মনে হয়। রাজনৈতিক দলের সুবিধার্থে এবং তাদের কার্য হাসিল করতেই মূলত তাদের ‘ঢাল’ হিসেবে ব্যবহার করা হয়। এর বাইরে কিচ্ছু না। এখন একটা কথা বলতে খস খস করছে (তারা রাজনীতির কি বুঝে)!!!
মূলত সেলেব্রেটি ভক্তদের দলে টানার জন্য, দল ভারী করাই তাদের মূল উদ্দেশ্য। শাখের করাত হিসেবে,পলেটিক্সের টিক্স হিসেবে তাদের ব্যবহার করে যেকোন রাজনৈতিক দল।
এটা সর্বোপুরি ভুল সিদান্ত ম্যাশ,সাকিবদের! একদল আম জনতা আছে তারা বলতাছে, তারা তো দেশের উন্নয়নের জন্যই কাজ করবে,মাথামোটা রাজনৈতিক ব্যক্তিদের বদলে যদি তারা নেতৃত্ব দেয় তাহলে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের আমূল পরিবর্তন হবে। যারা এমন টা ভাবছে তারা বোকার রাজ্যেই বাস করছে। রাজনৈতিক দলেরা তো বইসা আছে তাদের বড় কোন দায়িত্ব দিতে, তাই না? পুরো দেশের রাজনৈতিক শৃঙ্খল তাদের হাতে তুলে দিতে?
আর এ কথাও মনে রাখা উচিত দেশের উন্নয়ন,ভালো কাজ করতে রাজনীতি কোন দলের সিল কিংবা আশ্রয় লাগে না, হতে হয় ভালো মানুষ, লাগে ভালো মনমানসিকতা পরিচয়। রাজনৈতিক কোন পরিচয়ের প্রয়োজন পড়ে না। আর এর প্রমাণ মাশরাফি,সাকিব অনেক আগেই দিয়েছে, তবে কেন এই সিদান্ত নিয়েছে তারা...আপসুছ এবং আশঙ্কা দুটোই হচ্ছে এখন..!
৩১ শে মে, ২০১৮ রাত ৩:৫৫
মাকসুদ আলম মিলন বলেছেন: ভা্ই... ফিলোসফি ধরে কাজ করা তো বড় বিষয় না..বড় বিষয় হচ্ছে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এসে নিজের ডিমান্ড ছাপিয়ে অন্যকে জাহির করা ..!!!
২| ২৯ শে মে, ২০১৮ রাত ৯:৪১
মোছাব্বিরুল হক বলেছেন: আছি বেশ রঙে জন্মিয়া বঙ্গে...................।
৩১ শে মে, ২০১৮ রাত ৩:৫৮
মাকসুদ আলম মিলন বলেছেন: আরো আলামত হাজির হচ্ছে..থাকেন সামহয়ারইন ব্লগ এর সঙ্গে....
৩| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখক?
আমি বারবার বলি, রাজনৈতিক পোস্ট দিলে সমালোচনার দরকার আছে। কিন্তু আপনার অনেকেই পোস্ট দিয়ে ডুব মারেন! আরেকটু সময় দিতে পারলে ভাল হয়!!
আমার কাছে এই পোস্টটি শ্রদ্ধেয় চাঁদগাজীর লেখার চেয়ে ভাল লেগেছে। কিন্তু প্রতিউক্তরে আপনার তার ধারেকাছেও নেই!
@'এখন একটা কথা বলতে খস খস করছে (তারা রাজনীতির কি বুঝে)!!!
--- ওরা সারা জীবন ২২ গজে বল আর ব্যাট ঘুরিয়েছে!
এখন দেখি রাজনীতির মাঠে কি করে??
৩১ শে মে, ২০১৮ ভোর ৪:০০
মাকসুদ আলম মিলন বলেছেন: কি আর করবে.. রেকর্ড গড়বে....! যা ক্রিকেট ইতিহাসে নেই...
৪| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:১৮
একাল-সেকাল বলেছেন: ইফতার পরবর্তী একান্ত আলোচনায় ম্যাশ কি বাধ্যতামূলাক নৌকার মাঝি?
সাকিবের নৌকা তো আরো আগেই নোঙ্গর ছেড়েছে।
তামিম মুশফিক কেও নৌকা প্রতীক দিলে
টাইগার ক্রিকেট টাইগার লীগে কনভার্ট হয়ে যাবে বলেই জাতির প্রত্যাশা
৩১ শে মে, ২০১৮ ভোর ৪:০৩
মাকসুদ আলম মিলন বলেছেন: এতো কথা লিক করেন কেন ভাই ... নাম বললে চাকির যাওয়ার হুমকি আসবে..!!!!
৫| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:৪৪
জুন বলেছেন: ছেলেগুলোর দেশব্যাপী জনপ্রিয়তায় ধ্বস নামা ছাড়া আর কোন বেনিফিট হবে না।
৩১ শে মে, ২০১৮ ভোর ৪:০৬
মাকসুদ আলম মিলন বলেছেন: সত্যিকার অর্থে প্রশ্নটা এখানেই...
৬| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:০৫
হাঙ্গামা বলেছেন: রাজনীতি তার অধিকার। সে তার অধিকার ফলাইতেছে, এইটা নিয়া সমালোচনার কোন সুযোগ নাই।
৩১ শে মে, ২০১৮ ভোর ৪:০৫
মাকসুদ আলম মিলন বলেছেন: সিরিয়াসলি..!!! এইটা নিয়া রাজনীতি করার কিছু নাই...!!!!
৭| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:৫৮
রাজীব নুর বলেছেন: তারা কি পারবে? আসলে সরকার তাদের পরিচালনা করবে।
৩১ শে মে, ২০১৮ ভোর ৪:০৭
মাকসুদ আলম মিলন বলেছেন: সেটাই তো স্বাভাবিক..
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৮ রাত ৯:৩১
নতুন বলেছেন: মাশরাফি ভালো মানুষ.... তাই তিনি যদি তার ফিলোসফি ধরে রেখে কাজ করতে চায় তবে মানুষ তাকে ভালো ভাবে নেবে।
শেখের নাতী, জিয়ার ছেলে এই ভাবে নেতা হতে হবে?