![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনসুর আজিজ এর দুটি প্রেমের ছড়া
১.
আঁখি
বলেছিলে থাকবে আমার সাথে
সন্ধ্যা সকাল কিংবা নিঝুম রাতে
মনের কথা বলবে উজাড় করে
যা ছিলো সাজানো মনে স্মৃতি থরে থরে
মনটা ছিলো শুভ্রকাশের বন
মুঠোয় ছিলো না কুড়ানো ক্ষণ
কেনো দিলে শুন্যভিটায়
ঝাঁকি
আঁখি
পণ করেছো বাঁধবে বাসর ঘর
আমায় করে পর
কাঁপছে আকাশ কাঁপছে মাটি
মন কাঁপে থত্থর
দুচোখ শুধু
বাকি
অন্ধ হোমার ছিলো ভালো
জ্ঞানের ঘৱে দিতো আলো
আমার হৃদয় চিটায় ভরা
আঁখি
আর বলো না প্রেমের কথা
এই হাতে হাত
রাখি।
২.
সুমি
তোমার দুগাল চুমি
রাত কাটাবো পূর্ণিমা চাঁদ
দুজনে নির্ঘুমই
সুমি
নতুন চরে আমার সাথে
যাবে বলো তুমি
হোগলা পাতার নতুন চরে
কাশফুলেরা ঘাসফুলেরা
নতুন ঝাঁড়ের বাঁশফুলেরা
যদি বাসর সাজায়
নলের বাঁশি রাখাল ছেলে
একটু যদি বাজায়
শীতের রাতে ধানের নাড়ায়
একটু পেলে
উমই
সুমী
এক রাতে যে কাটবে হাজার রাত
আমার হাতে তোমার নরম হাত
নিঃশ্বাসে যায় আধোরাতের
ঘুমই
সুমি
আমার জীবন নাওয়ের বলো যাত্রী হবে তুমি?
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৬
সুমন কর বলেছেন:
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগল ।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫০
দুখাই রাজ বলেছেন: বেশ দারুন ছন্দ । শুভ সকাল ভাই । +++++++
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৯
অপূর্ণ রায়হান বলেছেন: অসম্ভব সুন্দর ছন্দময় ++++
ভালো থাকবেন