নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Be real, be yourself, be unique, be true, be honest, be humble, be happy”

নিক্সন

“মানুষকে ভালবাসার মধ্যে নিহিত আছে পরম তৃপ্তী”

নিক্সন › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনী হাওয়া ও মাশরাফির মনোনয়ন প্রসঙ্গ

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দেশে নির্বাচনী হাওয়া বইচে। দেশের একটি প্রধান রাজনৈতিক দল তাদের মনোনয়ন প্রত্যাশীদের তালিকা প্রকাশ করেছে। আগামিকাল হয়তো তাদের সাথে অন্য যারা জোট করেছে তাদের নাম ঘোষণা করা হবে। অপরদিকে অন্য একটি রাজনৈতিক জোট তাদের মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করবে। হয়তো উভয় জোট বলবে তাদের মনোনয়ন প্রাপ্তরাই যোগ্য। এই নিয়ে উভয় জোটে চলবে তর্ক-বিতর্ক। উভয় জোটে নতুন পুরাতন অনেক ব্যক্তিকেই দেখা যাবে। দেখা যাবে অনেক তারকাকে। সেইরকম একজন তারকা একটি দলে মনোনয়ন পেয়েছেন তিনি বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন মাশরাফি-বিন-মুরতুজা। ক্রিকেট দুনিয়াই তিনি যেমন সুনাম অর্জন করেছেন ঠিক তেমনি তার সারল্য জীবনযাপনে এ দেশের আপামর জনসাধারনের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তি হিসাবে সমাদৃত। গ্রামীণ জনপদ থেকে বেরে উঠা একটি ছেলে তার জীবনের ১৫ বছরের অধিক সময় বাংলাদেশ ক্রিকেট দলকে সেবা দিয়েছেন। এই সেবা দিতে গিয়ে তাকে যেঁতে হয়েছে ১০ বারেরও অধিক চুরির নিচে। পৃথিবীতে দ্বিতীয় কোন খেলোয়াড় নেই যে কিনা শুধুমাত্র খেলার জন্য এত ত্যাগ স্বীকার করেছে। যিনি সবসময় দেশের জন্য খেলেছেন। হয়তবা সামনের ২০১৯ বিশ্বকাপ হবে তার বরনাট্য ক্রিকেট জীবনের ইতি।
যিনি এত দীর্ঘ সময় আমাদের সকলকে খেলার মাধ্যমে দিয়েছেন বিনোদন ও সেবা সেই সাথে পেয়েছেন ভালোবাসা। সম্প্রতি তিনি নির্বাচন করার জন্য মনোনয়ন কিনেছেন এবং পেয়েছেন। যখনেই নির্বাচন করার জন্য নিজের আগ্রহ প্রকাশ করেছেন ঠিক তখন থেকেই শুরু হয়েছে সমালোচনা।শুধু সমালোচনা নয় যেভাবে অশ্রাব্য ভাষায় তার ফেইচবুকে গালিগালাজ করেছে অনেকেই তাঁতে মনে হয়েছে আমরা আসলেই কত অসভ্য ইতর একটি জাতি। যদি ধরে নেই যে দলটিতে এই ব্যক্তি মনোনয়ন নিয়েছেন তার বিপরীত জোট থেকে মনোনয়ন নিতেন তাহলে কি এই অসভ্যতার পরিচয় দিতে পারতেন??? আমাদের দেশের আরেকজন স্বনামধন্য ফুটবলার অধিনায়ক আমিনুল ইসলাম বিএনপি থেকে মনোনয়ন পাচ্ছেন। আপনারা যারা এই অসভ্যতার পরিচয় দিয়েছেন তারা কি আমিনুল ইসলাম এর ফেইচবুকে এই কাজ করেছেন??? নিশ্চয় নয়।আমি কখনো এর পক্ষে নই। কারণ আমাদের রাজনিতিতে যে দুরবিত্তায়ন শুরু হয়েছে তাঁতে আগামী জেনারেশন ভালো রাজনিতিক পাবে না। যেকোনো গনতান্ত্রিক সভ্য দেশে ভালো রাজনৈতিক নেতার খুব প্রয়োজন। আমরা কথায় কথায় রাজনিতিকদের গালি দেই কিন্তু মাশরাফি/আমিনুলরা যখন রাজনীতিতে এসে তখন আমরা হয়ে যাই উগ্র অসভ্য। এতেই বুঝা যায় মাশরাফিদের মত রাজনীতিবিদের ও দলপতিদের কত প্রয়োজন।মাশরাফি ঠিকই বলেছেন “দুটি বল করে, আপনাদের কয়েকটি আনন্দের মূহুর্ত উপহার দিয়ে, দু'জনকে জড়িয়ে ধরেই যদি ভালো মানুষ হওয়া যায়, তাহলে স্রেফ এরকম ভালো মানুষ হওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না। সত্যিকার অর্থেই আমি কেমন মানুষ, আমার বিশ্বাস, সেটি বিচার করার সময় সামনে। যদি আমি নির্বাচনে জয়লাভ করতে পারি এবং আমার দল সরকার গঠন করে, তার পর আমার কর্মেই ফুটে উঠবে আমি কতটা ভালো মানুষ”। তার একটি পোস্টের কথা মনে পড়ল তিনি বলেছিলেন “আমাকে যতটুকু ভালবাসেন ততটুকু দেশকে ভালোবেসে যদি নিজেদের পরিবর্তন করতে পারতেন তাহলে আমাদের দেশে আরও কত পরিবর্তন করা যেত, আমি ব্যক্তির চেয়ে দেশ অনেক বড়” কাজেই সবার আগে দরকার আমাদের মানসিকতার পরিবর্তন তাহলে হয়তো এই কুরুচিপূর্ণ ধারনা চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে পারব। অপেক্ষায় রইলাম সেই সুদিনের এবং পরিবর্তনের!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.