নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতা

আমি মানুষ, এটাই আমার পরিচয়।

নীপা জামান চৌধুরী

আমি মানুষ ,এটাই আমার পরিচয় ।

নীপা জামান চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সরিষার ভেতর ভূত .।.।.।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৩

বাংলাদেশ সরকার প্রশাসনের সবগুলো সেক্টরে অনেক উচ্চ পর্যায়ে জামাত শিবির এর লোকজন নিয়োজিত আছে ... তাদের চিহ্নিত করে প্রশাসন থেকে বাইরে নিক্ষিপ্ত করা হোক ...



ট্রাষ্ট ব্যাঙ্ক এ জামাত শিবির হামলা চালিয়েছে , পুলিশ খুন করেছে , সাংবাদিক দের উপর হামলা করেছে - এখনো কি পুলিশ , মিডিয়া , ডিফেন্স চুপ থাকবে নাকি তাদের সর্ব শক্তি দিয়ে জামাত শিবির কে প্রতিহত এবং তাদের চরিত্র কে প্রকাশ করবে তা দেখার বিষয় ...



সাধারণ মানুষ কি আল্লাহ্‌ প্রদত্ত ইসলাম কে মানবে নাকি জামাত ইসলামের ইসলাম কে মানবে তা বুঝার এবং দেখার সময় এসেছে ...



আওয়ামী লীগ আসলে যুদ্ধাপরাধীদের বিচার চায় না, এ নিয়ে রাজনীতি করতে চায়- বিএনপি নেতা খোন্দকার মোশাররফ হোসেনের এই বক্তব্য আপনি কি ঠিক মনে করেন নাকি না তা প্রকাশের সময় এসেছে ...



ইসলামী ও সমমনা ১২ দলসহ কয়েকটি সংগঠনের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ- র‍্যাব সহ ক্ষমতাসীন দলের কর্মীদের হামলা ও গ্রেপ্তারের’ নিন্দা জানিয়েছে বিএনপি। বি এন পি কি বাংলাদেশে রাজনীতি করবে নাকি করবে না তার সীদ্ধান্ত নেয়ার ও সময় এসেছে এখন...



এমন আরো অনেক অমীমাংসিত বিষয় আছে যা আমাদের সনাক্ত করে সীদ্ধান্ত গুলো নিতে হবে ...

ভেবে দেখার সময় এসেছে , স্বাধীন দেশে এখনো আমরা গোলামী করবো, রাজনীতির হাতে বন্দী হয়ে পুতুল নাচ নাচবো, নিজেদের কে উপুরযুপরি ব্যাবহার হতে দিবো নাকি সত্যিকার মানুষ হয়ে বাঁচবো ???

বিবেকের কড়া ধরে খট খট করা আমার কাজ , আপনি জাগবেন কি জাগবেন না তা আপনার বিচার ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.