নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

মানুষ নামের অমানুষের দল!!

০১ লা জুলাই, ২০১৮ রাত ৮:৪৬




ঔই খালি যাবি? _
কই যাইবেন বাবা?
___কামারজানি...
____চলেন বাবা..উঠে বসেন..
রিক্সা চলতে শুরু করলো... রিকশায় বসে আছে
স্টাইলিস্ট সুমন। কানে হেড ফোন হাতে
মেয়েদের মত রাবারের চুড়ি এককানে
কানের দুল.. হাতে দামি সিগেরেট...দেখে
মনে হচ্ছে বারাক ওবামার ছেলে বসে
আছে... রিকশা চালাচ্ছে সুমনের বাবার
বয়সি এক চাচা...
হঠাৎ সুমন বলল ওই ম্যাচ আছে??
না বাবা আমি ছিগারেট খাই না..
সামনে একটা দোকানে দাড়া
সিগারেটটা ধরাই নেই..
অবশেষে সুমনের নির্ধারিত স্থান এসে
পড়লো.. ____বাবা এইটা কি দিলেন??
____কেন??কি হইছে???
____দারিয়াপুর থেকে কামারজানির ভারা ৩০
টাকা..আপনি দিতাছেন ২০ টাকা.. __
__আমার থেকে বেশি জানিস তুই??
বেশি কথা বল একটাকাও দিব না..
____বাবা আর পাচঁটা টাকা বাড়ায় দেন...
নইল ঠকা হইয়া যাইবো...
____২০ টাকা নিলে নে নাইলে নাই..
____অবশেষে মারের ভয়ে 20 টাকা নিয়েই
সেই চাচার প্রস্থান আর যে যে চাচা একটু
অধিকার আদায়ের চেষ্টা করবে তাদের জন্য
থাকবে উত্তমমধ্যম..
এমন ঘটনা আমরা সচারাচর করে থাকি..এখন
কিছু উদাহরন দেই দেখেন...
যখন গার্লফ্রেন্ড নিয়ে নামিদামি
রেস্টুরেন্টে যান তখন সার্ভবয়কে ২০/৩০
টাকা টিপ দিতে বাধে না..
যখন লিটনের ফ্লাটে অসামাজিক কাজে
স্থানিয় ছেলেদের নিকট ধরা খান তখন
৫০০/১০০০ টাকার সাথে কয়েয়টা উত্তমমধ্যমো
আপনাদের কাছে কোনো ব্যাপার না...
যখন কোন বন্ধুকে মাদক দ্রব্য খাওয়ান তখন
টাকার কোন হিসেব থাকে না...
এমন হাজারটা উদাহরন দেওয়া যাবে
একটানা... কিন্তু যারা খেটে খাওয়া মানুষ
যারা রক্ত পানি করে জীবনযাপন করেন
তাদের ক্ষেত্রে আমাদের মন এতো ছোট
হয়ে
যায় কেন বলতে পারেন????
ধিক্কার জানাই সুমনের মত মানুষ নামের
কুলাংগারদের

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:০২

সিগন্যাস বলেছেন: আমি প্রথম হইলাম :)

০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:০৬

কাইকর বলেছেন: হুম ধন্যবাদ আপনাকে

২| ০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:২৪

লায়নহার্ট বলেছেন: {রিকশায় ওঠার আগে ভাড়া ঠিক করে তবেই উঠা উচিত}

০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:৩৩

কাইকর বলেছেন: ঠিক বলেছেন ভাই।

৩| ০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ খেটে খাওয়াদের ঠকিয়ে পৈশাচিক আনন্দ লাভ করে।

০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:৩৫

কাইকর বলেছেন: হুম। এই জন্যই পৃথিবী থেকে এখনো অভাব-অনটন দুঃখ কষ্ট যায়নি। মানুষকে ভালবাসতে হবে।

৪| ০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: একদম ঠিক বলেছো ভাই কাইকর রিকশায় উঠলেই যত দরাদরি হোটেলে টিপস দিতে আমাদের গায়ে লাগে না।

০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:৫৭

কাইকর বলেছেন: এসব মানুষদের ঘৃণা করি

৫| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১০:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষ ঠকানোর চেয়ে খারাপ কাজ আর হয় না। যারা মানুষকে ঠকায় তারাও এক সময় ঠকে। কিন্তু বুঝতে পারে না। বা পারলেও অনেক পরে বুঝে।

০১ লা জুলাই, ২০১৮ রাত ১০:০৪

কাইকর বলেছেন: হুম ভাই। মানুষকে ঠকালে মৃত্যুর আগ মুহূর্তে হলেও তাকে ঠকতে হবে।

৬| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: নিত্যদিনকাল ঘটনা।

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:২৩

কাইকর বলেছেন: হুম

৭| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই কাইকর, মানুষের মাঝে আছে অমানুষ - অকর্মা, আর গাছের মধ্যে আছে আগাছা এরা ভয়ংকর জাতি - পরিবারের জন্য, পরিবেশের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, সমস্ত পৃথিবীর জন্য ও ।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪০

কাইকর বলেছেন: ঠিক বলেছেন ভাই

৮| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৯

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৩

কাইকর বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.