![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাতৃভূমিকে ভালোবাসেনা এমন একজন মানুষও এদেশে পাওয়া যাবেনা।তবে সকলের ভালোবাসার পরিমাণ,মাত্রা,ধরন এক নয়।কেউ দেশকে মায়ের মত ভালোবাসে,কেউ ভালোবাসে তার প্রাণের মত,কেউ ভালোবাসে প্রাণের চেয়েও বেশি।আবার কেউ ভালোবাসে ঠিক, তবে নিজের স্বার্থের চেয়ে বেশি না।কেউ ভালোবাসে তার রাজনৈতিক দলকে দেশের চেয়ে বেশি।কেউ ভালোবাসে তার ধর্মিয় আদর্শকে দেশের চেয়েও অধিক।এছাড়া কারো ভালোবাসা প্রকাশ পায় বা প্রকাশ করে আর কারো ভালোবাসা রয়ে যায় অপ্রকাশিত।কেউ দেশের জন্য কিছু করতে পারে,কেউ এই সুযোগ পায়না,কেউ কি করবে জানেনা,কেউ আবার সুযোগ পেয়েও করতে চায়না।তবে এরা সকলেই ভালোবাসে দেশকে যার যার মত করে।এর প্রমাণ,যদি ভালো না বাসতো তাহলে দেশ নিয়ে সবাই এতো কথা বলতো না, এতো লেখালেখি,এতো কথা কাটাকাটি,এতো ঝগড়াঝাটি হতো না।সবাই দেশকে ভালোবাসে তবে চায় সবাই যেন তার মত করে দেশকে ভালোবাসে।ভুলটি এই জায়গায়।সবাই যদি একটি বিষয় বুঝে নিতে পারতাম যে,একই মায়ের একাধিক সন্তান যেমন কেউ ডাকে মা বলে,কেউ ডাকে মাম্মি,কেউ ডাকে আম্মু।ডাকুক না তার মত করে,তুমিও ডাকো তোমার মত,মা-তো সকলের।তেমনি মাতৃভূমিতো সকলের, থাকুকনা সবাই যে যেমন থাকতে চায়।মায়ের কোলে মাথা রেখে শান্তির নিদ্রা যেতে দাওনা তোমার অন্য ভাইটিকেও।মায়ের আঁচলের নিচে আশ্রয় নিতে বাধা দেবে কেনো মায়ের অন্য সন্তানদেরকে? আসোনা সকল মত,সকল পথ,সকল ধর্ম ও সকল আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং যার যার নীতি,আদর্শ,মত ও বিশ্বাসকে সমুন্নত রেখে শুধুমাত্র দেশপ্রেমের এ্কটি মোহনায় একত্রিত ও ঐক্যবদ্ধ হয়ে ‘দেশ মা’-র আঁচলের ছায়া তলে সমবেত হয়ে সমস্বরে গাই- “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি”।
©somewhere in net ltd.