নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী

সংযুক্ত সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মণীশ রায় চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মোদীজি, আপনারা তো নিজেকে গোমাতার সন্তান ভেবে গর্বিত হন। নামের শেষে \'গাই\' শব্দটা দেখেও কী নিরীহ সুন্দর জীবগুলির উপর এতটুকুও দয়া হলনা???

১১ ই জুন, ২০১৬ দুপুর ২:১৮

মাননীয় প্রধানমন্ত্রী 'দেশপ্রেমিক' মোদীজি, আপনি নিশ্চয় অবগত আছেন যে বিহারে ফসল নষ্টের অজুহাতে
গত চারদিনে 250 এর বেশি নীলগাই'কে সরকারী অনুমতিতে গুলি করে হত্যা করা হয়েছে

আপনি কিছুদিন আগেই পরিবেশ রক্ষা বিষয়ে 'মন কি বাত' বলেছিলেন। পশুপ্রেমী বলে পরিচিতা মানেকা গান্ধীও
আপনার দলকে অলঙ্কৃত করছেন।
তার পরেও এই নির্মম 'সরকারী' হত্যাকান্ড ঘটে গেল।

জানি, কার নির্দেশে এই হত্যাকান্ড হল সে বিষয়ে আপনার মন্ত্রী ও সাংসদদের ভিতর দায় এড়ানোর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।
হয়তো অচিরেই ধামাচাপাও পড়ে যাবে।
আরে, যে দেশে মানুষের জীবনেরই কোন দাম নেই সেখানে হরিণের কথা কে ভাববে?

একটা প্রশ্ন করতে চাই।
আপনি তো জানেন নীলগাই একটি লুপ্তপ্রায় প্রাণী।
ভারতীয় সংবিধান অনুসারে সংরক্ষিত প্রাণীটিকে হত্যা করা আইনত দন্ডনীয় অপরাধ।
তাহলে, নির্বিচারে নীলগাই হত্যার নির্দেশ দেওয়া কী সংধিধান বিরোধীতা তথা দেশদ্রোহিতা নয়???


আচ্ছা শক্ত শক্ত আইনের কথা ছেড়ে দিন।
আপনারা তো নিজেকে গোমাতার সন্তান ভেবে গর্বিত হন।
নামের শেষে 'গাই' শব্দটা দেখেও কী নিরীহ সুন্দর জীবগুলির উপর এতটুকুও দয়া হলনা???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.