![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
এই পৃথিবী আমার জন্য নয়,
তাই আমি গিয়েছি ধানের ক্ষেতে,
মাঠের ধারে কাশফুলের ছায়ায়
শুয়ে থেকেছি আকাশ পানে চেয়ে।
নদীর ঢেউ আমাকে ডাকে
কূল ভাংগা ভাটির সুরে,
শিশির ভেজা ঘাসের গন্ধ
মন ভরে শুঁকে নেই টাটকা ভোর।
মানুষের শহরে আমার ঠাঁই নাই
সেখানে দালানের দেয়ালে দেয়ালে
বন্দি থাকে আকাশের নীল,
হাওয়া ধুলোয় ভরা, মনে থাকে কালো।
আমার ঠিকানা কাকডাকা ভোরের মাঠে,
নদীর জলে ভাসা চাঁদের ছায়ায়,
সন্ধ্যার জোনাকির আলোয়
যেখানে কেউ বলে না,
এই পৃথিবী তোমার নয়।
২| ১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১২:৫৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: গ্রাম পৃথিবীর বাইরে নয়। সুযোগ থাকলে সেখানেই থাকা উচিত।
৩| ১৫ ই আগস্ট, ২০২৫ রাত ৩:৪৬
লোকমানুষ বলেছেন: প্রকৃতির সঙ্গে একান্ত আত্মিক সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটেছে আপনার কবিতায়। শহরের কৃত্রিমতা পেছনে ফেলে খুঁজে নিচ্ছেন ধানক্ষেত, নদী, কাশফুল আর জোনাকির আলোয়। এক গভীর শান্তির পরশের আকাঙ্ক্ষা আপনার কবিতার মাধ্যমে মনকে ছুঁয়ে গেলো।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১১:১৭
বিজন রয় বলেছেন: পৃথিবী আমার নয়, তবে?