নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনসুর আজিজ

Good

মনসুর আিজজ

আমি মনসুর আজিজ। লেখালেখি, বই পড়া, ভ্রমণ আর আড্ডা দিতে ভালোবাসি।

মনসুর আিজজ › বিস্তারিত পোস্টঃ

নববর্ষের কবিতা

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২

মনসুর আজিজ

আজ খুলে দাও বন্ধ মনের দ্বার



ছোট্ট পাখিটি কখনো যদি দোলা দেয় মনে দোলা

নতুন পালকে উড়বার নেশা বাতাসের বুক খোলা

বোশেখি বাতাসে নতুন শাখায় শিস দিতে সাধ জাগে

হামাগুড়ি দেয় ছোট্ট শিশুটি উপরে তাকিয়ে আগে।



কাগজের নাও ভাসায় কিশোর বোশেখি নতুন জোয়ারে

পাখনা ছড়ায় হাঁসের ছানারা জড়ো নয় আজ খোঁয়াড়ে

কিশোরীর কানে ঘাসফুল গেঁথে বকুলের মালা পরে

নকশি আঁকানো কলসীটা আনে নতুন পানিতে ভরে।



রূপালি মাছের ঘাই দেেেখ জাগে জেলেদের মনে আশা

ধানের ছড়ায় কৃষকের হাসি বুকভরা ভালোবাাসা

মেঘের ভেলায় ঈগলের ডানা দোল খায় মিঠে রোদে

স্বপ্নের বিভা আলোকিত হয় জীবনের নানা বোধে।



নববর্ষ আজ খুলে দিক যতো বন্ধ মনের দ্বার

অজেয়কে জয় করতেই হবে নয় জীবনের হার।













মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.