নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Be real, be yourself, be unique, be true, be honest, be humble, be happy”

নিক্সন

“মানুষকে ভালবাসার মধ্যে নিহিত আছে পরম তৃপ্তী”

নিক্সন › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণের প্রতিবাদে একাই হাঁটলেন ‘আফেন্দি স্যার’

০৪ ঠা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭


https://images.prothomalo.com/prothomalo-bangla/2020-10/fde01f36-e872-4bb9-868c-ab8cdcf8ce60/Mymensingh_DH0546_20201004_Nandail_Others_News_Pic__2__04.jpg

ধর্ষণের প্রতিবাদে একাই হাঁটলেন ‘আফেন্দি স্যার আমাদের প্রিয় আফেন্দি স্যার।

]দুপুরের তপ্ত রোদ। এর মধ্যেই ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ধরে হাঁটছিলেন এক ব্যক্তি। হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা দাবি—সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণকারীদের ফাঁসি চাই।

আজ রোববার এভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেন ময়মনসিংহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের সাবেক শিক্ষক আফেন্দি নুরুল ইসলাম। তাঁর বাড়ি নান্দাইলের তুরুন্তিপাড়া গ্রামে। এলাকাবাসীর কাছে তিনি প্রতিবাদী আফেন্দি স্যার নামে পরিচিত।

এলাকার কয়েকজন জানান, আফেন্দি নুরুল ইসলাম ছাত্রজীবন থেকে নানা অসংগতির প্রতিবাদ জানিয়ে আসছেন। বর্তমানে তিনি অবসর জীবন যাপন করছেন। বয়স ৭৪ বছর চললেও তিনি প্রতিবাদ থামাননি।

আফেন্দি নুরুল ইসলাম নান্দাইলের মানুষের কাছে প্রতিবাদী আফেন্দি স্যার হিসেবে পরিচিত। তাঁকে আমরা সাদা মনের মানুষ বলে জানি।
মো. নাজিম উদ্দীন, অধ্যক্ষ, নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ, ময়মনসিংহ



রোববার বেলা দুইটার দিকে আফেন্দি নুরুল ইসলাম নান্দাইল নতুন বাজার এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ধরে হাঁটছিলেন। তাঁর হাতে প্ল্যাকার্ড। এতে তিনি সিলেটের এমসি কলেজের ধর্ষণকারীদের কুকুর বলে অভিহিত করেছেন। এতে লেখা—প্রিয় দেশবাসী, নিরীহ শান্তশিষ্ট উপকারী চারপেয়ে কুকুর হত্যা করবেন না। বরং দোপেয়ে ধর্ষক কুকুরের হাত থেকে মা-বোনদের রক্ষা করুন।

আফেন্দি নুরুল ইসলাম জানালেন, সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনার প্রতিবাদে তিনি আজ বেলা সাড়ে ১১টার দিকে প্ল্যাকার্ড নিয়ে বের হন। প্রায় তিন ঘণ্টার বেশি তিনি বিভিন্ন সড়ক ও মহাসড়ক ধরে হাঁটেন। এ সময় তিনি পথচারীদের হাতে লিফলেট তুলে দেন। এটি তাঁর একাকী প্রতিবাদের ১১৩তম কর্মসূচি।

আফেন্দি নুরুল ইসলাম বলেন, ‘অন্যায়-অবিচার দেখলে ঘরে বসে থাকতে পারি না। বিবেকের তাড়নায় বয়স উপেক্ষা করে সড়কে চলে আসি। আমি চাই, দেশে ন্যায় প্রতিষ্ঠিত হোক। মানুষ কথা বলুক। অত্যাচারী সাজা পাক।’

কয়েকজন পথচারী জানান, তাঁরা আফেন্দি নুরুল ইসলামকে চেনেন। দেশে কোনো অন্যায়-অবিচার ঘটলে তাঁকে প্ল্যাকার্ড হাতে সড়কে একা হেঁটে প্রতিবাদ জানাতে দেখা যায়। তাঁর কথা হয়তো দেশের নীতিনির্ধারকদের কান পর্যন্ত পৌঁছায় না। তবু তিনি প্রতিবাদ জানিয়েই যাচ্ছেন।

জানতে চাইলে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দীন বলেন, ‘আফেন্দি নুরুল ইসলাম নান্দাইলের মানুষের কাছে প্রতিবাদী আফেন্দি স্যার হিসেবে পরিচিত। তাঁকে আমরা সাদা মনের মানুষ বলে জানি।’

মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ৮:১২

আমি সাজিদ বলেছেন: স্যারকে সালাম

২| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:



যাক, বাংলাদেশে কমপকক্ষে ১ জন মানুষ ধর্ষণের বিপক্ষে আছেন।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ৮:১৯

খায়রুল আহসান বলেছেন: এ রকম 'আফেন্দি স্যার' আরও অনেক আছেন বলে মনে করি। তবে তাদের প্রতিবাদ পন্থা ভিন্নতর হতে পারে।

