![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি
এতদিন জানতাম কুমিল্লা কলেজের ছাত্রী তনুকে ক্যান্টনমেন্টের ভিতরেই ধর্ষণ করে খুন করা হয়েছে।
এখন আবার কবর থেকে তুলে ২য় বার ময়নাতদন্তের পর সেনা জানিয়েছে কোনরকম ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি।
তার কিছুদিন পর শুনব তনুকে খুনই করা হয়নি।
অবশেষে একদিন আমাদের জানানো হবে তনু নামে কেউ কোনদিন সেখানে থাকতনা।
ব্যস, সব ধামাচাপা পড়ে গেল।
আমরা আবার মনের সুখে আসন্ন নববর্ষের সকালে গেয়ে উঠব, "ও আমার সোনার বাংলা...."।
মাননীয়া শেখ হাসিনা, আপনি তো একজন নারী বলেই শুনেছি।
সত্যি কথাটা স্পষ্ট ভাষায় স্বীকার করুন।
ক্যান্টনমেন্টের ভিতর সেনার অনুমতি ছাড়া একটা লোকও ঢুকতে পারেনা।
এই 'বীরত্বে'র কাজটা আপনার 'দেশপ্রেমিক' সেনারাই করেছে।
২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৮
ডি এইচ খান বলেছেন: দাদা দেখচি আগের কমেন্ট টা ডিলিট করে দিয়েচেন।
যাহোক,
বললেন না ত দাদা
এপারের নাকি ওপারের?
৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২১
মণীশ রায় চৌধুরী বলেছেন: আগে অভদ্র ভাষাতে প্রশ্ন করেছিলেন, তাই ডিলিট করেছিলাম।
আমি ভারতীয়, তবে কোন ভাবেই বাংলাদেশ বিদ্বেষী নয়।
ভারতীয় সেনারাও একই ভাবে এদেশের সাধারণ জনগণের উপর অত্যাচার করে।
আমি সেক্ষেত্রেও একই ভাবে প্রতিবাদ করি।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১:৫৫
কাফি বিডি বলেছেন: আপনার পোস্ট পড়ে অনেক বিনোদন পেলুম গো, দাদা।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
চাঁদগাজী বলেছেন:
সৈন্য বাহিনী সবার, জাতির; সেনা হওয়া, একটা প্রফেশান গ্রহন করা মাত্র।