নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা একদিন করবো জয়............।

অাজমাল েহােসন মামুন

আমি একজন উন্নয়নকর্মী, শিক্ষক এবং ফ্রিল্যান্স লেখক। আমার উভয় চোখ ক্ষীণ দৃষ্টি সম্পন্ন। তাই ছোট কাল থেকেই অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে আমাকে। তাই পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে দেশের ১২ টি প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকে লেখালিখি করি। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যের উপর অনার্স এবং মাস্টার্স ডিগ্রী অর্জন করেছি। বর্তমানে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছি। ইতোপূর্বে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম। দেশের ১৩টি দৈনিকে প্রতিবন্ধিতা, নারী ও শিশু এবং বিভিন্ন বিষয়ের ওপর প্রায় ৩০০ প্রবন্ধ, ফিচার এবং মতামত প্রকাশিত হয়েছে।যোগাযোগের ঠিকানা:আজমাল হোসেন মামুনসহকারী শিক্ষক, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, চাপাইনবাবগঞ্জ। মোবাইল নং-০১৭০৪২৪৪০৮৯

অাজমাল েহােসন মামুন › বিস্তারিত পোস্টঃ

আমার মা ছিলেন একজন কবিতাপ্রেমী গ্রামীণ নারী

১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৩


আমার মা কবিতা পাঠ করে আমাদের শিশুকালে ঘুম পাড়াতেন। আমি বড় ছেলে ছিলাম। অামার পরেও অামার ভাই ও বোনকে একই ভাবে কিছু কালজয়ী কবিতা শুনিয়ে ঘুম পাড়াতেন। সাথে ঘুমপাড়ানি গানও শোনাতেন। অামরা মুগ্ধ হয়ে শুনতাম। পরে ঘুমিয়ে পড়তাম।

এক এক দিন এক এক রকমের কবিতা শোনাতেন। তবে তার প্রিয় কবিতার মধ্যে,অামার পণ,স্বর্গ ও নরক,কাজলা দিদি, মামার বাড়ি, নিমন্ত্রণ,শিক্ষকের মর্যাদা, মানুষের সেবা,বড় কে,কাজের লোক ইত্যাদি কবিতা তার প্রিয় ছিল। তবে ধর্মীয় কবিতাগুলো তার খুব প্রিয় ছিল।
বিশেষ করে, কবি গোলাম মোস্তফার,
অনন্ত অসীম প্রেমময় তুমি

বিচার দিনের স্বামী।

যত গুণগান হে চির মহান

তোমারি অন্তর্যামী।
কবি কায়কোবাদের ‌অাযান কবিতাটি-
কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি।
মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী।
এছাড়াও 'খোকার প্রশ্ন' কবিতাটিও তার প্রিয় কবিতা ছিল
খোকার প্রশ্ন ?
আচ্ছা মাগো বল দেখি,
রাত্রি কেন কলো ।
সূযি মামা কোথায়
থেকে,
পেলেন এমন আলো ।
ফুলগুলি সব নানান
রঙ্গের,
কেমন করে হয় ।
পাতাগুলি সবুজ কেন,
ফুলের মত নয় ।

অাধুনিক কবিতা তিন বুঝতেন না বলে তার পছন্দ হতো না। তবে ভালো কবিতা পড়ার প্রতি উৎসাহ দিতেন। যা কখনোও ভোলার মত নয়। অামার মা গত ২০১৭ খ্রিস্টাব্দের ১০ সেপ্টেম্বর রাত ১১ টায় অামাদের ছেড়ে পরপারে চলে গেছেন। 'মা' অামার শ্রেষ্ঠ সম্পদ ছিলেন। অামি খুবই শোকাহত। মায়ের স্মৃতিগুলো মনে পড়লেই অামার কষ্ট বেড়ে যাচ্ছে। সবাই অামার জন্য দোয়া করুন। অাল্লাহ রাব্বুল অালামিন অামাদেরকে ধৈর্য্য ধারণ করার তওফিক দান করুন। আমিন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: মায়ের জন্য শ্রদ্ধা।

১৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২

অাজমাল েহােসন মামুন বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

২| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৩২

ওমেরা বলেছেন: আল্লাহ আপনার মাকে নেক বান্দাদের সাথে রাখুন । আর আপনাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন।আমীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.