| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাইকর
ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)
আজ রাত ৯ঃ০৫ মিনিটে শুরু হবে ( NTV ) তে......
নাটকঃ আমার দোসর যে জন ।
রচনা ঃ জহির করিম ।
পরিচালনা ঃ রাহাত মাহমুদ ।
অভিনয়েঃ তৌসিফ মাহবুব,তালহা খান ও তানজিন তিশা।
প্রধান সহকারী পরিচালক ঃ মাসুদ খান।
সহকারী পরিচালক ঃ আব্দুল্লাহ আল মামুন,মির আরমান হোসাইন, সোহাগ ।
০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
কাইকর বলেছেন: হুম দেখে রিভিউ দিয়েন ।
২|
০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
রাজীব নুর বলেছেন: একবার এই পোষ্ট দিয়েছেন।
মাথায় আছে।
অবশয়ই দেখব।
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:০২
কাইকর বলেছেন: ওইটা ডিলেট করে দিয়েছি ।আর এইটা সাময়িক পোস্ট ভাইজান
৩|
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৬
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার পোস্ট , ধন্যবাদ
।
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৮
কাইকর বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।নাটক দেখে সময় করে একটা রিভিউ করবেন।
৪|
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৭
চঞ্চল হরিণী বলেছেন: আপনি কি এটার সাথে কোনভাবে জড়িত ?
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৮
কাইকর বলেছেন: আমি এটার সহকারী পরিচালক ।আমার পুরো নাম- আব্দুল্লাহ আল মামুন ।
৫|
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সহকারী পরিচালক তো অনেক থাকে। তা সহকারী পরিচালক হয়ে বিজ্ঞাপনের কাজ করছেন কেন?
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৯
কাইকর বলেছেন: কেমন বিজ্ঞাপন?? বড় ভাই এটা আমাদের জাগ্রত পথিকের কাজ।আজ থেকে দুই বছর আগে আমরা জাগ্রত প্রতীক নামে একটা সংগঠন খুলি।এই জন্য এতো বিজ্ঞাপন
৬|
০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪০
রানার ব্লগ বলেছেন: আচ্ছা !!!!
০৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৯
কাইকর বলেছেন: হুম
৭|
০৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৭
দৃষ্টিসীমানা বলেছেন: জনাব কাইকর নাটকটি দেখলাম , ভাল লাগল আশা করি আগামীতে আরও ভাল ভাল নাটক আমরা এন টি ভি তে দেখতে পাব , সেই রকম নাটক যে নাটক আমাদেরকে মরহুম হুমায়ন আহমেদের নাটকের মত চুম্বকিয় আকর্ষণে ধরে রাখেবে টি ভির সামনে , শুভ কামনা রইল ।
১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২০
কাইকর বলেছেন: ধন্যবাদ আপনাকে
৮|
০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৯
জুন বলেছেন: কাইকর আপনার নাটকটি লাইভ দেখা হলো না কারন তখন আমার উরুগুয়ে ফ্রান্সের কাছে হারছিল :'(
পরে ইউ টিউবে দেখবো ।
১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২০
কাইকর বলেছেন: দেখে জানাবেন
৯|
০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০২
রাজীব নুর বলেছেন: কোথায় আপনি?
ব্লগে আপনাকে দেখছি না কেন?
১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৯
কাইকর বলেছেন: আমি খুব অসুস্থ ।তাই ব্লগে আসা হয় না প্রিয় ভাই ।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
স্রাঞ্জি সে বলেছেন: বাড়িতে টিভি নাই।
তাই ইউটিউব এ দেখব।