০৫ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৫৫

নিক্সন বলেছেন: অবশ্যই সমাজের আনাচে কানাচে অনেক আছেন। তাদের কথা খুব কম মানুষ জানতে পারে।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ৮:২২

পদাতিক চৌধুরি বলেছেন: স্যারকে সালাম। ইচ্ছা থাকলে যে একাই লড়াই করা যায় স্যার সেটা প্রমাণ করে দেখালেন। স্যারের এই প্রচেষ্টা যেন বিফলে না যায়।দীর্ঘ কর্মজীবনে নিজে হাতে যে ছাত্র গোষ্ঠীকে তৈরি করেছেন তাদের মধ্যে একজনও যদি এই প্রচেষ্টাকে অব্যাহত রাখে তাহলে ছাত্রদের পক্ষ থেকে স্যারেকে যোগ্য সম্মান জানানো হবে।
ওনার দাবির সঙ্গে সঙ্গত রেখেই বলি, ধর্ষক যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়।
ধন্যবাদ আপনাকে স্যারের এই অনন্য নজিরকে ব্লগে তুলে ধরার জন্য।

০৫ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৫৩

নিক্সন বলেছেন: এই ঘটনা নতুন নয়। ২০০১-২০০৫ সালে স্যার এর এই একা লড়ায় করার জন্য থাকে হয়রানি করা হয়েছিল অনেকবার। বিশেষকরে জে এম বি তৎপরতার সময়।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ৮:৪০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শুরু করতে হবে একজন কেই,পরে তার পেছনে আসবে হাজার হাজার।আন্দোলনটা চালু রাখতে হবে বিজয় অর্জন করার আগ পর্যন্ত ।

০৫ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৫৮

নিক্সন বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। সমাজের প্রতিটি স্তর থেকে সকল অন্যায়ের প্রতিবাদ করতে হবে।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ৯:১৪

স্থিতধী বলেছেন: শিক্ষক হতে হয় এমন ই। এমন আরো অনেক শিক্ষকদের উপস্থিতি ই গড়ে দিতে পারে সত্যিকারের সোনার বাংলা। ধন্যবাদ আপনাকেও এর প্রচারের জন্য।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ৯:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধর্ষণ যারা করে তাদেরকে চিহ্নিত করে মিডিয়ায় ব্যাপক প্রচার করা হোক।
তাদের সাধারণ মৌলিক অধিকার হরণ করা হোক।
তাদেরকে বিশেষ ধরনের ধর্ষণকারী উপাধিযুক্ত জাতীয় পরিচয় পত্র প্রদান করা হোক।

০৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:০১

নিক্সন বলেছেন: সঠিক বলেছেন। যারা এই ধরণের কাজ করেছেন তাদের বিষয়ে সমাজ রাষ্ট্র কোথাও যেন কোন সুযোগ না পায় তাই করতে হবে।

৮| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ৯:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শুরু করতে হবে একজন কেই,পরে তার পেছনে আসবে হাজার হাজার।আন্দোলনটা চালু রাখতে হবে বিজয় অর্জন করার আগ পর্যন্ত ।

এখানে বিজয়ের তো কিছু দেখি না। ধর্ষণ এটাই তো আর প্রথম না।
অনেক হয়েছে। দিনাজপুরের ইয়াসমিন এর ঘটনায় প্রচন্ড আন্দোলন হয়েছিল। কই ধর্ষণ তো কমেনি।
মানুষের নৈতিকতা হারিয়ে যাচ্ছে।
মানুষ নির্লজ্জ হয়ে যাচ্ছে।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: সেদিন একটা ভিডিও দেখলাম-
একলোকের বোনকে ধর্ষন করা হয়েছে। ভাই ধর্ষনকারীকে ধরে একদম গলা কেটে ফেলেছে। গলা কেটে শুধু মাত্র কাটা মাথা ধরে ভাই নিজে থানায় গিয়ে আত্মসম্পর্ন করে। ঘটনাটা ভারতের তামিল নাড়ুর। অবশ্য যে লোক ধর্ষন করেছে। ভাই গিয়ে থানায় জানিয়েছে। কিন্তু পুলিশ গুরুত্ব দেয় নি।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১১:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এভাবে সবাই প্রতিবাদী হয়ে উঠলে
নষ্টলোকগুলি পালাতে পথ পাবেনা।

১১| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৩৭

নেওয়াজ আলি বলেছেন: নোয়াখালীর গৃহবধু ধর্ষণ ও নির্যাতন আজ আবারও প্রমাণ হলো দুই পায়ের কুকুর ভাদ্র আশ্বিন মানে না

০৫ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৭

নিক্সন বলেছেন: আমাদের এই দেশে হাজার হাজার এই ধরণের ঘটনা ঘটছে। খুব অল্প সংখ্যক আসছে মিডিয়া কল্যাণে। পারিবারিক শিক্ষা তথা সুশিক্ষার অভাবে এই ধরণের ঘটনা ঘটছে।

১২| ০৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২২

উম্মে সায়মা বলেছেন: যাক কেউ তো প্রতিবাদ করছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.