![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমের মুকুলের মৌতাত
মৌরিফুলের কেশর দোলাচ্ছে দখিনা বাতাস
অনিন্দিতা তোমার খোপা খুলে দাও
উড়িয়ে দাও নীল আকাশে
আঁচলে তুলে নাও রোদের ফেনা
কাছে এসো, পাশে এসে দাঁড়াও
ঐ দেখো ছাতিমের ডালে বসা দুটি হলুদ পাখি
কথাগুলো শিখে নাও
আর আমার চোখের দিকে তাকিয়ে বলে দাও
তপোবনে প্রেমের রূপকথা
অনিন্দিতা খুলে দাও তোমার মুখের নেকাব
হেসে ওঠো পাখিদের ভাষায়
তোমার মুক্তা ঝরা হাসিতে
শ্যামল করো আমার এই তৃষিত হৃদয়।
মানুষেরা আজ হাসতে ভুলে গেছে
ভালোবাসতে ভুলে গেছে...
আম বাগান হাসতে পারে বলেই
অঘ্রাণে ডানা মেলে আমের মুকুল
সূর্য হাসতে পারে বলেই
রোদের পরশে হেসে ওঠে প্রকৃতি
পাখিরা হাসতে পারে বলেই
গাছেরা মেলে দেয় ফুলের ডালা।
অনিন্দিতা তুমি হাসো
প্রাণ খুলে হাসো একবার
আর সবুজের গালিচায় শিশিরে লিখে দাও
রোদের ঝলমলে প্রেমপত্র।
২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৬
রইসউদ্দিন গায়েন বলেছেন: ধন্যবাদ!খুব সুন্দর লিখেছেন।
৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪১
মনসুর আিজজ বলেছেন: ধন্যবাদ আপনাদের
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩১
এহসান সাবির বলেছেন: শুভ নববর্ষ...