![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গঙ্গি শনাক্তকরন প্রক্রিয়া
বদের আলো
আপনার সন্তানের ভিতর নিম্নোক্ত ছয়টি গুন দেখলে আপনি নিশ্চিত ধরে নিতে পারেন আপনার সন্তান কোন গঙ্গি সংগঠনের সাথে জড়িত। নিম্নোক্ত লক্ষ্যনগুলো প্রকাশ পেলে অতিসত্বর কোন মসজিদের ইমামের সাথে যোগাযোগ করুন।
১. আপনার সন্তান কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না থাকাকে পশ্চাতপদতা মনে করে! গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজারে গিয়ে থাইল্যান্ডের স্পা নেওয়াকে প্রযুক্তিগত উন্নতী ভাবে?
২. ইসলামের কথা শুনলে মহাজাগতিক এক এলার্জি শরীরে ফুটে ওঠে? দুই বছরের বাচ্চার মত মনের গহীনে প্রশ্নের জোয়ার উঁকি দেয়? ইসলাম ছেলেদের কেন প্রেক্ষাপট বিবেচনায় চার বিয়ের অনুমতি দিয়েছে? ইসলাম কেন নারীদেরকে চার দেয়ালে বন্দি করে রেখেছে?
৩. হঠাৎ করে চঞ্চল ছেলেটা ঘরের দরজা জানালা বন্ধ করে নীলছবি দেখে, পাশের বাড়ির জানালা দিয়ে উঁকিঝুঁকি মেরে কি যেন দেখার চেষ্টা করে?
৪. খিলাফত শব্দটা শুনলে শরীরের মধ্যে কেমন যেন একটা মোচড় দেয়? ইসলামী শাসনের কথা শুনলে গলার রগ ফুলিয়ে "আমরা গনতন্ত্রের সন্তান" বলে চিক্কুর পারতে থাকে?
৫. অধিকাংশ সময় টিএসসির চিপায় বসে বান্ধবীর / বন্ধুর সাথে কলা বিজ্ঞানের প্রগতি উন্নতি নিয়ে আলোচনা করে? মাঝে মাঝে "আল্লাহকে দেখি নাই তাই আল্লাহ নাই" এই ধরনের এরিস্টটলিয় দার্শনিক মন্তব্য বলে নিজেকে বিশাল দার্শনিক এবং বৈজ্ঞানিক এবং সেইসাথে বিশাল যুক্তিবাদী ইনোসেন্ট বুদ্ধিজীবি হিসাবে জাহির করার চেষ্টা করে?
৬. মুসলিম দেশের বন্যা, ঝড় ইত্যাদি দেখলে, "মুসলিম আসলেই পশ্চাৎপদ। এই ধরনের বন্যা মোকাবেলা করা কোন ব্যাপার। এরা প্রযুক্তির দিক দিয়ে কত পিছিয়ে?" কিন্তু আমেরিকার লস এঞ্জেলসে দাবানল লাগলে, "ইস! প্রকৃতি কি নিষ্ঠুর?" ইত্যাদি মন্তব্য করে?
এই চিহ্নগুলো দেখলে অবশ্যই তার কানসা বরাবর ঠাটিয়ে একটা লাগিয়ে দিন। দেখবেন টিসএসসির চিপায় বসে ফয়েল পেপার দিয়ে বিজ্ঞান করার নেশা ছুটে যাবে। সেইসাথে তাকে উপদেশ দিন ভাই দিনশেষে একটু ভাত, মাছ খেয়ে, লেখাপড়া করেতো বিজ্ঞান করতে পারিস। এতেও কাজ না হলে দ্রুত নিকটস্থ মসজিদের ইমামের কাছে নিয়ে যান। পদলেহন করতে গিয়ে দেহ, মন, মস্তিষ্ক সব বর্গা দিয়ে দিয়েছে আপনার সন্তান।
২| ১৭ ই জুলাই, ২০২৫ রাত ১:৪৫
শ্রাবণধারা বলেছেন: হা হা এগুলা কি দিলেন? আর জায়গা নাই?
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০২৫ রাত ১:১২
সৈয়দ কুতুব বলেছেন: এটা তো ফেইসবুকের লেখা মনে হয় ?