নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

সাইকো কাইকর। ( ছোট গল্প)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৫


লালাভ চোখে সূর্য না ওঠা ভোর বেলার দিকে তাকিয়ে রয়েছি। কিছুটা ছিটগ্রস্ত পাগলের মত! চার দেয়ালে লাগানো কিছু ইট-পাথরের দল আমার দিকে প্রহসনের দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমিও সবকটি হলুদ দাঁত বের করে চোখের জল ফেলছি বুঝে বা না বুঝে! কিছু কথা ও কিছু ব্যথা মাঝেসাজে পালতোলা নৌকাও গভীর সাগরের তলদেশে ডুবিয়ে দেয় আচমকা।

আমার নাম কাইকর। গতরাতে খুব করে বিদেশী মদের সাথে দেশী সিগারেট টেনেছি একমনে বা আনমনে। একটান সিগারেটের সাথে এক পেগ মদ। আমি নিয়ম করে এসব খাইনা। যখন খুব রাতে ড্রাকুলা (বা অন্যকিছু যাই বলেন) তা সাজতে ইচ্ছা হই তখন এসব ঢকঢক করে গিলি।

মাধবীলতার সঙ্গে সম্পর্ক ছিল হাফ দেড়-মাসের। সম্পর্কটাকে বলা যায় লিভ টুগেদার। ঘড়ির কাটার মতো নিয়ম করে আমরা দু'জন মাসের একটা বিশেষ সময়ে নিজেদের নতুন করে নতুনভাবে আবিষ্কার করার বৃথা চেষ্টা করতাম। সে প্লেটোনিক লাভ বিশ্বাস করে না( যাকে বলা হয় দেহের ঊর্ধ্বে যেই ভালবাসা) তার কথায় ভালবাসার অর্থ হলো - চার দেয়ালের মধ্যে আটকানো শরীর দেয়া-নেওয়া। তবেই তো সেটা প্রকৃত প্রেম।

আমি খারাপ মানুষ। আক্ষরিক অর্থেই খারাপ মানুষ। যতটা খারাপ হলে মানুষ হয়ে মানুষের রক্ত পান করা যায়! গতরাতে আমি ও মাধবীলতা চার পেগ হুইস্কি ও গাঁজায় দম দিয়ে নতুন করে নতুন ভাবে নিজেদের আবার আবিষ্কার করছিলাম। ঠিক তখনই মাধবীলতা আমাকে খুব করে বিচ্ছিরি ভাবে বিচ্ছিরি গলায়, এই খানকির পোলা। তুই শালা আগের মতো তেমন পারিস না।যা ভাগ অমানুষ। আমি বরং আরো একটু গাঁজায় দম দিয়ে পিনিক শেষে ঘুমিয়ে পড়ি। ওর মুখে এসব অকথ্য গালিগালাজ শুনে আমার পালতোলা নৌকা গভীর সমুদ্রের তলদেশে ডুব দেয়!

আমি তখন নতুন আঙ্গিকে নতুন রূপে রূপ নেই। মাধবীলতা কে খুন করবার নেশা আমার মাথায় ঢুকে। বাথরুমের পরিত্যক্ত জায়গার জল এনে তাকে মদ হিসেবে খাইয়ে দেই। সালমান খানের ছবিওয়ালা গাম-গন্ধযুক্ত শরীরের গোপন একটা অংশ ঢাকার কাপুড় তার মুখের মধ্যে গুজে দিয়ে মাথার চুল পায়ে এনে শক্ত করে লাইলুনের সুতো দিয়ে বাধি। সে কিছুটা ছুটবার বৃথ্যা চেষ্টা করে।

বাসার ময়লা পরিত্যক্ত লোহার খাচকাটা করাত দিয়ে তার পায়ের মাঝ বরাবর ফেসাই। পায়ের মধ্যে দিয়ে গুরি গুরি বৃষ্টির মতো মানবিক লাল রক্ত ফস ফস করে বের হই। আমি দেখে হাসি আর সে কাঁদে। তার চোখের পাশ দিয়ে জল না বেরিয়ে কিছু রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ে। আমি আবারো হাসি কিছুটা পাগলের মতো।

কাজের মাঝে নাকী একটান সিগারেট কষে মেরে দিয়ে কাজ করলে মনে প্রশান্তি পাওয়া যায়। এটা আমার কথা না মাধবীলতার কথা। আমিও একটান সিগারেট কষে মেরে যত্ন করে তাকে কাটা আদর করি। শেষ সময়টাতে খুব জঘন্য ভাবে পরিত্যক্ত লোহার করাত দিয়ে গ্যাছ গ্যাছ করে তার হাত-পায়ের নখ কেটে ফেলি। পায়ের নখগুলো খোলা ফ্লোরের পিঠে একমনে কোমর দুলাই। আমি দেখে আবারও হাসি....... খুব করে, একমনে।

তার জান বেরবার ঠিক মিনিট দু'য়েক আগে খুব মন দিয়ে যত্ন নিয়ে তার চার হাত-পা কেটে আলাদা করি। চার হাত-পায়ের চারপাশ দিয়ে ঝরনার মতো করে লাল কি যেন পড়ছিল! সঠিক মনে নেই। আমি তা দেখে আবারো গো গো শব্দ করে হাসি..... শুধুই হাসি।

হুট করে জানালার এক কোণ দিয়ে ঝকঝকে সোনালী রোদ উঁকি দিল রুমের মধ্যে। আমি লালাভ চোখ নিয়ে মাধবীলতার শরীরের টুকরো অংশগুলো যত্ন করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে খুব করে কসকো সাবান দিয়ে ঘষে-টষে স্নান করি। গতরাতের স্মৃতি গুলো ভুলতে আমি আবার মদ গাঁজায় দম দিয়ে শুয়ে পড়ি নতুন ললনার আশায়।

