![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“মানুষকে ভালবাসার মধ্যে নিহিত আছে পরম তৃপ্তী”
মণটাকে কেমন জানি উথাল মনে হচ্ছে।
এই বৃষ্টি ভেজা রাতে ভাবনার জগতটা বিশাল মনে হচ্ছে।
ভাবনার জগতে মানুষ তাকে সবসময়।
তার অন্যতম কারণ অতীত ভালো লাগা মন্দ লাগার কিছু স্মৃতি।
এই স্মৃতি হয়তও বাচাতে সাহায্য করে।
সৃষ্টি জগতের অনেক কিছু হয়ত ভালো নাও লাগতে পাড়ে।
এই ভালো না লাগার অনেক কারন থাকতে পারে,
হতে পারে প্রিয়তমার সাথে কোন স্মৃতি, হতে পারে ছোটবেলার কোন স্মৃতি।
ভাবি কোন এক সন্ধার কথা।ভাবি কোন এক প্রেয়সীর সাথে বৃষ্টিতে ভেজার স্মৃতি।
সবকিছু এখন শুধু অতীত মনে হয়।
স্মৃতি বুঝি মানুষকে বাঁচিয়ে রাখে।
©somewhere in net ltd.