নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Be real, be yourself, be unique, be true, be honest, be humble, be happy”

নিক্সন

“মানুষকে ভালবাসার মধ্যে নিহিত আছে পরম তৃপ্তী”

নিক্সন › বিস্তারিত পোস্টঃ

গফুরনামা লুঙ্গি বনাম বিবিধ প্রসঙ্গ

০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৩


সাম্প্রতিক একটি অতীব আলোচিত ঘটনা হচ্ছে ফরহাদ মাজাহার অপহরণ । বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি সারাদেশে এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।যাইহোক নানা নাটকীয়তার মধ্যে এর একটা সফল সুরাহা হয়েছে তাকে উদ্ধারের মাধ্যমে। কিন্তু এই মুহূর্তে কী এই প্রসঙ্গটি কী আলোচ্য বিষয় হওয়ার কথা ছিল???আমদের দেশে কি এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার মতো কি কোন সমস্যা নেই?ভোরবেলা ঘর থেকে বের হয়ে অপহরণের শিকার হয়ে আলোচনা আসা লোকটিকে নিয়ে রয়েছে নানা তর্ক বিতর্ক। সেই তর্কে আমি জড়াতে চাই না। কারন প্রতিটি নাগরিকের রাষ্ট্রের সুবিধা ভোগ করার অধিকার রয়েছে, রয়েছে পোষাক পরিচ্ছেদ পরিধান করার। কে লুঙ্গি পড়ল আর কে ধূতি পড়ল তা নিয়ে মন্তব্য করা একধরনের রুচিবোধের সংকিন্নতার প্রকাশ ঘটানো। রাষ্ট্র তাঁর নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে এবং এইটায় হওয়ার কথা। কিন্তু এই ঘটনা শেষ হয়েছে ফরহাদ থেকে গফুরনামায়। সৃষ্টি হয়েছে শত প্রশ্নের
১। কেন ভোর রাতে বের হলেন?
২। কেন পরিবার কে জানান নি?
৩।এই অপহরণের সাথে কারা জড়িত?
৪। এই পিছনে কি রাজনীতি জড়িত?
৫। কেন মাজহার সাহেব টার্গেট হবেন?
৬। উনি কি আমদের জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেন?
৭। তাকে কি কোন রাজনৈতিক দল ব্যাবহার করছে?
৮। এই মুহূর্তে কি দেশে আর কোন দুর্যোগ নেই?
৯। এই মুহূর্তে কি দেশের বন্যা পরিস্থিতি নিয়ে কথা হতে পারতো না?
১০। এই মুহূর্তে কি দুর্নীতি নিয়ে কথা হতে পারতো না?
১১। এই মুহূর্তে কি এতো বিশাল সংখ্যক বেকার জনগোষ্ঠীর কর্মসংস্হান নিয়ে কথা হতে পারতো না?
১২। পাহাড়ের মাটি চাপাপড়া এই জনগোষ্ঠীর অর্ধাহারে অনাহারের বিষয়গোলো নিয়ে আলোচনা হতে পারতো না?
১৩। ঢাকা, চট্রগ্রাম, সিলেট নগরীর জনগোষ্ঠীর দুর্ভোগ নিয়ে আলোচনা হতে পারতো কি?
যাইহোক এই রকম হাজারো প্রশ্ন করা যাবে। কিন্তু শরৎচন্দ্রের সেই গফুর ও মহেশ কিন্তু শূকণূ খড়কুটু পেতো না। খাবার না পেয়ে গফুর এবং মহেশের হাড্ডি মাংস গণনা করা যাইত । আমরা আধুনিক কালের গফুরদের নিয়ে আলোচনায় মত্ত যারা তিনবেলা বিরিয়ানি, পোলাও খাবার খায়। অথচও শরৎচন্দ্রের সেই গফুর ও মহেশ আমদের এই সমাজে এখনও অনেক রয়েছে তাঁদের নিয়ে আলোচনা করা উচিত।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


"১১। এই মুহূর্তে কি এতো বিশাল সংখ্যক বেকার জনগোষ্ঠীর কর্মসংস্হান নিয়ে কথা হতে পারতো না? "

- কর্মসংস্হান নিয়ে কথা হতে পারে; লিখুন, কেহ আপনাকে লিখতে মানা করছে?

২| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২০

নিক্সন বলেছেন: লিখতে মানা নেই সেই জন্য লিখছি; সেই লেখা কি আমাদের যারা শাসন করছেন তাদের কিছু আসে যায়?

৩| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: ফরহাদ মাজহার লোকটাকে আমার ভালৈ লাগে।

৪| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০৫

নীল আকাশ ২০১৬ বলেছেন: কি করা? ব্লগাররা বেশির ভাগই অলস - কাজ কাম নেই। গাজিপুরে হযরত আলী ইস্যু নিয়ে মেতে ছিল, তার রেশ না মিলতেই এল বনানী ধর্ষণ, দেবী থেমিস নিয়ে কিছুদিন ক্যাচাল চলল - কিন্তু এই মুহূর্তে তেমন কোন ইস্যু নেই, তাই ফরহাদ মজহার।

৫| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৫

নিক্সন বলেছেন: ইস্যু হয়ে গেছে । এই দেশে ইস্যুর অভাব হয় না।

৬| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৭

সুজন দেহলভী বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.