~আব্দুল্লাহ আল মামুন ( কাইকর)

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

মোঃ হোসাইন খাঁন বলেছেন: অসাধারন গল্প। সাইকো গল্প আরো চাই

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

কাইকর বলেছেন: ভালবাসা ভাই।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

কাইকর বলেছেন: Love

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১২

মহসিন ৩১ বলেছেন: লেখাটা পড়ার সময় ভাবছিলাম যে আপনি হিরোয়িক ; গল্পতা হিরোর। কিন্তু !! আহ, হিরোরা হটাত ভিলেন হয়ে যেতে পারে যে------ ভুলেই গেছিলাম। তা আগের পোস্ট গুলিও অনেকটা এমনতর---- । 'মাস্টার পিস' এবারো একটু মিনি সাইজের হয় গেল। কিছু মাংশ লাগলে রুপে আর রসেও ভাল হত মনে হয়। যাক ভাই 'ভিক্টর হুগো' ; -- লিখছেন ভালই।
----- তো ভাই আপনার কোন বাড়িওয়ালা নাই!!!-----

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

কাইকর বলেছেন: বাড়িওয়ালা নাই ভাই। বয়স সবেমাত্র ১৮।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪০

এ.এস বাশার বলেছেন: পড়লাম................তবে কাটা কাটি গল্প পড়লে গা সিউরে উঠে.....

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

কাইকর বলেছেন: আমার লিখতেও সমস্যা হয়। তবুও লিখি।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

স্রাঞ্জি সে বলেছেন:

???
কেমন আছ কাইকর ভাই.....

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

কাইকর বলেছেন: ভাল ভাই। আপনি?

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

নিউজপ্রিন্ট বলেছেন: ব্লগে ব্লগারের অভাব, নয়তো আপনি ব্যান হতেন আপনার ব্লগের শুরুতেই

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

কাইকর বলেছেন: সুন্দর বলেছেন। ভালবাসা রইলো ভাই।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

আল ইফরান বলেছেন: আপনার লেখার দিনে দিনে ইতিবাচকভাবে উন্নতি ঘটছে।
আরো ভালো টূইস্টের গল্প চাই।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

কাইকর বলেছেন: ইনশাআল্লাহ। অনুপ্রেরণা ভাই।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

সনেট কবি বলেছেন: সুন্দর।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

কাইকর বলেছেন: ধন্যবাদ প্রিয় সনেট কবি।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

তারেক_মাহমুদ বলেছেন: আপনার সব লেখাই একই রকম,আরো ভাল গল্প আশা করি আপনার কাছ থেকে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

কাইকর বলেছেন: চেষ্টা করবো ভাই।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: কাইকর আপনি মোটেও খারাপ মানুষ না।
আপনি খারাপ মানূষদের নিয়ে নিজের নাম ব্যবহার করে লিখছেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

কাইকর বলেছেন: কাইকর একটা চরিত্র ভাই। ভালবাসা প্রিয় ভাই।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

প্যালাগোলাছ বলেছেন: এগুলো কোন গল্প হইল , ফালতু । কি লেখেন ব্লগে এসব ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

কাইকর বলেছেন: সুন্দর বলেছেন ভাই। ভালবাসা অবিরাম

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

লায়নহার্ট বলেছেন: {আপনি কি জানেন, আজকে আপনার তীব্র সমালোচনা করে একজন ব্লগার লিখেছিলেন? তিনি আপনাকে ব্যক্তিগত আক্রমন পর্যন্ত করেছেন, কেননা, আপনার কিছু বিষয়ে সবাই কম বেশি বিরক্ত!
আপনার কিছু জিনিস বোঝা উচিত,
আপনার লেখার অধিকার অবশ্যই আছে---কিন্তু আপনি দৃষ্টিকটু ছবি ব্যবহার করতে পারেন না। আপনি প্রথম পাতায় গাজায় দম দেয়ার ছবি দেয়ার আগে একবারও ভাবলেন না, আপনি গাজা খেলেও সবাই সেটা খায় না! আপনার লেখা নিয়মিত পড়ে, এমন এক শ্রেনির পাঠক আছে, আপনি এই সব ফালতু ছবি ব্যবহার না করলেও তারা পড়বে। আপনি যা খুশি লেখেন, কিন্তু এসমস্ত ছবি কেন? নিশ্চয়ই ভিউয়ের লোভে নয়, তাই এসব বন্ধ করেন, আপনি এসব ছবি না দিলেও ভালো করবেন, চেষ্টা করলেই ভালো লিখবেন....}

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

কাইকর বলেছেন: সমালোচনার পোস্ট টা চোখে পড়েনি। দেখা খুবই জরুরি ছিল। কতজন ব্লগার আমার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করেছে তা দেখার খুব শখ ছিল। ভাগ্যিস দেখতে পারলাম না।

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৯

তারেক ফাহিম বলেছেন: সুন্দর ++

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

কাইকর বলেছেন: ভালবাসা ভাই।

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: একই সাইকো গল্পের সুর অনেকটাতেই পেলাম। :(

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৯

কাইকর বলেছেন: হয়তো

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: পুরোই সাইকো স্টাইলের গল্প! বাহ! আরো ভয়ানক ভয়ানক সাইকো টাইপের গল্প চাই।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৯

কাইকর বলেছেন: ভালবাসা আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.