নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক কথার কিছু কথা

মালেক চৌধুরী

মালেক চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আর বসে থাকা যায়না,বসে থাকা উচিত না –

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৪



এই সুন্দর পৃথিবীটাকে জ্বালিয়ে ছারকার করে দেয়ার এবং নিরীহ ও শান্তিপ্রিয় মানুষদের মান-সম্মান,ধন-সম্পদ,সন্তান-সন্ততি,বাস্তভিটা সহ সব কিছু কেড়ে নেয়ার।নিরপরাধ মানুষকে যে কোনো অযুহাতে হত্যা করার।যত টুকরো,যত বিভাজন করা যায় তা প্রতিনিয়ত করে হিংসা-বিদ্বেষকে জিইয়ে রাখার।যত নুংরামি,অসভ্যতা,অভদ্রতা,অন্যায়-অবিচার জগতটাকে ডুবিয়ে দিতে সাহায্য করবে সেসবের চর্চা, প্ররোচনা ও প্রচারণা সহ সকল আয়োজন আজ সম্পন্ন।আর এই কাজে সকল পক্ষ কমবেশি অংশগ্রহন করছি শুধু মাত্রা ও পন্থা ভিন্ন। এই আগুনে আগে-পরে সবাইকেই পুড়ে মরতে হবে।আগুন কিন্তু শত্রু-মিত্র কাউকে চেনেনা,তার কাজ জ্বালিয়ে দেওয়া,পুড়িয়ে মারা।যারা ধরি মাছ না ছুঁই পানি তারা সকল পক্ষের মাঝখানে পড়ে মরবে সকলের আগে।যারা আগুন ছড়িয়ে দিতে বা আগুন আমদানি করতে চায় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তারা পিছনে ফিরে আসার আর কোনো পথ খোঁজে পাবেনা,কারণ সে’পথ ঘরে ফিরে আর আসেনা।সুতরাং,সকলের শুভবুদ্ধির উদয় হওয়ার এখনই সময়।সময় নষ্টের সময় হাতে আর নেই।ঐক্যবদ্ধতা,সহনশীলতা,সার্বিক বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সচেতনতা,ধর্য্য,দূরদর্শিতা,উদারতা ইত্যাদি বিষয় বিবেচনায় রেখে যার যার অবস্থান থেকে দেশ,জাতি ও সমাজ সংস্কারের কাজে অংশ গ্রহণ করা উচিত এবং এ’কাজ এখনই শুরু করতে হবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩৫

ফারুকুর রহমান চৌধুরী বলেছেন: এই ব্লগে আমিও আছি। দেখা হবে ইনশা আল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.