![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“মানুষকে ভালবাসার মধ্যে নিহিত আছে পরম তৃপ্তী”
সরকারী সেবা নিয়ে ইতিপূর্বে একটি পোস্ট দিয়েছিলাম । পূর্বের অভিজ্ঞতা ছিল আমার অফিসিয়াল কাজ করতে যেয়ে। কিন্তু একেবারেই ভুক্তভুগি হয়ে সরকারী সেবা পাওয়ার জন্য সরাসরি হাজির হয়ে সেবা না পাওয়ার তিক্ততা একেবারেই হতাশাজনক। কিছুদিন পূর্বে আমার একটি দামি মোবাইল মিরপুর-১ সনি হলের সামনে থেকে আয়াত পরিবহনে উঠার সময় নিয়ে নেয়। ঘটনাটি ১-২ মিনিটের মধ্যে ঘটে । সাথে সাথে বাস এর সকল যাত্রীদের সহায়তা চেয়েও কোন ফায়দা হয় নি। যদিও সিনেমা হলের সামনে সব সময় পুলিশ থাকে। বাসে উঠার সময়ও খুব বেশি ভিড় ছিল না। যাইহোক কোন কিছু করতে না পেরে সাথে সাথে পুলিশ এর শরণাপন্ন হয়। যথারীতি পুলিশ জিডি করতে বলেন। আমিও তাই করেছি অথছ মিরপুর মডেল থানা হওয়া সত্ত্বেও সেবার লেসমাত্র পাইনি।ডিউটি অফিসার একজনকে এসাইন করে ওনার নাম্বার দিয়ে দিলেন। যোগাযোগ করলাম অই ভদ্র অফিসার এর সাথে। কিন্তু শুরুতেই টিপস চাইলেন বললেন এর জন্য করচাপাতি লাগবে। আমি দিয়েছি এই জন্য যে মোবাইল ফোনটি কিস্তিতে কিনেছিলাম মাত্র ২২দিন ব্যাবহার করেছিলাম। ভেবেছিলাম হয়তো আমাকে ফোনটি উদ্ধার করে দিবেন। এইটা সম্ভব ছিল কারণ যেখানে বাস থামে তার পাসেই ছিছি ক্যামেরা চালু থাকে।আমি অফিসার কে অই ক্লিপ সংগ্রহ করতে অনুরুধ করেছিলাম। তা আর হয়নি। কিছু দিন পর পর আমাকে ফোন দিয়ে খোঁজখবর নিতে বলেছিলেন। আমিও তাই করেছিলাম। কিন্তু একদিন হটাত বলে বসলেন মজার একটি জুকস আর তা হল " আপনার মোবাইল ফোনটি ভারতে পাচার হয়ে গেছে" কি আর করা এই ডায়ালগ শুনে আমি বিস্মিত হলাম না। ভাবলাম ভারতে কতকিছু এই দেশের পাচার হয়ে যাচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো বলাবলি করে থাকেন পুলিশ তো ফেরেশতা না তারা না হয় একটু বলেই ফেলল। কিন্তু মনে রাখার মত বিষয় যে ৬মাস ব্যাংক এর কিস্তি শুধ করেছি আর ডায়ালগটি যা সারা জীবন মনে থাকবে।
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
নিক্সন বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
২| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩২
সুমন কর বলেছেন: দুঃখজনক।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০১
জাহিদ হাসান বলেছেন: একদিন এই উগান্ডা ছেড়ে চলে যাবো বহুদূরে !
৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: যাই হোক আপনার মোবাইল ভারত গিয়েছে,, এই তথ্য টুকু আপনি পেয়েছেন । আমিতো এই তথ্য টুকুও পাইনি।।
২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬
নিক্সন বলেছেন: ঠিক বলেছেন এই তথ্যটিই সান্ত্বনা!
৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬
রাজীব নুর বলেছেন: সরকারী কোনো প্রতিষ্ঠানে গেলে মেজাজ প্রচন্ড খারাপ হয়ে যায়।
ট্রেড লাইসেন্স করাতে গেলে বুঝবেন তারা কেমন চিজ। পাসপোর্ট করাতে গেলা বুঝবেন তারা জু জিনিস!!
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩০
নিক্সন বলেছেন: ঠিক বলেছেন। কবে যে এই অবস্থার পরিত্রাণ হবে তা আল্লাহ্ ভালো জানেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়। সুন্দরের প্রত্যাশায়।