নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনার জীবনের যে সত্য কথাগুলো কেউ জানে না কিংবা কেউ মানে না সেগুলোই আপনার সম্পদ

মানবানল

Do not Dismiss Your Dreams, to be without dreams is to be without hope To be without hope is to be, without Purpose...

মানবানল › বিস্তারিত পোস্টঃ

রাজ্যের মূর্খ রাজা কে?

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৬



মহারাজ গোপালকে বললেন–তুমি সারা রাজ্য
খুঁজে আমাকে ৫ জন মূর্খ এনে দাও।
.
এক মাস পর গোপাল মাত্র দু’জনকে সঙ্গে
নিয়ে রাজসভায় ফিরে এলো।
.
মহারাজ বললেন—আমি তো তোমাকে ৫ জন
আনতে বলেছিলাম।
.
গোপাল বললো–এনেছি মহারাজ, দয়া করে
একে একে সবাইকে হাজির করার সুযোগ দিন।
.
একজনকে হাজির করে গোপাল বললো-মহারাজ এ হলো প্রথম মূর্খ। এ একটা গরুর
গাড়িতে ভারী একটা পোঁটলা নিজের মাথায়
রেখে বসেছিলো। জিজ্ঞেস করে উত্তর
পেলাম, গরুর ওপর বেশি চাপ পড়ে যাবে বলে
সে নিজের ভারী পোঁটলা মাথায় নিয়ে বসে
আছে।
.
গোপাল আরেকজনকে নির্দেশ করে
বললো–মহারাজ ইনি হলেন দ্বিতীয় মূর্খ। ইনি
নিজের ঘরের চালে গজিয়ে ওঠা ঘাস গরুকে খাওয়াবার জন্য মই দিয়ে গরুকে চালে উঠাবার চেষ্টা করছিলেন।
.
তারপর গোপাল বললো–মহারাজ, রাজ্যে
রয়েছে দুনিয়ার গুরুত্বপূর্ণ কাজ। এই বিশাল কাজ-কর্মের অনেকটাই আমাকে সামলাতে হয়। তবু দেখুন, আমি মূর্খ খোঁজার অজুহাতে একটা মাস নষ্ট করে দিলাম i এজন্য মহারাজ, এই রাজ্যের তৃতীয় মূর্খ হলাম আমি নিজেই।
.
গোপাল বলে চলেছে–মহারাজ, এই
রাজ্যের পুরো দায়িত্ব কিন্তু আপনার ওপর। আর
বিদ্যা-বুদ্ধিসম্পন্ন লোক দিয়েই কিন্তু রাজ্যের
কাজ সম্পন্ন হয়, মূর্খ আর নির্বুদ্ধিদের দিয়ে
কোনো কাজই হয় না i তবু আপনি মূর্খ খোঁজার
মতো একটা নিরর্থক কাজে আমাকে নিযুক্ত
করেছেন, সেই হিসেবে চতুর্থ মূর্খ
হচ্ছেন মহারাজ আপনি নিজে।
.
আর, দুনিয়ার সব কাম-কাজ ছেড়ে, লেখা-পড়া
ছেড়ে facebook-এ নিমগ্ন হয়ে পাঁচ নম্বর
মূর্খ কে, সেটা জানার জন্য যে এই পোস্টটা
পড়ছেন, আমার হিসেবে সে-ই পঞ্চম মূর্খ।
মহারাজ, আপনার কি মনে হয়?
.
মহারাজ বললেন–একদম latest.এটাকে সব
গ্রুপে পোস্ট করে দাও… অনেক মূর্খ
অপেক্ষা করছে। এতোক্ষণ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৯

অধৃষ্য বলেছেন: গল্পের শুরুতেই সন্দেহ হয়েছিলো, শেষে এনে ঝোল খাইয়ে ছাড়লেন? পোস্ট পড়ার আগে যাদের কমেন্ট পড়ার অভ্যাস, তারা...।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৫

রাফা বলেছেন: শততম পোষ্টের মাজেজা কি তবে সবাই আমরা মূর্খ? আলহাদুলিল্লাহ ।মূর্খ না হইলে আপনার পোষ্টই পড়া হইতো না।

ধন্যবাদ,মানবানল।মূর্খামি করে আরো লিখুন।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:১৩

বিষন্ন পথিক বলেছেন: ভালো লিখেছেন, আমার আবার পোষ্ট বাদ দিয়ে কমেন্ট পড়া স্বভাব :)

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৫

বনসাই বলেছেন: খুবই দুখী হলাম, মোবাইলে পড়েছি বলে বুঝতে পারছি না তবে ব্লগার রাফার কথায় এটা আপনার শততম ব্লগ।

ব্যথিত হওয়ার কারণ, আপনি ফেসবুকের সাথে ব্লগকে মিলিয়ে ব্লগের মর্যাদা নষ্ট করেছেন। এখানে নয় আপনার গ্রুপে রিপোস্ট করাই ভালো ছিল। ব্লগাররা ৫ম মুর্খ নন; ৫ম মুর্খ কেবল আপনিই যিনি ভার্চুয়াল ভাইরাস ফেসবুককে সামুতে টেনেছেন।

তবে আধুনিক গোপালের গল্প ভালো ছিল; আজকের ফেসবুকারদের সেটাই প্রাপ্য।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৪

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা !!!

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

আকিব হাসান জাভেদ বলেছেন: তারপরেও ৫ তম র্মূখ । চলতে থাকুক এইভাবেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.