নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

এই পৃথিবী আমার নয়

১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১১:১৪




এই পৃথিবী আমার জন্য নয়,
তাই আমি গিয়েছি ধানের ক্ষেতে,
মাঠের ধারে কাশফুলের ছায়ায়
শুয়ে থেকেছি আকাশ পানে চেয়ে।

নদীর ঢেউ আমাকে ডাকে
কূল ভাংগা ভাটির সুরে,
শিশির ভেজা ঘাসের গন্ধ
মন ভরে শুঁকে নেই টাটকা ভোর।

মানুষের শহরে আমার ঠাঁই নাই
সেখানে দালানের দেয়ালে দেয়ালে
বন্দি থাকে আকাশের নীল,
হাওয়া ধুলোয় ভরা, মনে থাকে কালো।

আমার ঠিকানা কাকডাকা ভোরের মাঠে,
নদীর জলে ভাসা চাঁদের ছায়ায়,
সন্ধ্যার জোনাকির আলোয়
যেখানে কেউ বলে না,
এই পৃথিবী তোমার নয়।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১১:১৭

বিজন রয় বলেছেন: পৃথিবী আমার নয়, তবে?

১৫ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৪

রানার ব্লগ বলেছেন: যে পৃথিবী হানাহানি, বদ্ধ কামড়ার অসুস্থ নিঃশ্বাস সে পৃথিবী আমার নয়।

২| ১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১২:৫৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: গ্রাম পৃথিবীর বাইরে নয়। সুযোগ থাকলে সেখানেই থাকা উচিত।

১৫ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৬

রানার ব্লগ বলেছেন: পৃথিবী বলতে আস্ত গোলক কে বোঝানো হয় নাই। ওই যে বলে না, আমার পৃথিবীতে তুমি থাকো না। তার অর্থ কি সেই ব্যক্তি পুরা পৃথিবীতেই নাই।

৩| ১৫ ই আগস্ট, ২০২৫ রাত ৩:৪৬

লোকমানুষ বলেছেন: প্রকৃতির সঙ্গে একান্ত আত্মিক সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটেছে আপনার কবিতায়। শহরের কৃত্রিমতা পেছনে ফেলে খুঁজে নিচ্ছেন ধানক্ষেত, নদী, কাশফুল আর জোনাকির আলোয়। এক গভীর শান্তির পরশের আকাঙ্ক্ষা আপনার কবিতার মাধ্যমে মনকে ছুঁয়ে গেলো।

১৫ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৭

রানার ব্লগ বলেছেন: গ্রাম আজকাল আর গ্রাম নাই। ওখানেও রাজনীতি ঢুকে গেছে।

৪| ১৫ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:১২

ক্লোন রাফা বলেছেন: মনে হয় এই শহর আমার নয় লিখতে চেয়েছেন। হয়ে গেছে পৃথিবী ‼️

১৫ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৭

রানার ব্লগ বলেছেন: এই পৃথিবী আমার নয় এটাই লিখতে চেয়েছি।

৫| ১৫ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: কবিতা এবং ছবি দুটাই সুন্দর।

১৫ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৬| ১৫ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫

জিনাত নাজিয়া বলেছেন: সুন্দর কবিতা কবিকে ধন্যবাদ।

১৫ ই আগস্ট, ২০২৫ রাত ৯:০৩

রানার ব্লগ বলেছেন: কবি!?

ধন্যবাদ। নিজেকে কবি কবি লাগছে :``>>

৭| ১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রাণবন্ত কবিতা।

১৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৪

রানার ব্লগ বলেছেন: আহা, আমি আপনার সনেট গুলা বেশ মিস করি । ধন্যবাদ

৮| ১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১২:০০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি আমার মনের কথা কবিতায় প্রকাশ করেছেন। আমারও তাই মনে হয় - এই পৃথিবী আমার নয়।




১৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৬

রানার ব্লগ বলেছেন: স্বঘোষিত একজ ক্ষুদ্র লেখক হিসেবে নিজেকে পুর্ন মনে হচ্ছে । একজন লেখক যখন পাঠকের মনের কথা বুঝতে ও ধরতে পারে এর থেকে তার বড় সাফল্য আর কি আছে ? অসংখ্য ধন্যবাদ ।

৯| ১৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:০০

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

১৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৭

রানার ব্লগ বলেছেন: বাই আপনার মতোই প্রশংসা করছে । ধন্যাবাদ ।

১০| ১৬ ই আগস্ট, ২০২৫ রাত ৮:০৪

শায়মা বলেছেন: অন্যের পৃথিবীতে থাকাটাও খারাপ নহে!:)

১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১০:৪৩

রানার ব্লগ বলেছেন: আমার দম বন্ধ লাগে । অবশ্য এখন পর্যন্ত অন্যের পৃথিবীতে আছি ।

১১| ১৬ ই আগস্ট, ২০২৫ রাত ৮:০৭

গেঁয়ো ভূত বলেছেন: আসলেই এই পৃথিবী আমাদের নয়।

১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১০:৪৩

রানার ব্লগ বলেছেন: আমি এই পৃথীবির কেউই না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.